পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল নিউজিল্যান্ড

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৫ এপ্রিল ২০২৫, ১২:৫৬ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম

ছবি: ব্ল্যাক ক্যাপস/ফেসবুক

শুরুর ধাক্কা সামলে ভালো ভিত গড়ে দিলেন রাইস মারিউ। তার উপর দাঁড়িয়ে ঝড়ো ফিফটি উপহার দিলেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। বল হাতে রেকর্ড গড়লেন বেন সিয়ার্স। টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হারা পাকিস্তানকে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ করে ছাড়ল নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৪৩ রানে হারিয়েছে কিউইরা। ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ২৬৫ রানের লক্ষ্যে ২ ওভার বাকি থাকতেই ২২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

বল হাতে ৯ ওভারে স্রেফ ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন সিয়ার্স। আগের ম্যাচেও নিয়েছিলেন ৫ উইকেট। নিউজিল্যান্ডের ইতিহাসের প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়লেন তিনি। ১০ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন সিয়ার্সই।

তবে ৪০ বলে ৬ ছক্কা ও ১ চারে ৫৯ রানের পর ৮ ওভারে ৩৯ রানে ১ উইকেট ও অসাধারণ একটি ক্যাচ নিয়ে এবারের জয়ের নায়ক দলপতি ব্রেসওয়েল।

অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০তে জিতে নিল ব্ল্যাক ক্যাপস বাহিনী। চোট ও আইপিএল মিলিয়ে এই দলে নেই নিয়মতদের অনেকেই।

এই ম্যাচেও পাকিস্তানের হয়ে ব্যাটিং করেছেন ১২জন। রান তাড়ায় তৃতীয় ওভারে সিঙ্গেল নিতে গিয়ে নন স্ট্রাইক প্রান্তে ছোড়া বল এসে লাগে ইমাম-উল হকের হেলমেটের গ্রিলে। রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে হেলমেট কুলে মাটিতে শুয়ে পড়েন পাক ওপেনার। কিছু সময় চলে শুশ্রূষা। কিন্তু চালিয়ে যেতে পারেননি।

এরপরও বাবর আজম ও আরেক ওপেনার আব্দুল্লাহ শফিকের ব্যাটে শুরুটা মন্দ ছিল না পাকিস্তানের। শফিক ৫৬ বলে ৩৩ রান করে ফিরলেও ভালো কিছুর আভাস মিলছিল বাবরের ব্যাটে। তিন্তু তিনিও ফেরেন ফিফটির পরপরই ড্যারিল মিচেলের বলে ডিপ মিড উইকেটে টিম সাইফার্টকে ক্যাচ প্রাকটিস করিয়ে।

পাকিস্তানের হয়ে ৫৮ বলে সর্বোচ্চ ৫০ রান আসে বাবরের ব্যাট থেকেই। ত্রিশ ছাড়ানো ইনিংস আছে আরও দুটি- দলপতি মোহাম্মদ রিজওয়ানের ৩২ বলে ৩৭ এবং বৈয়ব তাহিরের ৩১ বলে ৩৩। ৪ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারায় সফরকারীরা।

পাকিস্তানের টানা দুই ম্যাচে ১২জনের ব্যাটিং করার মতই বিরল ঘটনা ঘটেছে আরও একটি। ম্যাচের শেষ দিকে। পাকিস্তানের ইনিংসে তখন ব্যাটিংয়ে তাহির, বোলিংয়ে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলটি করার জন্য ডাফি পপিং ক্রিজে ঢুকে লাফিয়ে বল ছোঁড়ার মুহূর্তে মাঠের সব ফ্লাডলাইট নিভে যায়।

ততক্ষণে বল বেরিয়ে গেছে ডাফির হাত থেকে। বিপদ টের পেয়ে স্টাম্প ছেড়ে পিছিয়ে যান তাহির। বলের গতিপথ খুঁজে পাননি উইকেটকিপারও। বল চলে যায় বাউন্ডারির বাইরে। ম্যাড়মেড়ে হয়ে যাওয়া ম্যাচের এই ঘটনা কিছুটা হাস্যরসের কারণ হয়।

আগের রাতে তুমুল বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারের ম্যাচ নির্ধারণ করা হয়। 

টসে হেরে বল বেছে নেওয়া পাকিস্তান তৃতীয় ওভারেই পায় সফলতার দেখা। নিক ক্যালিকে ফিরিয়ে দেন নাসিম শাহ। এরপর আর স্বস্তির অবকাশ পায়নি পাকিস্তান। নিউজিল্যান্ড বড় কোনো জুটি না পেলেও পেয়েছে রান।

ব্রেসওয়েলের ফিফটি ছাড়াও ৬১ বলে ৫৮ রান করেন ওপেনার মারিউ। লড়াকু সংগ্রহ পেতে অবদান রাখেন হেনরি নিকোলস (৪০ বলে ৩১) ও ড্যারিল মিচেল (৫৩ বলে ৪৩)। ২০১৯ সালের পর ওয়ানডে খেলতে নামা সাইফার্ট ২৯ বলে করেন ২৬ রান।

৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার আকিফ জাভেদ। এজন্য ৮ ওভারে কাকে গুনতে হয়৬২ রান। ৯ ওভারে ৫৪ রানে ২ উইকেট নেন নাসিম।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৪২ ওভারে ২৬৪/৮ (মাইরু ৫৮, কেলি ৩, নিকোলস ৩১, মিচেল ৪৩, সাইফার্ট ২৬, ব্রেসওয়েল ৫৯, আব্বাস ১১, হে ৮, সিয়ার্স ৫*; নাসিম ৯-০-৫৪-২, আকিফ ৮-১-৬২-৪, ফাহিম ৫-০-৩১-১, ওয়াসিম ৮-০-৪৭-০, সালমান ৩-০-১৬-০, মুকিম ৯-১-৪৫-১)।

পাকিস্তান: ৪০ ওভারে ২২১ (শাফিক ৩৩, ইমাম রিটায়ার্ড হার্ট ১, বাবর ৫০, উসমান ১২ রিজওয়ান ৩৭, সালমান ১১, তাহির ৩৩, ফাহিম ৩, নাসিম ১৭, ওয়াসিম ০, আকিফ ১*, মুকিম ২; ও’রোক ৯-০-৬০-০, ডাফি ৭-০-৪০-২, সিয়ার্স ৯-০-৩৪-৫, ব্রেসওয়েল ৮-০-৩৯-১, আব্বাস ৩-০-১৬-১, মিচেল ৪-০-৩০-১)।

ফল: নিউজিল্যান্ড ৪৩ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ : মাইকেল ব্রেসওয়েল।

ম্যান অব দা সিরিজ: বেন সিয়ার্স।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বোলার তামিমে গুলশানের রোমাঞ্চকর জয়
ম্যাক্সওয়েলকে জরিমানা
ওয়াকারের অস্ত্রোপচার সম্পন্ন
আর্সেনালের জয়ে প্রিমিয়ার লিগের দারুণ অর্জন
২০২৮ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সাথে থাকছেন ফয়লার
আরও
X

আরও পড়ুন

সদরপুরে জাটকা রক্ষার অভিযানে ৪০০ মিটার অবৈধ বাঁশের বাঁধ উচ্ছেদ

সদরপুরে জাটকা রক্ষার অভিযানে ৪০০ মিটার অবৈধ বাঁশের বাঁধ উচ্ছেদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সিইও’র সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সিইও’র সাক্ষাৎ

ড. ইউনূসের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

ড. ইউনূসের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন