‘দুর্বল’ রাজশাহীতে রঙ ফিকে রংপুরের
২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে পৌঁছে ক্রিকেটারদের প্রথম অনুশীলনই বয়কট, বিসিবির হস্তক্ষেপে আপত সঙ্কট কাটিয়ে মাঠের ক্রিকেটে ফিরলেও ঠুনকো অজুহাতে মাঝপথে অধিনায়ক বদলসহ দুর্বার রাজশাহীর দুর্বলতা ফুটে ওঠে ব্যবস্থাপনায়। পরে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে হোটেলের পাওনাদি না দেয়ার অভিযোগও আনে হোটেল কতৃপক্ষ। এসবের ভিড়ে গায়ে সেঁটে যাওয়া ‘দুর্বল রাজশাহী’ তকমা কাটিয়ে মাঠের ক্রিকেটটা ঠিকঠাকই এগিয়ে নিচ্ছিল তারা। তাই বলে ৮ ম্যাচে ৮ জয় পাওয়া একমাত্র অজেয় রংপুর রাইডার্সকে হারিয়ে দেবে সেটা নিশ্চয়ই কল্পনাতেও আনেননি সয়ং দলটির মালিকপক্ষও। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এখন পর্যন্ত যে দুটি ম্যাচ হেরেছে, দুটিই তাদের কাছে। সেই অসাধ্য সাধনই করেছে রাজশাহী। অনেকটা পচাঁ শামুকে পা কাটার মতো সমালোচনায় জর্জর দলটির কাছেই ২৪ রানে হেরে গেছে রংপুর।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ উইকেট হারিয়ে রাজশাহীর করা ১৭০ রানের জবাবে ৪ বল আগেই ১৪৬ রানে গুটিয়ে যায় তাসকিন আহমেদের দল। এবারের বিপিএলে টানা ৮ ও সব মিলিয়ে ১১ ম্যাচ জয়ের পর অবেশষে পরাজয়ের তেতো স্বাদ পেল ২০১৭ আসরের চ্যাম্পিয়নরা। তবে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে তারকাবহুল দলটি। এক ম্যাচ বেশি খেলা ৪ জয়ে চারে উঠে এসেছে পদ্মা পাড়ের রাজশাহী। সাগরিকায় ক্ষণে ক্ষনে রং বদলানো ম্যাচটির নায়কদের একজন ব্যাট হাতে কিছুই করতে না পারা রায়ান বার্ল। বল হাতে এই জিম্বাবুইয়ানের মুন্সিয়ানার কাছেই কুপোকাত অজেয় রংপুর। বিপিএলে আগে কখনও ম্যাচে দুটির বেশি উইকেট ছিল না যার, তিনি এবার শিকার করেন চার উইকেট! এর মধ্যে ছিল নিজের বলে দুর্দান্ত একটি ক্যাচও। জিম্বাবুয়ের এই ক্রিকেটারের ১৫২ ম্যাচের টোয়েন্টি ক্যারিয়ারেই প্রথম চার উইকেট এটি।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে সোহানের দল। দলীয় ১৫ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারায় তারা। এরমধ্যে ইরফান শুক্কুর ও ইফতেখার আহমেদ তো রানের খাতাই খুলতে পারেননি। এ দুই ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন এসএম মেহেরব। তবে খুশদিল শাহর ডিফেন্সে হ্যাটট্রিক হয়নি। সাইফ হাসানকে কিছুটা সঙ্গ দিয়ে সাব্বির হোসেনের শিকার হন খুশদিল। চতুর্থ উইকেটে ৪০ রান যোগ করেন তারা। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি সাইফ। ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান করে বিদায় নেন শফিউল ইসলামের বলে। এরপর বল হাতে আসেন বার্ল। প্রথম ওভারে তুলে নেন শেখ মেহেদী হাসানের উইকেট। সোহান যথারীতি আগ্রাসন চালিয়ে যান। ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করে আশা দেখান রংপুরকে। তবে বার্লের বলে ছক্কা মারতে গিয়ে টাইমিংয়ে হেরফের করে বিদায় নেন তিনি।
এরপর আকিফকেও ফেরান বার্ল। তখন রংপুরের শেষ আশা ছিল সাইফউদ্দিনকে ঘিরে। তাকে খুব বেশি আগাতে দেননি বার্ল। ১৪ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৩ রান করেন তিনি। এরপর নাহিদ রানাকে ছাঁটাই করেন অধিনায়ক তাসকিন। তাতেই জয় নিশ্চিত হয় তাদের। ২২ রানের খরচায় ৪টি উইকেট নিয়ে সেরা বোলার বার্ল। দুটি করে উইকেট পান তাসকিন ও মেহেরব।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে রাজশাহী। দলীয় ২৪ রানে মোহাম্মদ হারিসকে হারালেও সাব্বির রহমান ও এনামুল হক বিজয়ের ব্যাটে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৯ বলে আসে ৫২ রান। যেখানে ১৬ বলে ৩৪ রান করে সাব্বির সাব্বিরকে সাইফউদ্দিনের ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন খুশদিল শাহ। শেষ পর্যন্ত ১৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৩৯ রান আসে সাব্বিরের ব্যাট থেকে। এর ঠিক পরের বলে রায়ান বার্লকেও ফেরান খুশদিল। তবে ইয়াসিরের ব্যাটে হ্যাটট্রিক মিলেনি। বিজয়ের সঙ্গে দারুণ এক জুটি গড়েন ইয়াসির। ৫০ বলে স্কোরবোর্ডে ৭৬ রান যোগ করেন তারা। অবশ্য বিজয় ব্যাট করেছেন মন্থর গতিতেই। জুটিতে তার অবদান ১৮ বলে ১৬। ইয়াসির আক্রমণাত্মক হওয়ার চেষ্টা চালান। খুশদিলের তৃতীয় শিকার হওয়ার আগে ৩২ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৬০ রান করেন তিনি।
খুশদিলের বিদায়ের এক বল পরেই রানআউট হন বিজয়। ৩১ বলে করেন ৩৪ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আর কোনো ব্যাটার দায়িত্ব নিতে পারেননি। ১৬ ওভারেই তাই ১৫৩ রান তুলে ফেলা দলটি আর যোগ করতে পারে ১৭ রান। ১৮ রানের ব্যবধানে হারায় ৭টি উইকেট। রংপুরের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন খুশদিল ও আকিফ জাভেদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি