সল্ট-কোহলির ঝড়ে অন্যরকম শুরু বেঙ্গালুরুর
২৩ মার্চ ২০২৫, ০২:৪৭ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২৫, ০২:৪৭ এএম

হারের তিক্ততায় শুরু করার অভ্যাস রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।আইপিএলের গত সতের মৌসুমে জয় দিয়ে আসা শুরু করার খুব বেশি নজির নেই এখনো প্রথম শিরোপার খুঁজে থাকা দলটির। তবে এবার যেন ব্যতিক্রম ঘটল।নতুন আসরের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু কেবল জিতলই না, প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে যেন আগাম বার্তা দিয়ে দিতে চাইলো।
অষ্টাদশ আসরের উদ্বোধনী ম্যাচে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে বেঙ্গালুরুর জয় ৭ উইকেটে। কলকাতার ইডেন গার্ডেন্সে শনিবার ১৭৫ রানের লক্ষ্য ২২ বল হাতে রেখেই পেরিয়ে যায় তারা।
টসে জিতে বোলিং নিয়ে কলকাতাকে ৮ উইকেটে ১৭৪ রানে আটকে দেয় বেঙ্গালুরু। স্বাগতিকদের হয়ে টপ অর্ডারের দুই ব্যাটার সুনীল নারিন ও আজিঙ্কা রাহানে ঝলক দেখান। তবে তাদের ছাপিয়ে গেছে বেঙ্গালুরুর ওপেনিং জুটি। ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে দলটি।
লক্ষ্যে নেমে ২২ বলে সল্ট-কোহলি জুটির হাফ সেঞ্চুরি হয়। পাওয়ার প্লেতেও তারা অবিচ্ছিন্ন থেকে ৮০ রান তোলেন। তাতেই জয়ের ভিত গড়ে ওঠে। নবম ওভারের তৃতীয় বলে ৯৫ রানে ভাঙে এই জুটি। ৩১ বলে ৯ চার ও ২ ছয়ে ৫৬ রান করেন সল্ট।
দেবদূত পাডিক্কাল (১০) দ্রুত আউট হওওয়ার পর অধিনায়ক রজত ক্যামিও ইনিংস খেলেন। ১৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৪ রান করেন অধিনায়ক। কোহলির সঙ্গে তার জুটি ছিল ৪৪ রানের।
কোহলি ও লিয়াম লিভিংস্টোন ১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে আসেন। কোহলি ৩৬ বলে চারটি চার ও তিনটি ছয়ে ৫৯ রানে অপরাজিত ছিলেন। জয়সূচক রান করা লিভিংস্টোন ১৫ রানে অপরাজিত ছিলেন।
কলকাতার পক্ষে বরুণ চক্রবর্তী সুবিধা করতে পারেননি। ৪ ওভারে সর্বোচ্চ ৫৪ রান দেন তিনি, নেন এক উইকেট। বেঙ্গালুরুর হারানো বাকি দুই উইকেট ভাগাভাগি করেন বৈভব অরোরা ও নারিন।
ইডেন গার্ডেন্সে আগে ব্যাটিংয়ে নামে কলকাতা।
ইনিংসের পঞ্চম বলে কুইন্টন ডি কক (৪) ফিরে যান। ৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর নারিন ও রাহানে ওই ধাক্কা সামলে নেন। দশম ওভারের শেষ বলে তাদের ছাড়াছাড়ি হয়। দুজনে মিলে ১০৩ রান তোলেন।
নারিন ২৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৪৪ রান করেন। তিন বলের মধ্যে রাহানেও ফিরে যান। ৩১ বলে ৬ চার ও ৪ ছয়ে ৫৬ রান করেন কলকাতা অধিনায়ক।
নিজের টানা তিন ওভারে বিপজ্জনক হয়ে ওঠা রাহানে এবং বিধ্বংসী দুই ব্যাটসম্যান ভেঙ্কাটেশ আইয়ার ও রিঙ্কু সিংকে ফেরান ক্রুনাল পান্ডিয়া। প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি আন্দ্রে রাসেলও। ২২ বলে ৩০ রানের ইনিংসে দলের স্কোর দেড়শ পার করেন আঙ্করিশ রাঘুভাংশি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

হত্যা মামলার আসামি আহসান হাবিব গ্রেফতার

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে মিফতাহ্ সিদ্দিকী

একটি চক্র দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র করছে: সাবেকমন্ত্রী সালাম পিন্টু

পেকুয়ায় ধর্মীয় আলো ছড়াচ্ছে দারুত তাকওয়া মহিলা হিফজ মাদ্রাসা

আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল-নূরুল হক নূর

ইসলামী সংস্কৃতির সুষ্ঠু বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে

বিদ্যমান সংবিধান সংস্কারে দরকার গণপরিষদ নির্বাচন: নাহিদ

হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলার অভিযোগ

বাসস এমডিকে অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ডিইউজের স্মারকলিপি

চৌদ্দগ্রাম বিএনপিকে শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান ড. নয়ন বাংগালির

ইমনের সেঞ্চুরিতে শীর্ষস্থান অটুট আবাহনীর

সাব্বির-শুক্কুরের জোড়া শতকে ম্লান ইমরুলের সেঞ্চুরি

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে ভয়াবহ আগুন

নতুন প্রজন্মের এআই প্রযুক্তি সমৃদ্ধ প্রিমিয়াম মেটাল ডিজাইনের স্মার্টফোন আনছে ইনফিনিক্স

৮ মাস হলেও জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই

প্রাক্-বাজেট আলোচনা করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার সুপারিশ ই আর এফের

গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের ইফতার অনুষ্ঠিত

ফ্যাসিস্ট স্বৈরাচাদের দোসরদের কোনো চক্রান্ত বরদাশত করা হবে না বাংলাদেশ খেলাফত আন্দোলন

যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি

সুস্থ রাজনীতির পরিবেশ তৈরীতে যুবদলের কর্মীরা একনিষ্ঠ হয়ে কাজ করবে : জিএস সুমন