ঢাকা   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১

নোমানের ঐতিহাসিক হ্যাটট্রিকের পর প্রথম দিনেই রেকর্ড ২০ উইকেট

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম

ছবি: ফেসবুক

নিজেদের পাতা ফাঁদেই কি আটকে যাচ্ছে পাকিস্তান? মুলতান টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে নিজেরাও তারও কম রানে গুটিয়ে যাওয়ার পর এমন প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক। তার মানে প্রথম দিনেই পড়েছে রেকর্ড ২০ উইকেট।

আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগের টেস্টের মতো এবারও হতে যাচ্ছে স্পিন সহায়ক উইকেট। কিন্তু এতটা হয়ত ভাবেনি পাকিস্তানও। নোমান আলির ঐতিহাসিক হ্যাটট্রিকে ৪১.১ ওভারে উইন্ডিজ গুটিয়ে যায় ১৬৩ রানে। জবাবে ৪৭ ওভারে ১৫৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এদিন পড়া ২০ উইকেট একটি রেকর্ড। এশিয়ার কোনো দেশে এর আগে কখনও টেস্টের প্রথম দিনে এত উইকেট পড়েনি। ১৯৮৭ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দিল্লি টেস্টের প্রথম দিনে ১৮ উইকেট এতদিন ছিল সর্বোচ্চ।

প্রথমে ব্যাটিং করে দুইশর আগে অলআউট হওয়ার পরও নিজেদের টেস্ট ইতিহাসে এনিয়ে চতুর্থবার প্রথম ইনিংসে লিড নিতে পারল ওয়েস্ট ইন্ডিজ। সবশেষটি ২৭ বছর আগে, ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

যে দলটির একটা পর্যায়ে স্কোরবোর্ড ছিল ৭ উইকেটে ৩৮ রান থেকে ৮ উইকেটে ৫৪, সেই দলটিই প্রথম ইনিংসে ৯ রানে এগিয়ে দ্বিতীয় দিন শুরু করবে।

দ্বাদশ ওভারে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেন নোমান। ওভারের প্রথম বলে জাস্টিন গ্রেভসকে গালিতে বাবর আজমে সহজ ক্যাচ বানান তিনি। পরের বলে ইমলিচকে ফেলেন এলবিডব্লিউয়ের ফাঁদে। গালিতে কেভিন ইমলিচের নিচু ক্যাচ নিয়ে নোমনকে ঐতিহাসিক উপলক্ষ্য এনে দেন বাবর।

পাকিস্তানের হয়ে টেস্ট হ্যাটট্রিক করা পঞ্চম বোলার নোমান। তবে স্পিনে টানা তিন বলে উইকেট শিকারের কীর্তি তারই প্রথম।

পাকিস্তানকে প্রথম টেস্ট হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন ওয়াসিম আকরাম। দ্বিতীয়টিও এসেছিল তার হাত ধরে। ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে হ্যাটট্রিকের প্রথম নজির গড়েছিলেন বাঁহাতি পেস বোলিং কিংবদন্তি।

পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষেই হ্যাটট্রিক করেন আব্দুল রাজ্জাক, ২০০২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে করেন মোহাম্মদ সামি ও দীর্ঘ বিরতির পর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে করেন নাসিম শাহ। সেখানেই এবার নাম উঠে গেল নোমানের।

একটুর জন্য আরেকটি বিশ্বরেকর্ড হয়নি নোমানের। ৩৮ বছর ১১০ দিন বয়সে হ্যাটট্রিক করলেন তিনি। তার চেয়ে বেশি বয়সে এই কীর্তি আছে টেস্ট ইতিহাসে কেবল একজনেরই। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিন গ্রেট রাঙ্গানা হেরাথ হ্যাটট্রিক করেছিলেন ৩৮ বছর ১৩৯ দিন বয়সে।

ম্যাচে ৩৮ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স নেন ৪১ রানে ৬ উইকেট। ক্যারিয়ারে এটি তার ইনিংসে অষ্টম ৫ উইকেট শিকার।

মোটি অবশ্য ফিরতে পারতেন ১৮ রানেই। কিন্তু এলবিডব্লিউয়ের রিভিউ নেয়নি পাকিস্তান। শেষ পর্যন্ত তারই খেসারত দিতে হয়েছে দলকে। টসজয়ী উইন্ডিজও একশ ছাড়িয়ে পেয়ে যায় দেড়শর্ধো সংগ্রহ।

ইনিংসে কেবল একটি উইকেট গেছে পেসারের ঝুলিতে। মিডিয়াম পেসে মাখাইল লুইসকে কট বিহাইন্ড করে শুরুটা করেন অভিষিক্ত কাশিফ আলি। পরের ওভারে আমির জাঙ্গোকে এলবিডব্লিউ করেন স্পিনার সাজিদ খান। দশম ওভারে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে এলবিডব্লিউ করে দৃশ্যপটে আসেন নোমান। পরের ওভারে আলিক আথানেজকে এলবিডব্লিউয়ের ফাদে ফেলেন সাজিদ। এরপর তো সেই হ্যাটট্রিকের গল্প।

১৭তম ওভারে কাভেম হজকে শর্ট লেগে ক্যাচ বানান আবরার আহমেদ। এরপর গুডাকেশ মোটির প্রতিরোধ। শেষ দুই ব্যাটারকে নিয়ে তিনি যোগ করেন ১০৯ রান।

শেষ উইকেট জুটিতে ৮২ বলে এসেছে ৬৮ রান। ক্যারিয়ারের প্রথম ফিফটি করে মোটি (৫৫) আউট হতেই ১৬৩ রানে শেষ হয় উইন্ডিজের ইনিংস।

পাল্টা আক্রমণে ৪০ বলে ৩৬ রানে অপরাজিত থেকে যান জোমেল ওয়ারিকান। এর আগে কেমার রোচকে নিয়ে মোটি গড়েন ৬৮ বলে ৪১ রানের জুটি। যেখানে রোচের অবদান ৪৫ বলে ২৫।

ক্যারিবিয়দের অল্পতে আটকে দেওয়ার স্বস্তি দ্রুতই উবে যায় পাকিস্তানের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলটির ইনিংসে ফিফটি নেই একটিও।

পরপর তিন ওভারে টপ অর্ডারের তিনজনকে হারায় পাকিস্তান। ইনিংসের ষষ্ঠ ও অষ্টম ওভারে মুহাম্মাদ হুরাইরা ও শান মাসুদকে বিদায় করেন রোচ। মাঝের ওভারে তারকা ব্যাটসম্যান বাবর আজমের স্টাম্প ভেঙে দেন মোটি। কয়েক ওভার পর এই স্পিনারের শিকার কামরান গুলাম।

৫১ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান ঘুরে দাঁড়ানোর আভাস দেয় সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। এই দুইজনের ৬৮ রানের জুটিতে একশ পার করে স্বাগতিকরা।

৩২ রান করা শাকিলকে ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙেন ওয়ারিক্যান। কয়েক ওভার পর এই স্পিনারকে উইকেট ছেড়ে বেরিয়ে খেলে স্টাম্পড হন ৮ চারে ৪৯ রান রিজওয়ান। ২৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় পাকিস্তান।

সফরকারী তিন বোলার মিলে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে তাদের সেরা বোলার বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। আরেক বাঁহাতি স্পিনার মোটি ধরেন ৩ শিকার। আর পেসার রোচের প্রাপ্তি দুই উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪১.১ ওভারে ১৬৩ (ব্র্যাথওয়েট ৯, লুই ৪, জাঙ্গু ০, হজ ২০, আথানেজ ০, গ্রিভস ১, ইমলাখ ০, সিনক্লেয়ার ০, মোটি ৫৫, রোচ ২৫, ওয়ারিক্যান ৩৬*; সাজিদ ১৪-১-৬৪-২, কাশিফ ৪-০-১৬-১, নোমান ১৫.১-৩-৪১-৬, আবরার ৬-১-২৪-১, সালমান ২-০-১০-০)

পাকিস্তান ১ম ইনিংস: ৪৭ ওভারে ১৫৪ (মাসুদ ১৫, হুরাইরা ৯, বাবর ১, কামরান ১৬, শাকিল ৩২, রিজওয়ান ৪৯, সালমান ৯, নোমান ০, সাজিদ ১৬, আবরার ২, কাশিফ ০; মোটি ১৩-০-৪৯-৩, রোচ ৬-১-১৫-২, ওয়ারিক্যান ১৭-৪-৪৩-৪, সিনক্লেয়ার ১০-১-৪২-০, ব্র্যাথওয়েট ১-০-১-০)।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...
*/ -->

আরও পড়ুন

পেকুয়ায় এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পেকুয়ায় এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

স্বামীর কিডনি বিক্রির পুরো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী

স্বামীর কিডনি বিক্রির পুরো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী

ইলন মাস্কের মন্তব্যের পর ইউএসএআইডি কর্মকর্তাদের ছুটি

ইলন মাস্কের মন্তব্যের পর ইউএসএআইডি কর্মকর্তাদের ছুটি

ফোন স্ক্রলিংয়ের আসক্তি এবং উত্তরণের উপায়, কি বলছে গবেষণা

ফোন স্ক্রলিংয়ের আসক্তি এবং উত্তরণের উপায়, কি বলছে গবেষণা

ঘন কুয়াশা : বিলম্বে নেমেছে ১৬ ফ্লাইট : ৩টি ফ্লাইট গেল কলকাতায়

ঘন কুয়াশা : বিলম্বে নেমেছে ১৬ ফ্লাইট : ৩টি ফ্লাইট গেল কলকাতায়

যুক্তরাষ্ট্রে আবারও বিমান দুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে আবারও বিমান দুর্ঘটনা

হাসিনার পা চাটা গোলামেরা হঠাৎ জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ

হাসিনার পা চাটা গোলামেরা হঠাৎ জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে: ব্যারিস্টার ফুয়াদ

বাণিজ্যমেলা থেকে ফেরার পথে তিন শিক্ষার্থী নিহত

বাণিজ্যমেলা থেকে ফেরার পথে তিন শিক্ষার্থী নিহত

তিতুমীর কলেজ ‘শাটডাউন’, আজ ১১ ঘণ্টা রাস্তা অবরোধের ঘোষণা

তিতুমীর কলেজ ‘শাটডাউন’, আজ ১১ ঘণ্টা রাস্তা অবরোধের ঘোষণা

'খাপসে' তিব্বতী ঐতিহ্যবাহী মিষ্টি, যা শান্তি ও প্রশান্তির প্রতীক

'খাপসে' তিব্বতী ঐতিহ্যবাহী মিষ্টি, যা শান্তি ও প্রশান্তির প্রতীক

ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ হচ্ছে আজ

ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ হচ্ছে আজ

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

অভিবাসন নিয়ন্ত্রণে জার্মানিতে প্রস্তাব পাস, বিক্ষোভ হাজারো মানুষের

অভিবাসন নিয়ন্ত্রণে জার্মানিতে প্রস্তাব পাস, বিক্ষোভ হাজারো মানুষের

কুইন্সল্যান্ডে বন্যা পরিস্থিতি চরমে, মহাসড়ক ধসে পড়েছে

কুইন্সল্যান্ডে বন্যা পরিস্থিতি চরমে, মহাসড়ক ধসে পড়েছে

চাঁদপুরে আলুর আবাদ বেড়েছে, বাম্পার ফলনের আশা

চাঁদপুরে আলুর আবাদ বেড়েছে, বাম্পার ফলনের আশা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে চাঁদপুর দুদক কার্যালয়ে তলব

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে চাঁদপুর দুদক কার্যালয়ে তলব

ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত শূন্য রেখায় বাঁধ পুনর্নির্মাণ ইস্যু নিয়ে বিতর্ক

ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত শূন্য রেখায় বাঁধ পুনর্নির্মাণ ইস্যু নিয়ে বিতর্ক

বিয়ের আগে নিখোঁজ, লাশ ঝুলছিল গাছে

বিয়ের আগে নিখোঁজ, লাশ ঝুলছিল গাছে

জুলাইয়ে আহতদের যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এই সরকার : হাসনাত

জুলাইয়ে আহতদের যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এই সরকার : হাসনাত

‘শেখ হাসিনাতেই আস্থা’ আওয়ামীলীগের পোস্টার বিতরণকালে তৃণমূল বিএনপির নেতা আটক

‘শেখ হাসিনাতেই আস্থা’ আওয়ামীলীগের পোস্টার বিতরণকালে তৃণমূল বিএনপির নেতা আটক