ব্যাটিংয়ের মতো বল হাতেও হতাশ করলো বাংলাদেশ
২১ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হতাশায় শুরু করেছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম টেস্টের প্রথম দিন ব্যাটিং ব্যর্থতার পর বল হাতেও হতাশ করলো বাংলাদেশ। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মমিনুল হকের হাফসেঞ্চুরিতে ৬১ ওভারে মাত্র ১৯১ রানে অলআউট হয় স্বাাগতিকরা। ব্যাটিংয়ে নিদারুণ ব্যর্থতার পর শেষবেলায় বোলিংয়েও সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। জবাব দিতে নেমে টাইগার বোলারদের বিপক্ষে সাবলীল কায়দায় খেলে দিন শেষে ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান করে জিম্বাবুয়ে। ফলে ১০ উইকেট হাতে নিয়ে এখন ১২৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা। আলোকস্বল্পতায় টেস্টের প্রথম দিনের খেলা কিছুটা আগেই শেষ হয়।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩১ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এরপর ১ রানের ব্যবধানে ড্রেসিংরুমে ফিরেন জয় ও সাদমান। নবম ওভারের চতুর্থ বলে জিম্বাবুয়ের পেসার ভিক্টর নিয়ুচির বলে গালিতে ব্রায়ান বেনেটকে ক্যাচ দেন ১ চারের মারে ১২ রান করা সাদমান। ১১তম ওভারে বাংলাদেশের আরেক ওপেনারকেও ফেরত পাঠান নিয়ুচি। ওভারের চতুর্থ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জয়। ফেরার আগে ২টি চারে ১৪ রান করেন তিনি। ৩২ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের শুরুতে পেসার ব্লেসিং মুজারাবানির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে জীবন পান মোমিনুল। জীবন পেয়ে সাবধানে খেলে শান্তর সঙ্গে ৮১ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন তিনি। কিন্তু দ্বিতীয় সেশনে শুরুতে বিচ্ছিন্ন হন তারা। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির শর্ট বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন ৬৯ বলে ৬ চারের মারে ৪০ রান করা শান্ত। দলীয় ৯৮ রানে শান্তর বিদায়ে ক্রিজে মোমিনুলের সঙ্গী হন মুশফিকুর রহিম। জুটি গড়ার চেষ্টা করেন তারা। কিন্তু ২৫ রান যোগ হবার পর বাঁ-হাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজার শর্ট বলে মারতে গিয়ে মিডউইকেটে ক্যাচ তুলে ফিরেন মাত্র ৪ রান করা মুশফিক। মুশফিকের আউটের পর বিপদ বাড়ে বাংলাদেশের। ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরির স্বাদ নিয়ে ক্রিজে সেট হয়ে মাসাকাদজার শিকার হন মোমিনুল। ১০৫ বল খেলে ৮ চার ও ১টি ছক্কায় ৫৬ রান করেন তিনি। এছাড়া মেহেদি হাসান মিরাজ ১ ও তাইজুল ইসলাম ৩ রানে আউট হন। ১৪৬ রানে সপ্তম উইকেট পতনের পর জিম্বাবুয়ের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন উইকেটরক্ষক জাকের আলি ও হাসান মাহমুদ। তাদের প্রতিরোধে ২শ রানের পথে হাঁটতে থাকে শান্তর দল। কিন্তু দলীয় ১৮৭ রানে হাসানকে থামিয়ে জুটি ভাঙ্গেন মুজারাবানি। জাকেরের সঙ্গে ৪১ রান যোগ করেন হাসান। ৩০ বল খেলে ৪ বাউন্ডারির মারে ১৯ রান করে থামেন হাসান। এরপর মাত্র ৪ রান যোগ করে ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫৯ বলে ৬ চারের মারে ২৮ রান করেন জাকের। ১০ রানে তৃতীয় সিøপে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন তিনি। শেষ ব্যাটার হিসেবে নাহিদ রানা আউট হন শূন্য রানে। ৪ রানে অপরাজিত থাকেন খালেদ আহমেদ।
জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজা ২১ ও ব্লেসিং মুজারাবানি ৫০ রানে পান ৩টি করে উইকেট। ভিক্টর নিয়ুচি ৭৪ ও ওয়েসলি মাধেভেরে মাত্র ২ রান খরচায় পান ২টি করে উইকেট।
বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়ে শেষ বিকেলে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে জিম্বাবুয়ে। আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে বিনা উইকেটে ৬৭ রান তুলেন সফরকারী দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। বেনেট ৩৭ বলে ৬ চারের মারে ৪০ ও কারান ৪৯ বলে দুই বাউন্ডারিতে ১৭ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের চার বোলার কোনো উইকেটের দেখা না পেয়ে দর্শকদের মাঝে হতাশা ছড়ান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৯১/১০, ৬১ ওভার (মোমিনুল ৫৬, শান্ত ৪০, মাসাকাদজা ৩/২১)।
জিম্বাবুয়ে : ৬৭/০, ১৪.১ ওভার (বেনেট ৪০*, কারান ১৭*)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সাটুরিয়ায় বিদ্যালয় স্থানান্তরকে কেন্দ্র করে ২ শতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত

সাম্য হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে -গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন

“ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা” — রাবি শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে উত্তপ্ত ফাইন্যান্স বিভাগ

থাইল্যান্ড পালানোর পথে বিএনপি নেতা আটক

মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের দাবিতে মানববন্ধন

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে জনগণকে - যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক

আন্তর্জাতিক যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ভূমিকা রাখছে অর্কিড এসোসিয়েট - আসহাব উদ্দিন

ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচার : প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী শিলপাটা!

সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ২৬ মে

মুক্তি পেলেন আরও ২৭ বিডিআর সদস্য, স্বজনদের চোখে আনন্দের অশ্রু

সিলেটে সন্ধ্যায় হতে পারে ঝড়-বৃষ্টি

ইশরাকের বিতর্কিত শপথ নিয়ে বিএনপিও কি জনভোগান্তির কারণ হলো?

তেজগাঁওয়ে শিশু রোজা মনি মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি ড্যাবের

উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপের ঘটনায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের তীব্র নিন্দা

বকশীগঞ্জে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

মিলানকে হারিয়ে ৫১ বছর পর বোলোনিয়ার প্রথম শিরোপা

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী দুই যুবলীগ নেতা গ্রেপ্তার