বিসিবিতে দুদকের অভিযান

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৫ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম

ছবি: সংগৃহীত

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তিন সদস্য মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন।

প্রায় দেড় ঘণ্টার অভিযান শেষে সংবাদ সম্মেলনে দুদকের সহকারী পরিচালক আল আমিন জানান তিনটি অভিযোগ নিয়ে কাজ করার কথা। বোর্ডের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।

দুদকের প্রধান কার্যালয়ের চিঠিতে বলা হয়েছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন ক্রিকেট লিগের বাছাইপ্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ অর্জনসহ নানাবিধ দুর্নীতি ও অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযানের নিমিত্তে টিম প্রেরণ।”

বাকি দুটি অভিযোগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকেট বিক্রির আয়ে অসঙ্গতি এবং মুজিব শতবর্ষে অর্থ আত্মসাত সম্পর্কিত বলে জানান আল আমিন।

সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান দায়িত্বে থাকার সময় তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এন্ট্রি ৭৫ হাজার থেকে একলাফে ৫ লাখ টাকা করে দেওয়া হয়েছিল। ফলে হলে ক্রমেই কমতে থাকে দলের সংখ্যা। গত কয়েক বছরে ৫টির বেশি দল ছিল না এই লিগে। এবার আবেদন ফি কমিয়ে করা হয়েছে ১ লাখ টাকা। সঙ্গে শিথিল করা হয় কিছু শর্ত। ফলে এবার বাছাই লিগে অংশ নিয়েছে ৬০টি দল।

বাছাই লিগের আবেদন ফি বাড়ানো, দলের অংশগ্রহণ কমার পেছনে বোর্ডের বা ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা সেটি খতিয়ে দেখা হবে বললেন আল আমিন।

“তৃতীয় বিভাগ বাছাই লিগে এবার ৬০টি দল অংশ নিয়েছে। আগে ২-৩ বা সর্বোচ্চ ৪ দলের লিগ হতো। এখানে হয়তো কোনো কারণ আছে। আমরা কাগজপত্র সংগ্রহ করেছি, এক্ষেত্রে ব্যক্তিগত বা বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা দেখার জন্য। এমনিতেই বোঝা যাচ্ছে, আগে হয়তো অংশগ্রহণের স্বাধীনতা ছিল না, কোনো চাপ ছিল, যে কারণে দলগুলো আসত না। আমরা বিস্তারিত যাচাইবাছাই করে বুঝতে পারব এখানে কী অসঙ্গতি ছিল।”

বিপিএলে টিকেট বিক্রির আয়ে অস্বাভাবিকতা নিয়ে কাজ করার কথাও বললেন দুদকের সহকারী পরিচালক।

“আগে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ নিয়ে টিকেটের ব্যাপারে চুক্তি করা হতো। তারা টিকেট বিক্রি করে বিসিবিকে একটা অংশ দিত। গত ৩-৪ আসরে বিসিবি নিজ থেকে টিকেট বিক্রি করছে। যার প্রেক্ষিতে একাদশ আসরে আমরা দেখেছি, ১৩ কোটি টাকা আয় হয়েছে। আট বছরে যেখানে ১৫ কোটি, এক বছরেই ১৩ কোটি। রেকর্ডপত্র আমরা পেয়েছি। বিস্তারিত যাচাই করলেই বোঝা যাবে কী অসঙ্গতি এখানে।”

এছাড়া ২০২০-২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী আয়োজনে শামিল হয়েছিল বিসিবিও। সেখানেও ব্যয়ের হিসেব গড়মিলের কথা বলেন আল-আমিন।

“মুজিব শতবর্ষের ব্যয়ের হিসেবে কিছু অস্বাভাবিকতা আছে। এসব অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাইবাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপের ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে।”

মুজিব শতবর্ষের আয়োজনে আর্থিক অসঙ্গতির বিস্তারিত তুলে ধরেন আল-আমিনের সঙ্গে থাকা আরেক সহকারী পরিচালক মাহমুদুল হাসানও।

“কনসার্টসহ যে আয়োজন হয়েছিল, সেখানে সব মিলিয়ে ২৫ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। আমরা এই অভিযোগ পেয়েছি। তবে আসলে খরচ হয়েছে ৭ কোটি টাকার মতো। এখানে প্রায় ১৯ কোটি টাকা সরানো হয়েছে বা কিছু হয়েছে। এরকম অভিযোগ আমরা পেয়েছি।”

“বিসিবির অর্থ বিভাগের কাছ থেকে কাগজপত্র চেয়েছি। কিছু কাগজ পর্যালোচনায় আমরা বুঝতে পেরেছি, এখানে প্রায় ১৯ কোটি টাকার হিসেবে অস্বাভাবিকতা আছে। এছাড়া টিকেট বিক্রির ২ কোটি টাকাও এখানে দেখানো হয়নি। তাই এখানে টাকা আত্মসাতের পরিমাণ আরও বাড়তে পারে। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। সব কাগজপত্র হাতে পেলে সুনির্দিষ্ট করে আমরা বলতে পারব।”

এক প্রশ্নের জবাবে দুদকের সহকারী পরিচালক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁরা বিসিবির কাছে ওই তিনটি বিষয়ে তথ্যাদি চেয়েছেন।

দুদকের অভিযানের সময় ছিলেন নিজামউদ্দিন। এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘তাঁরা কিছু বিষয়ে তথ্য-উপাত্ত চেয়েছেন। আমরা আমাদের সংশ্লিষ্ট বিভাগগুলোকে বলেছি তাঁদের সহযোগিতা করার জন্য।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ম্যানেজমেন্ট টিম বিসিবির পরিচালনা পরিষদের নির্দেশনা অনুযায়ী কাজ করি এবং বোর্ডের কার্যক্রম পরিচালনা করি। আমাদের কাজ হচ্ছে বোর্ডের নির্দেশনা বাস্তবায়ন করা।’

“যেসব অভিযোগ আনা হয়েছে, এসবের ব্যাপারে আমাদের কাছে যত কাগজপত্র আছে, সব বিভাগকে সেগুলো দুদকের কাছে দিয়ে সহযোগিতার জন্য বলে দেওয়া হয়েছে। আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এখন যেহেতু অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে, তাই এর বেশি কিছু বলা উচিত হবে না।”


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মিরাজের ব্যাটে বাড়ছে লিড
বার্সা-ইন্টার সেমিফাইনাল আজ
একের পর এক চোটে বিধ্বস্ত রিয়াল শিবির
মৌসুমের বাকি সময়ে মঁদিকেও পাচ্ছে না রিয়াল
আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি
আরও
X

আরও পড়ুন

কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন হোসাইন

কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন হোসাইন

ঝিনাইদহে চাকরী মেলায় ১২ হাজার বেকার যুবকের স্বপ্ন পূরণের সুযোগ

ঝিনাইদহে চাকরী মেলায় ১২ হাজার বেকার যুবকের স্বপ্ন পূরণের সুযোগ

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনার উদ্যোগ যুক্তরাষ্ট্রের

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনার উদ্যোগ যুক্তরাষ্ট্রের

প্রধান উপদেষ্টার বিশেষ উদ্যোগে বাস্তবায়িত ৯০টি আবাসনের প্রকল্পের শুভ উদ্বোধন

প্রধান উপদেষ্টার বিশেষ উদ্যোগে বাস্তবায়িত ৯০টি আবাসনের প্রকল্পের শুভ উদ্বোধন

লৌহজংয়ে ধান কাটা শুরু, ফলন ভালো তবু দুশ্চিন্তায় কৃষক

লৌহজংয়ে ধান কাটা শুরু, ফলন ভালো তবু দুশ্চিন্তায় কৃষক

বরিশালে খাদ্যবান্ধব কর্মসূচী সহ খোলা বাজারে সরকারী চাল ও আটা বিক্রি অব্যাহত

বরিশালে খাদ্যবান্ধব কর্মসূচী সহ খোলা বাজারে সরকারী চাল ও আটা বিক্রি অব্যাহত

টাইম স্কেলধারীদেরও মিলবে উচ্চতর গ্রেড, রায় আপিল বিভাগে

টাইম স্কেলধারীদেরও মিলবে উচ্চতর গ্রেড, রায় আপিল বিভাগে

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গত ১৫ বছর সংসদ কার্যকর ছিল না: শিশির মনির

গত ১৫ বছর সংসদ কার্যকর ছিল না: শিশির মনির

রমনা বটমূলে বোমা হামলার বহুল প্রতীক্ষিত রায় ৮ মে

রমনা বটমূলে বোমা হামলার বহুল প্রতীক্ষিত রায় ৮ মে

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত ঘরের চাবি তুলে দিলেন প্রধান উপদেষ্টা

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত ঘরের চাবি তুলে দিলেন প্রধান উপদেষ্টা

সিংগাইরে নাতনিকে ইভটিজিং, থানায় অভিযোগ করায় নানাকে পিটিয়ে হত্যা!

সিংগাইরে নাতনিকে ইভটিজিং, থানায় অভিযোগ করায় নানাকে পিটিয়ে হত্যা!

উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে তারেকের যত অভিযোগ

উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে তারেকের যত অভিযোগ

আসছে মে দিবসে দুরন্ত টিভির বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোল তোল’

আসছে মে দিবসে দুরন্ত টিভির বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোল তোল’

ভারত-পাকিস্তান সীমান্তে সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি

ভারত-পাকিস্তান সীমান্তে সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি

মির্জাগঞ্জে শিশু ধর্ষণ-চেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেফতার

মির্জাগঞ্জে শিশু ধর্ষণ-চেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেফতার

মিরাজের ব্যাটে বাড়ছে লিড

মিরাজের ব্যাটে বাড়ছে লিড

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা

পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, মিলল ড্রোন ও বিস্ফোরক

পাকিস্তানে ভারত-প্রশিক্ষিত সন্ত্রাসী আটক, মিলল ড্রোন ও বিস্ফোরক

৭ মে শুরু হচ্ছে নতুন পোপ নির্বাচনের সমাবেশ

৭ মে শুরু হচ্ছে নতুন পোপ নির্বাচনের সমাবেশ