ক্রিকেট বিষাক্ত করছে আইপিএল!
১৩ এপ্রিল ২০২৫, ১২:৩০ এএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ১২:৩০ এএম

ভারতে ক্রিকেট শুধু একটি খেলা নয়, যেন একটা ধর্ম। সেই ধর্মের অনুসারীদের আবেগে কখনো কখনো যুক্তির চিহ্ন মেলে না। আর এই আবেগ যখন সীমা ছাড়ায়, তখন তা রূপ নেয় বিষাক্ততায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটকে বাণিজ্যিকভাবে এক নতুন উচ্চতায় পৌঁছে দিলেও, এর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক কাঠামো হয়তো অনিচ্ছাকৃতভাবেই জন্ম দিয়েছে এমন এক সংস্কৃতির, যেখানে খেলোয়াড়দের অপমান করাটাও যেন আবেগ প্রকাশের একটা নতুন উপায়। ‘দ্য ডার্ক সাইড অব ফ্যানডম’ শিরোনামে এমনই একটি নিবন্ধ প্রকাশিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট.ওয়ান। সেখান থেকে চুম্বক অংশ ভাষান্তর করা হলো দৈনিক ইনকিলাবের পাঠকদের জন্য-
অপমানজনক নামে ডাকা
ভারতীয় ক্রিকেটের তিন মহারথী- বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। শুধু ভারত নয়, ক্রিকেট ইতিহাসেই যাঁরা প্রত্যকে আলাদা জায়গা নিয়ে থাকবেন। অথচ আইপিএল আসার পর তাঁদের এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকা হচ্ছে ‘চোকলি’, ‘ধোবি’ ও ‘বড়পাও’ ইত্যাদি নামে। কাজটা আসলে করছেন এই ক্রিকেটাররা যে দলে খেলেন, তার প্রতিপক্ষ দলের সমর্থকেরা। কোহলিকে ইদানীং ‘চোকলি’ নামে ডাকছেন অনেক প্রতিপক্ষ সমর্থক, কখনো কখনো তার নিজের দলের সমর্থকেরাও। নামটা এসেছে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিভিন্ন সময় চাপের মুখে কোহলির ‘চোক’ করা থেকে। অথচ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ‘চেজ মাস্টার’ মনে করা হয় কোহলিকে।
‘ধোবি’ মানে ধোপা। ধোনিকে কেন প্রতিপক্ষ সমর্থকেরা এই ব্যঙ্গাত্মক নামে ডাকেন, বলা মুশকিল। অথচ ধোনি ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়কদের একজন। তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭), ওয়ানডে বিশ্বকাপ (২০১১), এবং চ্যাম্পিয়নস ট্রফি (২০১৩) জিতেছে ভারত। ‘বড়পাও’- মুম্বাইয়ের একটা বিখ্যাত খাবার। এটা আসলে রোহিত শর্মার শারীরিক গঠনকে কটাক্ষ করে তৈরি ডাকনাম। অথচ রোহিত শুধু ওয়ানডে ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজনই নন, ভারতকে নেতৃত্ব দিয়েছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ে।
বিভাজনের সূচনা
আইপিএল যখন শুরু হয়, তখন এর উদ্দেশ্য ছিল ক্রিকেটকে আরও জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল করে তোলা। কিন্তু ফ্র্যাঞ্চাইজি সংস্কৃতি ভারতীয় ক্রিকেট সমর্থকদের সেই ঐক্য ভেঙে দেয়। শুরু হয় কাঁদা-ছোড়াছুড়ি। এক সময় যাঁরা শুধুই ‘টিম ইন্ডিয়া’-কে সমর্থন করতেন, তারা এখন ভাগ হয়ে পড়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা বা ব্যাঙ্গালুরুর পরিচয়ে। সমর্থকেরা এখন শুধু খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে নয়, তাঁদের ফ্র্যাঞ্চাইজি পরিচয় দেখে ভালোবাসছেন বা ঘৃণা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ‘আমরা বনাম ওরা’ সংস্কৃতি, যেখানে যুক্তি ও সম্মানের কোনো স্থান নেই। ফেক অ্যাকাউন্টগুলো থেকে নির্দ্বিধায় অপমানজনক ভাষা ব্যবহার করা হচ্ছে- তাদের কোনো জবাবদিহিতা নেই। প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ায় সমর্থকদের প্রত্যাশা পৌঁছে গেছে অবাস্তব এক মাত্রায়। প্রতিটি ম্যাচেই তারা চান নিখুঁত পারফরম্যান্স, যেন খেলোয়াড়েরা রোবট!
সমালোচনা হোক শ্রদ্ধা রেখে
সমালোচনা অবশ্যই সমর্থকদের অধিকার। কিন্তু সেটি যখন অপমানের রূপ নেয়, তা বিষাক্ত হয়ে যায়। ভালোবাসার সংস্কৃতি তৈরি করতে গেলে দরকার হয় সম্মান ও শ্রদ্ধা। ক্রিকেট যেমন কৌশল ও প্রতিভার খেলা, তেমনি আবেগ ও সম্মানেরও খেলা। আইপিএল ক্রিকেটে নতুন রং এনেছে। বিশ্বব্যাপী এর লাখো-কোটি দর্শক, অনুসারী। ভারত ছাড়াও সেখানে ক্রিকেট বিশ্বের প্রায় সব বড় বড় ক্রিকেটাররা খেলেন। সমর্থকদের যতটা আবেগ এখানে জড়িত, ততটাই কিংবা তার চেয়ে বেশি হয়তো ক্রিকেটারদের। সেই ক্রিকেটাররা অসম্মানিত হলে তো ক্রিকেটই অসম্মানিত হয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

উত্তাল ক্যাম্পাস, তদন্তে নতুন মোড়

অধীনস্থদের সাথে আচরণ কেমন হবে-২

ঢাকার সড়কপথ অভিভাবকহীন!

‘আলেম-ওলামাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণতি ঘটবে’

ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি শিক্ষক নেটওয়ার্কের

চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী : সাইফুল হক

গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : আলী রীয়াজ

আসামিদের গ্রেফতার দাবিতে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ, সড়ক অবরোধ

যমজ ৩ সন্তানের লালন পালন নিয়ে বিপাকে রিকশাচালক বাবা চাইলেন বিত্তবানদের সহায়তা

তাঁতিবাজার এলাকার অধিকাংশ ভবনের অনুমোদিত নকশা নেই : রাজউক চেয়ারম্যান

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা বজলুর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

অগ্নি দুর্ঘটনাস্থলে পৌঁছার পর মবসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ফায়ার সার্ভিসকে

তারকা-নির্মাতাদেরকে লিগ্যাল নোটিশ

দিল্লিতে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত

সাবেক সেনাসদস্যদের আবেদন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে : আইএসপিআর

তেজগাঁওয়ে শিশু রোজা মনি মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি ড্যাবের

নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা : ডিএমপি কমিশনার

গত ৯ মাসে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মোবাইল অপারেটর ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার : ফয়েজ আহমদ