পাকিস্তানকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১২:১২ এএম

প্রথম ওভারটি মেডেন। শাহিন শাহ আফ্রিদির ক্ষুরধার বোলিংয়ের সামনে নড়বড়ে টিম সাইফার্ট। মনে হলো, পুঁজি বড় না হলেও লড়াই করবে পাকিস্তান। কিন্তু কিসের কী, পরের দুই ওভারেই সাতটি ছক্কা মেরে রেকর্ড বইয়ে নাম তুললেন সাইফার্ট ও ফিন অ্যালেন। পাকিস্তানও পারল না লড়াই জমাতে। টানা দুই জয়ে নিউজিল্যান্ড এগিয়ে গেল সিরিজ জয়ের কাছে। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ব্ল্যাকক্যাপসরা।
গতকাল সকালে ডানেডিনে বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা হওয়া কাইল জেমিসনকে বিশ্রামে রাখে নিউজিল্যান্ড। কিউই বোলিং আক্রমণের ধার তাতে কমেনি খুব একটা। পাকিস্তানকে তারা আটকে রাখে ১৩৫ রানে। রান তাড়ায় দুই ওপেনারের বিস্ফোরক জুটিই ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দেয়। পরে পাঁচ উইকেট হারালেও আদতে লড়াই তেমন হয়নি। নিউ জিল্যান্ডের জয় নিয়ে সংশয় কখনোই জাগেনি। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ প্রথম পছন্দের বেশ কজন ক্রিকেটারকের ছাড়াই সিরিজ জয়ের দুয়ারে পৌঁছে গেল নিউ জিল্যান্ড। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের বাইরে রেখে সালমান আলি আগার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন শুরু করা পাকিস্তান ব্যর্থ হলো দুই ম্যাচে। আগের ম্যাচে ৯১ রানে গুটিয়ে বাজেভাবে হেরে যাওয়া পাকিস্তান এবার রান একটু বেশি করেছে বটে। তবে ইউনিভার্সিটি ওভালের রানপ্রসবা ছোট মাঠে যা যথেষ্ট হয়নি।
আফ্রিদি যদিও প্রথম ওভারটি মেডেন নেন। সাড়ে তিন বছর পর এই সংস্করণে মেডেনের দেখা পেলেন পাকিস্তানের কোনো বোলার। তবে সেই স্বস্তি উবে যায় দ্রুতই। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ আলিকে তিনটি ছক্কা মারেন ফিন অ্যালেন। পরের ওভারে তাকে ছাড়িয়ে যান সাইফার্ট। এবার আফ্রিদিকে বিধবস্ত করেন তিনি ওভারে চারটি ছক্কায়! আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের ম্যাচে প্রথম তিন ওভারে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটি। সব দেশ মিলিয়ে ‘বল বাই বল’ হিসাব রাখা ম্যাচগুলির মধ্যে প্রথম তিন ওভারে আট ছক্কার রেকর্ড ফিলিপিন্সের বিপক্ষে ইন্দোনেশিয়ার।
পরের ওভারে খুশদিল শাহর স্পিন এনে রানের ¯্রােতে একটু বাঁধ দেওয়া যায় বটে। তবে পরে ওভারে আবার আলিকে এক ছক্কা ও দুটি চার মারেন সাইফার্ট। ওই ওভারেই সেøায়ার ডেলিভারিতে উইকেট হারান সাইফার্ট (২২ বলে ৪৫)। তবে অ্যালেনের তা-ব চলতে থাকে। জাহান্দাদ খানকে বোলিংয়ে স্বাগত জানান তিনি একটি চার ও দুটি ছক্কায়। ১৬ বলে ৩৮ রান করে ওই ওভারেই বিদায় নেন অ্যালেন। তবে ম্যাচ তখন কার্যত শেষ। ১৩৬ রান তাড়ায় ৭ ওভারে ৮৮ রান করে ফেললে আর বাকি কী থাকে! এরপর মার্ক চ্যাপম্যান টিকতে পারেননি। ড্যারিল মিচেল ও জিমি নিশামকে ঝড় তুলতে দেননি হারিস রউফ। তবে কিউইদের জিততে বেগ পেতে হয়নি তেমন একটা। মিচেল হে অপরাজিত থাকেন ১৬ বলে ২১ রানে।
ইউনিভার্সিটি ওভালের ২২ গজে ঘাসে ভরা থাকলেও বরাবরের মতোই উইকেট ছিল ব্যাটিং সহায়ক। কিন্তু পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ডানা মেলতে দেয়নি নিউজিল্যান্ড। কেবল ব্যতিক্রম ছিলেন অধিনায়ক সালমান আলি আগা। টস জিতে বোলিংয়ে নামা নিউজিল্যান্ডকে প্রথম ওভারে উইকেট এনে দেন জ্যাকব ডাফি। টানা দুই ম্যাচে শূন্যতে বিদায় নেন তরুণ ওপেনার হাসান নাওয়াজ। দুটি চার মারার পর বিদায় নেন আরেক ওপেনার মোহাম্মদ হারিসও। সালমানের পাল্টা আক্রমণে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করে পাকিস্তান। ৬ ওভারে ৪৮ রান তোলে তারা। কিন্তু ইশ সোধি আক্রমণে এসেই আবার ঘুরিয়ে দেন মোড়। তিন বলের মধ্যে এই লেগ স্পিনার ফিরিয়ে দেন ইরফান খান (১১) ও খুশদিল শাহকে (২)।
সালমান তবু ¯্রােতের বিপরীতে আরকটু ছুটে আউট হন দশম ওভারে। ২৮ বলে ৪৬ রান করেন পাকিস্তান অধিনায়ক, তার ক্যারিয়ার সেরা ইনিংস এটি। পরে দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৬ রান করেন শাদাব খান। ৯ নম্বরে নেমে ১৪ বলে ২২ রান করে দলকে ১৩৫ রানে নিয়ে যান শাহিন আফ্রিদি। তবে যথেষ্ট হয়নি সেই স্কোর। সিরিজে পরের ম্যাচ শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সিটিকে পাঁচে ঠেলে সেরা চারে চেলসি
নারাইনের অনন্য কীর্তি আর কলকাতার কাছে হায়দরাবাদের সবচেয়ে বড় হার
ডাফি এখন টি-টোয়েন্টির সেরা বোলার
এসিসি সভাপতি নির্বাচিত হলেন পিসিবি প্রধান
পাকিস্তানকে আবারও জরিমানা
আরও
X

আরও পড়ুন

ঝিনাইদহে ঈদ যাত্রায় ফিরতি টিকিটের দাম বৃদ্ধি অভিযোগ দিয়ে মারধরের শিকার যাত্রী

ঝিনাইদহে ঈদ যাত্রায় ফিরতি টিকিটের দাম বৃদ্ধি অভিযোগ দিয়ে মারধরের শিকার যাত্রী

মাগুরায় আবার গণধর্ষণের শিকার তরুণী

মাগুরায় আবার গণধর্ষণের শিকার তরুণী

হামাস নেতা হাসান ফারহাতকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

হামাস নেতা হাসান ফারহাতকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

সাগর কন্যা কুয়াকাটায় পর্যটকের ঢল

সাগর কন্যা কুয়াকাটায় পর্যটকের ঢল

প্রেম নাকি মৃত্যু! কি লেখা আছে পূর্ণার ভাগ্যে?

প্রেম নাকি মৃত্যু! কি লেখা আছে পূর্ণার ভাগ্যে?

হোসেনপুরে দেশের ২য় বৃহত্তম অষ্টমী স্নানোৎসব

হোসেনপুরে দেশের ২য় বৃহত্তম অষ্টমী স্নানোৎসব

'মুক্তচিন্তা ও তারুণ্যে, জাবিসাস চুয়ান্নে'

'মুক্তচিন্তা ও তারুণ্যে, জাবিসাস চুয়ান্নে'

মানিকগঞ্জে রাস্তার পাশে রক্তাক্ত কার্টুন ঘিরে চাঞ্চল্য সৃষ্টি, ঘটনাস্থলে শত শত লোকের ভিড়

মানিকগঞ্জে রাস্তার পাশে রক্তাক্ত কার্টুন ঘিরে চাঞ্চল্য সৃষ্টি, ঘটনাস্থলে শত শত লোকের ভিড়

নরেন্দ্র মোদীকে আলোকচিত্র উপহার দিলেন প্রধান উপদেষ্টা

নরেন্দ্র মোদীকে আলোকচিত্র উপহার দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ে ভিড়ছে

প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ে ভিড়ছে

নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডঃ ২ যুবক গ্রেফতারঃ মোবাইল-টাকা উদ্ধার

নেত্রকোণায় চাঞ্চল্যকর মাজেদা হত্যাকাণ্ডঃ ২ যুবক গ্রেফতারঃ মোবাইল-টাকা উদ্ধার

শেখ হাসিনাকে ফেরত চাইলেন ড. মুহাম্মদ ইউনূস

শেখ হাসিনাকে ফেরত চাইলেন ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কানাডার

যুক্তরাষ্ট্রের যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কানাডার

আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের ইন্তেকাল, রাত ১০টায় জানাযা

আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের ইন্তেকাল, রাত ১০টায় জানাযা

ট্রাম্পের নতুন শুল্ক ব্যবস্থায় জনমানবহীন পেঙ্গুইন-পাখির দ্বীপও অন্তর্ভুক্ত

ট্রাম্পের নতুন শুল্ক ব্যবস্থায় জনমানবহীন পেঙ্গুইন-পাখির দ্বীপও অন্তর্ভুক্ত

শেরপুরে লেবু চাষে ভাগ্য খুলেছে জুলহাস উদ্দিনের

শেরপুরে লেবু চাষে ভাগ্য খুলেছে জুলহাস উদ্দিনের

বিলুপ্তির পথে শেরপুরের তেঁতুল গাছ, মুখরোচক আচারের প্রধান উপকরণ তেঁতুল!

বিলুপ্তির পথে শেরপুরের তেঁতুল গাছ, মুখরোচক আচারের প্রধান উপকরণ তেঁতুল!

মাদারীপুরে কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা

মাদারীপুরে কৃষকের হাত কেটে নিল সন্ত্রাসীরা

মিয়ানমারে ভূমিকম্পের পরপরই আন্তর্জাতিক সম্মেলনে জান্তা প্রধানের সফর

মিয়ানমারে ভূমিকম্পের পরপরই আন্তর্জাতিক সম্মেলনে জান্তা প্রধানের সফর

মাদারীপুরে ভোররাতে আগুনে পুড়লো ১৯ দোকান, ক্ষতি কয়েক কোটি টাকা

মাদারীপুরে ভোররাতে আগুনে পুড়লো ১৯ দোকান, ক্ষতি কয়েক কোটি টাকা