শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

ছবি: ফেসবুক

ঘরের মাঠে ব্যাটে-বলে লড়াইটা একদমই জমাতে পারল না শ্রীলঙ্কা। ব্যাটারদের দাপটের পর নাথান লায়ন ও ম্যাথিউ কুনিমানের ঘূর্ণিতে রেকর্ড ব্যবধানে তাদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

টেস্টের চতুর্থ দিন শনিবার দ্বিতীয় সেশনে ইনিংস ও ২৪২ রানের জয় নিশ্চিত করে অজিরা। টেস্টে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ব্যবধানের হার এটি। তাদের আগের বড় হারটি ছিল ভারতের বিপক্ষে ২০১৭ সালে নাগপুরে, ইনিংস ও ২৩৯ রানে।

লঙ্কানদের বিপক্ষে এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় জয়। আগের বড় জয়টি ছিল ২০১২ সালে মেলবোর্নে, ইনিংস ও ২০১ রানে।

এশিয়ায়ও এটি অস্ট্রেলিয়ার জয়ের রেকর্ড। ১৯৯৮ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল তারা। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার এটি চতুর্থ বড় জয়।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৬ উইকেটে করা এশিয়ায় ৬৫৪ রানের রেকর্ড সংগ্রহের জবাবে প্রথম ইনিংসে ১৬৫ রানে গুটিয়ে যাওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে করতে পারে ২৪৭ রান।

প্রথম ইনিংসে ৬৩ রানে ৫ উইকেট নেওয়া কুনিমান এবার ৮৬ রানে নিয়েছেন ৪ উইকেট। ৪ টেস্টের ক্যারিয়ারে এটিই হার ম্যাচে সেরা বোলিং।

প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া আরেক স্পিনার লায়ন এবার নিয়েছেন ৪ উইকেট।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সবচেয়ে লড়াকু ব্যাটার ছিলেন দিনেশ চান্দিমাল, করেন সর্বোচ্চ ৭২ রান। দ্বিতীয় ইনিংসে দরটির হয়ে সর্বোচ্চ রান আসে ৯ নম্বর ব্যাটার জেফারি ভেন্ডারসের ব্যাট থেকে। পাল্টা আক্রমণে তিনি করেন ৪৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান।

গলার কাটা হয়ে থাকা ভেন্ডারসে আউট হতেই জয়ের উল্লাসে মাতে অস্ট্রেলিয়া।

বল হাতে দুই স্পিনার দাপট দেখালেও অস্ট্রেলিয়ার জয়ের নায়ক উসমান খাওয়াজা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে এই ওপেনার করেন ২৩২ রান। সঙ্গে স্টিভেন স্মিথ ও অভিষিক্ত জশ ইংলিশের স্পেশাল সেঞ্চুরিতে এশিয়ায় নিজেদের সর্বোচ্চ সংগ্রহ জড়ে ইনিংস ঘোষণা করে সফরকারী দলটি।

আগের দিনের পুরো দুই সেশন ভেসে যায় বৃষ্টিতে। ৫ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। ৬৩ রান নিয়ে দিন শুরু করা চান্দিমাল আর আর ৯ রান যোগ করে ফেরেন লয়নের লেগ বিফোরের শিকার হয়ে। বাকিদের কেউ লড়াই জমাতে পারেননি। ১২.২ ওভারেই এদিন হাতের ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৫২.২ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় তারা।

ফলো অনে পড়ে চার ওভারের মধ্যে দুই ওপেনারকে আউট করেন মিচেল স্টার্ক ও টড মার্ফি। বাকি গল্প লায়ন ও কুনিমানকে নিয়ে।

৬ রানে দুই ওপেনারকে হারানোর পর মধ্যাহান বিরতির শেষ বলে চান্দিমালকে হারায় লঙ্কানরা। এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে তার জুটি ছিল ৮৫ বলে ৬৯ রানের, ইনিংসে যা সর্বোচ্চ। কামিন্দু মেন্ডিসের সঙ্গে ম্যাথিউসের জুটির সমাপ্তি ৩৯ রানে। একই রানে দাড়িয়ে ফেরেন দুজনই। ম্যাথিউস ৪১ ও কামিন্দু ৩২ রান করে।

এরপর ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৮৮ বলে ৬৫ রান যোগ করেন সুমল মেন্ডিস। ৮ রানের ব্যবধানে ফেরেন দুজনই, কুসল ৩৪ ও অধিনায়ক ধনাঞ্জয়া ৩৯ রানে।

শেষ দিকে এসে পাল্টা আক্রমণ শুরু করেন ভেন্ডারসে। তাতে অস্ট্রেলিয়ার জয় পেতে একটু দেরি হলেও রেকর্ড ব্যবধানে হার এড়াতে পারেনি লঙ্কানরা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার, কলম্বোয়।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লেভারকুসেনকে থামিয়ে শেষ আটের পথে বায়ার্ন
পিএসজির ২৭ প্রচেষ্টা ব্যর্থ করে ২ শটেই লিভারপুলের বাজিমাত
বেনফিকার মাঠে ১০ জনের বার্সার দুর্দান্ত জয়
আফ্রিকান আক্ষেপ বাড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড
আবরার ফাহাদের নামে শেখ কামাল স্টেডিয়াম
আরও
X

আরও পড়ুন

হাজীগঞ্জ মান্নান কোল্ড স্টোরেজে প্রতিদিন ৫ হাজার বস্তা ঢুকছে আলু

হাজীগঞ্জ মান্নান কোল্ড স্টোরেজে প্রতিদিন ৫ হাজার বস্তা ঢুকছে আলু

আমাদের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির : জয়শঙ্কর

আমাদের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির : জয়শঙ্কর

উখিয়ায় হাটবাজারের ইজারা মূল্য দশবছরে বেড়েছে দু’হাজার গুনের বেশি

উখিয়ায় হাটবাজারের ইজারা মূল্য দশবছরে বেড়েছে দু’হাজার গুনের বেশি

ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

লেভারকুসেনকে থামিয়ে শেষ আটের পথে বায়ার্ন

লেভারকুসেনকে থামিয়ে শেষ আটের পথে বায়ার্ন

কার বাহুডোরে মাথা রাখলেন পরীমণি?

কার বাহুডোরে মাথা রাখলেন পরীমণি?

মহেশপুর সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহিন যুবক নিহত

মহেশপুর সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহিন যুবক নিহত

ইবি প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই পদের রদবদল

ইবি প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই পদের রদবদল

ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা 'এমভি মা বাবার দোয়া' এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা 'এমভি মা বাবার দোয়া' এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

যুক্তরাষ্ট্র যা চায় তা যদি যুদ্ধ হয়, প্রস্তুত চীন

যুক্তরাষ্ট্র যা চায় তা যদি যুদ্ধ হয়, প্রস্তুত চীন

বগুড়ায় বাড়ির ছাদে মোবাইলে কথা বলতে গিয়ে অসাবধানতার খেসারত

বগুড়ায় বাড়ির ছাদে মোবাইলে কথা বলতে গিয়ে অসাবধানতার খেসারত

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শহীদ, সাধারণ সম্পাদক রতন

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শহীদ, সাধারণ সম্পাদক রতন

পিএসজির ২৭ প্রচেষ্টা ব্যর্থ করে ২ শটেই লিভারপুলের বাজিমাত

পিএসজির ২৭ প্রচেষ্টা ব্যর্থ করে ২ শটেই লিভারপুলের বাজিমাত

দাউদকান্দিতে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

দাউদকান্দিতে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

বেনফিকার মাঠে ১০ জনের বার্সার দুর্দান্ত জয়

বেনফিকার মাঠে ১০ জনের বার্সার দুর্দান্ত জয়

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

ঈদে প্রেক্ষাগৃহে আসছে 'ব্যাচেলর ইন ট্রিপ'

ঈদে প্রেক্ষাগৃহে আসছে 'ব্যাচেলর ইন ট্রিপ'

হামাসকে কঠোর বার্তা দিলেন ইসরায়েলের নতুন সামরিকপ্রধান

হামাসকে কঠোর বার্তা দিলেন ইসরায়েলের নতুন সামরিকপ্রধান

অর্থপাচার মামলায় আপিলে খালাস পেলেন তারেক ও মামুন

অর্থপাচার মামলায় আপিলে খালাস পেলেন তারেক ও মামুন

সালথায় পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা, স্বপ্ন বুনছে কৃষক

সালথায় পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা, স্বপ্ন বুনছে কৃষক