মিরাজের ব্যাটে প্লে অফে খুলনা, রাজশাহীর বিদায়
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম

মিলিত প্রচেষ্টায় লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন বোলাররা। তাতে অবদান ছিল মেহেদি হাসান মিরাজের। পরে ব্যাট হাতেও দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। তার দুর্দান্ত ইনিংসে ঢাকা ক্যাপিটালকে হারিয়ে বিপিএলের প্লে অফে জায়গা করে নিল খুলনা টাইগার্স।
মিরপুরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। ১২৪ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১৯ বল হাতে রেখেই। ৫৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৭৪ রানের ইনিংসে খুলনার জয়ের নায়ক মিরাজ।
খুলনার জয়ে প্লে অফে ওঠা হলো না দুর্বার রাজশাহীর। দুই দলের পয়েন্টই ১২ ম্যাচে ৬ জয়ে সমান ১২ করে। তবে নেট রান রেটে এগিয়ে প্লে অফে উঠে গেল খুলনা।
প্লে-অফ নিশ্চিত করা অন্য তিন দল হচ্ছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং চিটাগং কিংস।
খুলনার হয়ে কিপটে বোলিং উপহার দেন হাসান মাহমুদ ও উইলিয়াম বসিসতো। ৪ ওভারে স্রেফ ৫ রান দিয়ে ২ উইকেট নেন হাসান। ৪ ওভারে ১০ রানে ২টি শিকার ধরেন বাতিসতো।
খুলনার হয়ে হাত ঘুরিয়ে উইকেটের দেখা পেয়েছেন আরও ৫ বোলার।
আসরে শেষবারের মতো মাঠে নেমে সাতটি ছক্কা হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম। তাতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা আরও সমৃদ্ধ হলো এই বাঁহাতি ওপেনারের।
সব মিলিয়ে এবার ৩৬টি ছক্কা বেরিয়েছে তানজিদের ব্যাট থেকে। এর আগে বিপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কা ছিল তাওহিদ হৃদয়ের, ২৪টি।
গত মৌসুমে তাওহিদ ২৪ ছক্কা মেরেছিলেন ১৪ ইনিংসে। এবার ১২ ইনিংসেই হৃদয়ের চেয়ে ১২টি ছক্কা বেশি মেরেছেন তানজিদ।
বিদেশি খেলোয়াড়দের বিবেচনায় নিলে তানজিদের উপরে আছেন কেবল একজন, ক্রিস গেইল, ৪৭টি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাসুম আহমেদের প্রথম ওভারেই তিনটি ছক্কা মারেন তানজিদ। পরে তার ব্যাট থেকে ছক্কা আসে আরও চারটি। মোট সাতটি ছক্কা মেরেও অবশ্য ৫৮ রানের বেশি করতে পারেননি ২৪ বছর বয়সী ওপেনার।
৩৭ বলের সেই ইনিংসে বাউন্ডারি মাত্র একটি। ঢাকা তুলতে পারে ৯ উইকেটে ১২৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান সাব্বির রহমানের। লিটন দাস করেন ১০ বলে ১০ রান।
লক্ষ্য তাড়ায় রানের খাতা খোলার আগেই আউট হন আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন। অ্যালেক্স রস ও বাসিসতো সঙ্গ দেন মিরাজকে।
তৃতীয় উইকেটে ৪৩ বলে ৬৮ রানের জুটিতে রসের অবদান ১৯ বলে ২২। ৩৭ বলে ৩৮ রানের জুটি গড়ে ২০ বলে ১৮ রান করে আউট হন বাসিসতো। পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন মিরাজ। ছক্কায় ম্যাচ শেষ করেন নেওয়াজ।
ঢাকার সফলতম বোলার মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৬ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১২৩/৯ (তানজিদ ৫৮, লিটন ১০, হাবিবুর ৩, শাফি ৭, সাব্বির ২০, পেরেরা ০, রিয়াজ ৫, রহমতউল্লাহ ০, মেহেদি ১৩, আবু জায়েদ ১*, মুস্তাফিজ ১*; নাসুম ২-০-২০-১, হাসান ৪-১-৫-২, মিরাজ ৪-০-৩০-১, মুশফিক ২-০-৩১-১, বসিস্টো ৪-০-১০-২, জিয়াউর ২-০-১০-১, নাওয়াজ ২-০-১৫-১)
খুলনা টাইগার্স: ১৬.৫ ওভারে ১২৮/৪ (মিরাজ ৭৪*, নাঈম ০, আফিফ ০, রস ২২, বসিস্টো ১৮, নাওয়াজ ৬*; মুস্তাফিজ ৪-০-১৬-৩, আবু জায়েদ ২.৫-০-১৮-০, রহমতউল্লাহ ৪-০-২৪-১, মেহেদি ২-০-২১-০, শাফি ৪-০-৪৭-০)
ফল: খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মেহেদী হাসান মিরাজ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

শেরপুরে বনভ‚মিতে আগুন, পুড়ছে অসংখ্য চারাগাছসহ পোকা মাকর ধবংস হচ্ছে জীববৈচিত্র্য

‘একসঙ্গে ২০টি পেইনকিলার নিয়েও খেলেছেন মুশফিক’

জাবি শিক্ষার্থীদের যাতায়াতে চালু হতে পারে পরিবেশবান্ধব 'কার্ট' গাড়ি

কর্মমুখী বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে হবে

ওয়ানডের সেরা অলরাউন্ডার এখন ওমরজাই, চারে মিরাজ

বান্দরবানে পর্যটক ভ্রমণ নিশ্চিতে বাস মালিক সমিতির সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ

সিলেটে চাঁদাবাজির দায়ে যুবদলের ৩ নেতা বহিষ্কার, কিন্তু বিএনপির দখলবাজরা অপ্রতিরোধ্য: নেপথ্যে শীর্ষ নেতাদের সমঝোতা!

কাশিয়ানীতে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ

আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশে এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব

নীলফামারী-১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার

স্বাধীনতা পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৭ বিশিষ্ট ব্যক্তি

এনআইডি ইসিতেই রাখতে চান সিইসি

ঝিনাইদহে আ’লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অভিযান চালাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজবাড়ীতে মাসব্যাপী নায্যমূল্যের বাজার উদ্বোধনের পরদিনই বন্ধ

কিউকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নেত্রকোনার দুর্গাপুরে কর্মচারীকে হত্যা করে ৭টি গরু নিয়ে গেলো দুর্বৃত্তরা

মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী গ্রেপ্তার

ঢাকা মেডিকেল থেকে অর্ধশতাধিক দালাল আটক