শান্ত-জাকেরের ব্যাটে ভরসা
২৩ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৪ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে প্রথম ইনিংসেই ৮২ রানে পিছিয়ে পড়ে স্বাগতিক দল। তবে দ্বিতীয় ইনিংসে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ১৯৪ রান তুলেন নাজমুল হোসেন শান্তরা। ফলে ম্যাচে ১১২ রানে এগিয়ে আছেন তারা। তৃতীয় দিনের শেষ বিকেলে দলকে ভরসা দেন অধিনায়ক শান্ত ও জাকের আলী। ১৫.২ ওভার ব্যাটিং করে এখন পর্যন্ত তারা অবিচ্ছিন্ন আছেন ৩৯ রানে। এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন শান্ত। ১০৩ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রানে অপরাজিত আছেন তিনি। ৬০ বলে ৩ চারের মারে ২১ রানে অপরাজিত আছেন জাকের আলী। এর আগে ১ উইকেটে ৫৭ রান হাতে নিয়ে কাল তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে দিনের খেলা সময় মতো শুরু করা যায়নি। সিলেটে সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এখানকার আকাশের অবস্থা দেখে পুরো দিনের খেলাই ভেস্তে যাওয়ার আশঙ্কা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু না, প্রায় দুই ঘণ্টা পর হলেও বৃষ্টি থেমে যায়। এরপর দুপুর ১টায় শুরু হয় তৃতীয় দিনের খেলা। খেলা শুরুর কিছুক্ষণ পরই উইকেট বিলিয়ে দিয়েছেন মাহমুদুল হাসান জয়। দিনের সপ্তম ওভারে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়েন তিনি। ৬৫ বলে ৬ চারের মারে ৩৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন জয়। তৃতীয় উইকেটে দেখেশুনে খেলে বাংলাদেশ দলকে এগিয়ে নিচ্ছিলেন মোমিনুল হক এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৬৫ রানের জুটিও গড়ে ফেলেছিলেন তারা। কিন্তু ৩৫তম ওভারের শেষ বলে জিম্বাবুয়েকে ব্রেক থ্রু এনে দেন ভিক্টর নুয়াসি। বাঁহাতি মোমিনুলকে উইকেটরক্ষক নায়াশা মায়ভোর হাতের ক্যাচ বানান তিনি। ৮৪ বলে ছয় বাউন্ডারিতে ৪৭ রান করে আউট হন মোমিনুল। ম্যাচের প্রথম ইনিংসে তিনি হাফসেঞ্চুরি করলেও এবার আউট হন মাত্র ৩ রান দূরে। দলীয় ১৩৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলীয় সংগ্রহে ১৭ রান যোগ হতেই আউট হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ২০ বল খেলে মাত্র ৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দেন তিনি। মুশফিকের আউটের পরপরই চা বিরতির ঘণ্টা পড়ে। চা বিরতি থেকে ফিরে বাকি সময়ে শান্ত ও জাকের অপরাজিত থেকেই দিন শেষ করে আসেন। ৫৭ ওভারের পর বিকাল পৌঁনে পাঁচটার দিকে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়। পাঁচটা বাজার কয়েক মিনিট পরেই দিন শেষের ঘোষণা দেন আম্পায়াররা। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্লেসিং মুজারাবানি ৫১ রানে ৩ উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস- ৬১ ওভারে ১৯১/১০ (খালেদ ০*; সাদমান ১২, জয় ১৪, শান্ত ৪০, মুশফিক ৪, মোমিনুল ৫৬, মিরাজ ১, তাইজুল ৩, হাসান ১৯, জাকের ২৮, নাহিদ ০)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ৫৭ ওভারে ১৯৪/৪ (শান্ত ৬০*, জাকের ২১*; সাদমান ৪, জয় ৩৩, মোমিনুল ৪৭, মুশফিক ৪);
জিম্বাবুয়ে প্রথম ইনিংস- ৮০.২ ওভারে ২৭৩/১০ ( এনগারাভা ২৮*; কারান ১৮, বেনেট ৫৭, ওয়েলচ ২, আরভিন ৮, মাধেভেরে ২৪, উইলিয়ামস ৫৯, মায়াভো ৩৫, মাসাকাদজা ৬, মুজারাবানি ১৭)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বিভিন্ন ইসলামী দলে তীব্র প্রতিবাদ

ব্যতিক্রমী আরিফ, দেশে ফিরে যে বার্তা দিলেন বিএনপি নেতা কর্মীদের

এই সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় : মির্জা আব্বাস

কম্বল আত্মসাতের মামলায় সাবেক মহিলা এমপি কাজী হেলেন ও তার দুই ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আটঘরিয়ায় কলেজ নির্বাচনী ফরম তোলাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক ফরিদ আহমদ সোবহানী

বৃত্তির টাকায় প্রতারকদের চোখ, কঠোর নির্দেশনা মাউশির

গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না: তথ্য উপদেষ্টা

জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না : ১২ দলীয় জোট

মেহেরপুরে মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত

কিশোরগঞ্জ স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক সন্তানের জননী পারুল

অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম, দাবি প্রেস সচিবের

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের নেতার উপরে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের নেতার উপরে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছাগলনাইয়া পৌর শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান

আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে : মির্জা আব্বাস

নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

৩৩ খাল রক্ষণাবেক্ষণ-সবুজায়নে কাজ করবে ডিএনসিসি নির্ধারিত স্বেচ্ছাসেবকরা

ইউক্যালিপটাস ও আকাশমনি রোপণ-উত্তোলন-বিক্রয়ে নিষেধাজ্ঞা