উইন্ডিজের বিপক্ষে বড় জয়ে সিরিজে ফিরলেন জ্যোতিরা
২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
অধিনায়কের দুর্দান্ত ব্যাটিং এবং স্পিনারদের দাপুটে বোলিংয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয়ে সিরিজে ফিরলেন নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ সময় পরশু রাতে সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ান মেয়েদের ৬০ রানে হারিয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরলো টাইগ্রেসরা। আগে ব্য্যাট করে অধিনায়ক জ্যোতির হাফসেঞ্চুরিতে ৪৮.৫ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের স্পিন বিষে নীল হয়ে ৩৫ ওভারে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ফলে বড় জয় তুলে নিয়ে সিরিজে ফেরার পাশাপাশি আসন্ন বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা দারুণভাবে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। আট দলের সেই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ চলমান উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বাংলাদেশের পয়েন্ট এখন ২৩ ম্যাচে ২১। সব ম্যাচ খেলে ফেলা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ২১। উইন্ডিজ নারী দলের বিপক্ষে চলমান সিরিজে শেষ ম্যাচটি জিতলে প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট কাটবে বাংলাদেশ। ম্যাচ মাঠে না গড়ালেও জ্যোতির দল চলে যাবে বিশ্বকাপে। আর সেটা ঘটলে নিউজিল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্বে। বাংলাদেশ সময় আগামীকাল রাতে ক্যারিবিয়ান মেয়েদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি খেলবেন জ্যোতিরা।
২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এই ম্যাচ হারলে টাইগ্রেসরা সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারাবে, আর জিতলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন জ্যোতিরা। এমন সমীকরণের ম্যাচে কাল টস জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশকে। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। ১৬.১ ওভারে দলীয় ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে যখন দিশেহারা বাংলাদেশ, তখন শক্ত হাতে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান অধিনায়ক জ্যোতি। তার অসাধারণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত দলের সংগ্রহ দুইশ’র কাছাকাছি যায়। বাংলাদেশ দলের পক্ষে ১২০ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন জ্যোতি। তার ইনিংসে ছিল ৫টি চারের মার। সোবহানা মোস্তারি ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ রান। তিনি ৩২ বলে ১টি করে চার ও ছক্কায় ২৩ রান করেন। এছাড়া স্বর্ণা আক্তার ২৯ বলে দুই বাউন্ডারির মারে ২১, ওপেনার ফারজানা হক ৩৫ বলে ১ চারে ১৮, আরেক ওপেনার মুর্শিদা খাতুন ২৪ বলে দুই বাউন্ডারিতে ১২ এবং শারমিন আক্তার ১৯ বলে ২ চারের মারে ১১ রান করেন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের কারিসমা রামহারাক ৩৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। অ্যালিয়া অ্যালিনে ২৪ রানে নেন ৩টি উইকেট।
জয়ের জন্য লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের তিন স্পিনার নাহিদা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুনের স্পিন বিষে নীল হয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজও। তারা ১৬.২ ওভারে দলীয় ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে অনেকটাই খাদের কিনারায় পৌঁছে যায়। যেখান থেকে আর ফিরে আসতে পারেনি উইন্ডিজ মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ২৮ রান করেন শেমাইনে কাম্পবেলে। তার ইনিংসে ছিল ৩টি চারের মার। এছাড়া চ্যারি আন ফ্রেজার ৩১ বলে এক বাউন্ডারিতে অপরাজিত ১৮, ওপেনার হেইলি ম্যাথিউস ২৩ বলে ২ চারের মারে ১৬, অ্যালিয়া অ্যালিনে ৩৩ বলে ১৫ ও কারিশমা রামহারক ২০ বলে ১ চারের মারে ১৩ রান করেন। বাকি ছয় ব্যাটারের সংগ্রহ ছিল এক অঙ্কের ঘরে।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৩১ রানে শিকার করেন ৩ উইকেট। ফাতিমা খাতুন ১৭, রাবেয়া খান ১৯ ও মারুফা আক্তার ৩৫ রানে পান ২টি করে উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশের নাহিদা আক্তার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে আবারও বিমান দুর্ঘটনা
হাসিনার পা চাটা গোলামেরা হঠাৎ জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ
বাণিজ্যমেলা থেকে ফেরার পথে তিন শিক্ষার্থী নিহত
তিতুমীর কলেজ ‘শাটডাউন’, আজ ১১ ঘণ্টা রাস্তা অবরোধের ঘোষণা
'খাপসে' তিব্বতী ঐতিহ্যবাহী মিষ্টি, যা শান্তি ও প্রশান্তির প্রতীক
ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ হচ্ছে আজ
নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান
অভিবাসন নিয়ন্ত্রণে জার্মানিতে প্রস্তাব পাস, বিক্ষোভ হাজারো মানুষের
কুইন্সল্যান্ডে বন্যা পরিস্থিতি চরমে, মহাসড়ক ধসে পড়েছে
চাঁদপুরে আলুর আবাদ বেড়েছে, বাম্পার ফলনের আশা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে চাঁদপুর দুদক কার্যালয়ে তলব
ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত শূন্য রেখায় বাঁধ পুনর্নির্মাণ ইস্যু নিয়ে বিতর্ক
বিয়ের আগে নিখোঁজ, লাশ ঝুলছিল গাছে
জুলাইয়ে আহতদের যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এই সরকার : হাসনাত
‘শেখ হাসিনাতেই আস্থা’ আওয়ামীলীগের পোস্টার বিতরণকালে তৃণমূল বিএনপির নেতা আটক
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা
দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় চালক ও সহকারী নিহত
আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দ্বিতীয় স্থানে ইয়াঙ্গুন
আরও ৯০ থানা-উপজেলায় জাতীয় নাগরিক কমিটি গঠন
শুরু হলো পডকাস্ট শো 'আমি আলমগীর'