গল টেস্ট

খাওয়াজা ও ইংলিশের ঐতিহাসিক দিনে পিষ্ট শ্রীলঙ্কা

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম

ছবি: অস্ট্রেলিয়া মেন্স ক্রিকেট টিম/ফেসবুক

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার দাপট অব্যহত থাকল দ্বিতীয় দিনেও। দেশের হয়ে সবেচেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন উসমান খাওয়াজা। অভিষেকে দেশের হয়ে জশ ইংলিশ গড়লেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। অস্ট্রেলিয়ার রানে পিষ্ট হওয়ার পর ব্যাট হাতে নড়বড়ে শুরু করেছে শ্রীলঙ্কা।

গলে ৩ উইকেটে ৪৪ রান তুলে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে এখনও তারা ৬১০ রানে পিছিয়ে। ৬ উইকেটে ৬৫৪ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

 শ্রীলঙ্কায় তো বটেই, এশিয়ার মাটিতেই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সংগ্রহ। এশিয়ায় এত দিন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ছিল ১৯৮০ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ৬১৭ রান।

খাওয়াজা ২৩২ ও ইংলিশ ১০২ রান করেন। আগের দিন দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করা স্টিভেন স্মিথ আউট হন ১৪১ রান করে।

পরে বল হাতে একটি উইকেট নিয়ে ৩৫তম জন্মদিনে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন মিচেল স্টার্ক। তৃতীয় অস্ট্রেলিয়ান পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট পূর্ণ করলেন তিনি। আগের দুজন গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লি।

অস্ট্রেলিয়া আগের দিনের ২ উইকেটে ৩৩০ রানের সঙ্গে আরও ৩২৪ রান যোগ করে। টেস্টের প্রথম দিন শেষে ১০৪ রানে অপরাজিত ছিলেন স্মিথ। খাওয়াজা অপরাজিত ছিলেন ১৪৭ রানে। দ্বিতীয় দিনে বৃহস্পতিবার প্রথম সেশনেই ক্যারিয়ারে প্রথমবারের মতো পান দ্বিশতকের দেখা। অস্ট্রেলিয়ার প্রায় ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে আর কোনো ওপেনার দুইশর দেখা পাননি ৩৮ বছর বয়সে।

শ্রীলঙ্কায় কোনো অস্ট্রেলিয়ানের আগের সর্বোচ্চ ছিল ১৬৬, আরেক বাঁহাতি ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের। ২০০৪ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওপেন করতে নেমেই ইনিংসটি খেলেছিলেন খাওয়াজার সাবেক কোচ।

৩৮ বছর ৪২ দিন বয়সের ডাবল সেঞ্চুরিতে আরও রেকর্ড ধরা দিয়েছে খাওয়াজার। অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি আছে আর কেবল স্যার ডন ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত এই কিংবদন্তি ১৯৪৬ সালে একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন ৩৮ বছর ১০৮ দিন বয়সে, ১৯৪৮ সালে আরেকটি করেছিলেন ৩৯ বছর ১৪৯ দিন বয়সে। তবে কোনোটিই তার ক্যারিয়ারে প্রথম নয়।

অনেক চড়াই-উৎরাই পেরিয়ে, দলে অনেকবার আসা-যাওয়ার পর এই স্বাদ পেলেন খাওয়াজা। তার আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ১৯৫ রান। বৃষ্টির কারণে তাকে এই রানে রেখেই ইনিংস ঘোষণা করতে হয়েছিল অধিনায়ককে।

সবচেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরির আগের রেকর্ড ছিল ডেভিড ওয়ার্নারের। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি ৩৬ বছর ৬০ দিন বয়সে।

স্টিভেন স্মিথের সঙ্গে এদিন খাওয়াজার জুটি থামে ২৬৬ রানে। শ্রীলঙ্কায় যা তৃতীয় উইকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২০০ ছিল গিলক্রিস্ট ও মার্টিনের।

লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসের সোজা ডেলিভারিতে এলবিডব্লিউ হয় যান ১৪১ রান করা স্মিথ।

এরপর ইংলিশের সঙ্গে খাওয়াজা গড়েন দারুণ আরেকটি জুটি। তার প্রবাথ জয়াসুরিয়ার বলে কট বিহাইন্ড হয়ে আউট হন তিনি। ভাঙে ১৭২ বলে ১৪৬ রানের জুটি।

খাওয়াজা ক্যারিয়ারসেরা ২৩২ রানের ইনিংসটি সাজান ৩৫২ বলে ১৬টি চার ও ১ ছক্কায়।

খানিক পর তিন অঙ্ক স্পর্শ করেন ইংলিশ, ৯০ বলে। টেস্ট অভিষেকে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। তবে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম।

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে অভিষেকে ৮৫ বলে সেঞ্চুরি করে চূড়ায় আছেন ভারতের শিখার ধাওয়ান।

একটি জায়গায় অবশ্য ইংলিস ছাড়িয়ে গেছেন সবাইকে। ১০ চার ও এক ছক্কায় ৯৪ বলে ১০২ রান করে আউট হয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১০৮.৫১। টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস এটিই।

এরপর বাউ ওয়েবস্টার আউট হন ৫০ বলে ২৩ রান করে। অ্যালেক্স কেয়ারি ৬৯ বলে ৪৬ ও মিচেল স্টার্ক ১৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কাকে ১৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ দেয় অস্ট্রেলিয়া। পরিকল্পনা কাজে লাগিয়ে তারা তুলে নেয় দুই ওপেনার ওশাদা ফার্নান্ডো ও দিমুথ করুনারত্নে এবং অভিজ্ঞ অ্যাঞ্জোলো ম্যাথিউসের উইকেট। দশ ওভারের মধ্যেই স্বাগতিকরা হারায় ৩ উইকেট। দিনের শেষ ৫ ওভার বিপদ ছাড়াই কাটিয়ে দেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

গিলে ম্লান হৃদয়, হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু বাংলাদেশের
প্যাটেলকেও ফেরালেন রিশাদ, ভারতকে টানছেন গিল
আয়ারকে টিকতে দিলেন না মোস্তাফিজ
কারাত-১ সিরিজ এ-তে স্বর্ণ জিতেছেন ইরানের নেমাতি
কোহলির উইকেট নিলেন রিশাদ
আরও
X

আরও পড়ুন

তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

মহান আল্লাহ  ও হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

মহান আল্লাহ  ও হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

বার্সোলনায় সেরা প্রথম নির্মাতা অ্যাওয়ার্ড অর্জনের কৃতিত্ব গড়লো বাংলাদেশি সিনেমা 'ক্রাতি'

বার্সোলনায় সেরা প্রথম নির্মাতা অ্যাওয়ার্ড অর্জনের কৃতিত্ব গড়লো বাংলাদেশি সিনেমা 'ক্রাতি'

ইবিতে আওয়ামীলীগের দোসরদের বিচার না করে উল্টো সেলফি তুলে সখ্যতা গড়ার অভিযোগ

ইবিতে আওয়ামীলীগের দোসরদের বিচার না করে উল্টো সেলফি তুলে সখ্যতা গড়ার অভিযোগ

গিলে ম্লান হৃদয়, হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু বাংলাদেশের

গিলে ম্লান হৃদয়, হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু বাংলাদেশের

ভাষা আন্দোলনের পটভূমি

ভাষা আন্দোলনের পটভূমি

উত্তরায় চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার

উত্তরায় চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার

দুর্নীতিমুক্ত হাব প্রতিষ্ঠায়  ত্রিমুখী লড়াই হবে

দুর্নীতিমুক্ত হাব প্রতিষ্ঠায় ত্রিমুখী লড়াই হবে

ব্রিটেনে বিষাক্ত সাপের নতুন প্রজাতির সন্ধান

ব্রিটেনে বিষাক্ত সাপের নতুন প্রজাতির সন্ধান

স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

পোস্টার নকলের অভিযোগ উঠেছে সালমান খানের বিরুদ্ধে

পোস্টার নকলের অভিযোগ উঠেছে সালমান খানের বিরুদ্ধে

ঢাবিতে ছাত্রদলের প্রতিবাদী বিক্ষোভ মিছিল

ঢাবিতে ছাত্রদলের প্রতিবাদী বিক্ষোভ মিছিল

কউক হবে জনবান্ধব সেবা প্রতিষ্ঠান : সালাহ উদ্দিন

কউক হবে জনবান্ধব সেবা প্রতিষ্ঠান : সালাহ উদ্দিন

আখাউড়া সীমান্তে বর্গা চাষে বিএসএফ’র আপত্তি!

আখাউড়া সীমান্তে বর্গা চাষে বিএসএফ’র আপত্তি!

শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা উপর গুরুত্ব দিতে হবে : শামীমা বরকত লাকী

শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা উপর গুরুত্ব দিতে হবে : শামীমা বরকত লাকী

তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

প্যাটেলকেও ফেরালেন রিশাদ, ভারতকে টানছেন গিল

প্যাটেলকেও ফেরালেন রিশাদ, ভারতকে টানছেন গিল

বিজয় আমাদের সুনিশ্চিত,আগামীতে জনগনের ভোটে বিএনপি সরকার গঠন করবে

বিজয় আমাদের সুনিশ্চিত,আগামীতে জনগনের ভোটে বিএনপি সরকার গঠন করবে

মহেশপুরে শিশু ধর্ষনের অভিযোগে দোকানদার আটক

মহেশপুরে শিশু ধর্ষনের অভিযোগে দোকানদার আটক

নোয়াখালীতে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ১০

নোয়াখালীতে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ১০