পিএসএলের মায়ায় প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়লেন ভিন্স
১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের তিন সংস্করণেই অধিনায়ক তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসে দায়িত্ব কিছুটা কম। মাস দেড়েক ব্যাপ্তির এই টুর্নামেন্টে তিনি সহ-অধিনায়ক। কিন্তু পিএসএলে অবাধে খেলার সুযোগ পেতে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন জেমস ভিন্স। হ্যাম্পশায়ারকে ৯ মৌসুম নেতৃত্ব দেওয়া ভিন্সকে ভবিষ্যতে শুধু টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখা যাবে। ক্লাবের পক্ষ থেকে গতকাল বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩৩ বছর বয়সী ভিন্সের হঠাৎ প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কারণ খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়া নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নিয়ম। গত নভেম্বরে ইসিবি জানিয়ে দেয়, ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম চলার সময় আইপিএল ছাড়া অন্য বিদেশি লিগগুলো খেলতে অনাপত্তিপত্র দেওয়া হবে না। এ নিয়েই বোর্ডের সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়ান ভিন্সসহ আরও কয়েকজন ক্রিকেটার।
ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থাকায় এ বছর পিএসএল হবে এপ্রিল-মে মাসে। একই সময়ে ইংল্যান্ডের প্রথম শ্রেণির প্রতিযোগিতা কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচও আছে। সাংঘর্ষিক সূচির কারণে ভিন্সকে যেকোনো একটি বেছে নিতে হতো। কারণ, হ্যাম্পশায়ারের সঙ্গে এই টপ অর্ডার ব্যাটসম্যানের তিন সংস্করণেই চুক্তি ছিল।
ইসিবির কাছ থেকে অনাপত্তি নিয়ে পিএসএল খেলতে গেলে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ৬-৭ ম্যাচ মিস করতেন। কিন্তু ইসিবির নতুন নিয়ম অনুযায়ী, সব সংস্করণে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার শুরুর ম্যাচ মিস করলে পরে এসে খেলতে পারবেন না। শেষ পর্যন্ত তিনি পিএসএলকেই বেছে নিলেন। ২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতা ভিন্স বলেছেন, ‘আমি হ্যাম্পশায়ারকে ভালোবাসি। ১৬ বছর ধরে আমি এই ক্লাবের সঙ্গে আছি। এটা আমার ঘর। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে নিজের সেরাটা দিয়ে যেতে চাই। আশা করি, প্রতিযোগিতায় (টি২০ ব্লাস্ট) আমরা আরও বেশি সাফল্য পাব। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমার পরিবারের জন্য কোনটি সবচেয়ে ভালো হবে, সেটাও ভাবতে হয়েছে।’
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিএসএল খেলতে ইসিবির অনাপত্তিপত্র না পেলে টম কোহলার-ক্যাডমোরও ভিন্সকে অনুসরণ করে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দেবেন। উইকেটকিপার-ব্যাটসম্যান ক্যাডমোরের সঙ্গে কাউন্টি ক্লাব সমারসেটের তিন সংস্করণেই চুক্তি আছে। পিএসএলে তাঁকে কিনেছে পেশোয়ার জালমি, যে দলে বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানাও খেলবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত