বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ঘিরেও শঙ্কা!
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ এএম

ইসলামাবাদ ও এর যমজ শহর রাওয়ালপিন্ডির আবহাওয়া গত ১২ ঘণ্টায় হঠাৎ করেই অনেক বদলে গেছে। গতকাল সকাল থেকে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। পাকিস্তানের রাজধানীর চারপাশে ঘিরে আছে কালো মেঘ। এই প্রতিকূল অবস্থায় ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি পরিত্যাক্ত হয়েছে বিনা টসেই। গতকাল খেলা শুরু করার জন্য বেঁধে দেওয়া সবশেষ সময় ছিল বাংলাদেশ সময় অনুসারে রাত ৮টা ৩২ মিনিট। কিন্তু আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে মাঠকর্মীদের পক্ষে এর আগে মাঠ খেলার জন্য উপযুক্ত করার কোনো সুযোগই ছিল না। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে অফিসিয়ালরা ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন। এমন আবহাওয়া চলতে পারে পুরো সপ্তাহ জুড়ে, তাতে শঙ্কায় পড়বে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও!
নিজেদের আগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া, আফগানিস্তানকে পরাস্ত করেছিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা উভয়েরই পয়েন্ট বেড়ে হয়েছে সমান ৩ করে। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লড়বে পয়েন্টের খাতা না খোলা দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান। ওই লড়াইয়ে যারা হারবে, তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে। এরপর গ্রুপ পর্বে শেষ ম্যাচে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে খেলবে, ইংল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। নিজ নিজ ম্যাচে জিতলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা অনুমিতভাবেই উঠে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। তবে নিজ নিজ ম্যাচে হারলেও দুই দলের অন্তত একটি পাবে শেষ চারের টিকিট। আর গ্রুপের শেষ দুটি ম্যাচও পরিত্যক্ত হলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই জায়গা করে নেবে সেমিতে।
এদিকে, পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর থেকে আগের দিন জানানো হয়েছিল, এই সপ্তাহে শহরটিতে বৃষ্টি হতে পারে এবং আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেদিনই টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে আগের রাতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দলের গতকাল কোনো অনুশীলনের সূচি ছিল না। বিশ্রামের দিনে কঠোর নিরাপত্তার মধ্যে টিম হোটেলে সময় কাটিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। দুবাইতে ভারতের কাছে তাদের দ্বিতীয় ম্যাচে হেরে পাকিস্তান ক্রিকেট দল গতকাল শহরে পৌঁছেছে। বাংলাদেশ ও পাকিস্তান এখন হতাশার মাঝে এখন অপেক্ষায় নিয়মরক্ষার ম্যাচের।
‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। টানা দুটি করে জয়ে উভয়েরই অর্জন সমান ৪ পয়েন্ট করে। টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ও আয়োজক পাকিস্তানের বিদায় ঘণ্টাও বেজে গেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বিভিন্ন ইসলামী দলে তীব্র প্রতিবাদ

ব্যতিক্রমী আরিফ, দেশে ফিরে যে বার্তা দিলেন বিএনপি নেতা কর্মীদের

এই সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় : মির্জা আব্বাস

কম্বল আত্মসাতের মামলায় সাবেক মহিলা এমপি কাজী হেলেন ও তার দুই ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আটঘরিয়ায় কলেজ নির্বাচনী ফরম তোলাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক ফরিদ আহমদ সোবহানী

বৃত্তির টাকায় প্রতারকদের চোখ, কঠোর নির্দেশনা মাউশির

গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না: তথ্য উপদেষ্টা

জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না : ১২ দলীয় জোট

মেহেরপুরে মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত

কিশোরগঞ্জ স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক সন্তানের জননী পারুল

অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম, দাবি প্রেস সচিবের

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের নেতার উপরে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের নেতার উপরে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছাগলনাইয়া পৌর শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান

আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে : মির্জা আব্বাস

নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

৩৩ খাল রক্ষণাবেক্ষণ-সবুজায়নে কাজ করবে ডিএনসিসি নির্ধারিত স্বেচ্ছাসেবকরা

ইউক্যালিপটাস ও আকাশমনি রোপণ-উত্তোলন-বিক্রয়ে নিষেধাজ্ঞা