মিরাজের ১০ উইকেটের পরও জিম্বাবুয়ের রেকর্ড গড়া জয়
২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৭ পিএম

রোমাঞ্চ শেষে বাংলাদেশের পরাজয়ের গ্লানি
হারের মঞ্চে দাঁড়িয়ে শেষ দিকে কিছুটা রোমাঞ্চ এনে দিলেন মেহেদি হাসান মিরাজ। এই স্পিনার ইনিংসে ৫ ও ম্যাচে নিলেন ১০ উইকেট। তবে দিন শেষে পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরে গেছে বাংলাদেশ।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।
১৭৪ রানের মামুলি লক্ষ্যে ৯৫ রানের উদ্বোধনী জুটি পেয়ে যায় সফরকারী দলটি। পরে ২ উইকেটে ১২৭ থেকে একটা পর্যায়ে তাদের স্কোরবোর্ড হয়ে যায় ৬ উইকেটে ১৪৫। রোমাঞ্চের গন্ধ ছড়াতে থাকে। কিন্তু ওয়েসলি মাধেভেরে সেই রোমাঞ্চে জল ঢেলে দেন।
৫৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। তবে দুই ওপেনারই মূলত গড়ে দেন জয়ের মঞ্চ। ব্রাইন বেটেন করেন সর্বোচ্চ ৫৪ রান। ৪৪ রান আসে আরেক ওপেনার বেন কারানের ব্যাট থেকে।
৫০ রানে ৫ উইকেট নেন মিরাজ। ক্যারিয়ারে এটি তার ১২তম ৫ উইকেট, ম্যাচে ১০টি। দেশের তৃতীয় বোলার হিসেবে টেস্ট নেন ২০০ উইকেট। সবচেয়ে বেশি তিনবার নেন ১০ উইকেট। তবে এরপরও পেরে ওঠেনি বাংলাদেশ। সবার মিলিত অবদানে রেকর্ড গড়া জয়ে সিরিজে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। ১৯৯৮ সালে ১৬২ রানের লক্ষ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল তারা। সেটিই ছিল এতদিনের সর্বোচ্চ।
প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৯১ ও জিম্বাবুয়ে ২৭৩ রান করেছিল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান করেছিল বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে ১১২ রানে এগিয়ে ছিল টাইগাররা।
চতুর্থ দিন বাকী ৬ উইকেটে ৬১ রান যোগ করতে পারে স্বাগতিকরা। লাঞ্চের আগেই শেষ হয় তাদের ইনিংস। ৬০ রান নিয়ে খেলতে নেমে ঐ স্কোরেই থেমে যান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগের দিন ২১ রানে শেষ করা উইকেটরক্ষক জাকের আলি টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ পান। দলীয় ২৫৫ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ১১১ বলে ৫৮ রান করেন তিনি।
এছাড়া মেহেদি হাসান মিরাজ ১১, তাইজুল ইসলাম ১, হাসান মাহমুদ ১২, খালেদ আহমেদ শূন্য রানে আউট হন।
জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ৭২ রানে ৬ উইকেট নেন। ১১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি।
বৃষ্টির কারণে তৃতীয় দিনের প্রথম সেশন ভেস্তে গিয়েছিল। এরপর আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা আগেভাগেই শেষ হয়। ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে চতুর্থ দিন খেলা শুরুর পরিকল্পনা ছিল সকাল সোয়া দশটায়। কিন্তু এদিনও বৃষ্টি। খেলা শুরু হয় শেষ পর্যন্ত বেলা ১১টায়।
জাকের আলিকে আউট করে বাংলাদেশকেও দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেন ব্লেসিং মুজারাবানি। সেই সঙ্গে দীর্ঘদেহী এই পেসার নাম তুলেন রেকর্ড বইয়ে।
জাকেরের উইকেটটি মুজারাবানির টেস্টে ৫০তম উইকেট। ১১ ম্যাচে এই মাইলফলকে পা রাখলেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে যা যৌথ দ্রততম।
১১ টেস্টেই ৫০ উইকেট নিয়ে এতদিন রেকর্ড এককভাবে ছিল জিম্বাবুয়ের কিংবদন্তি হিথ স্ট্রিকের।
প্রথম আট টেস্টে ২৫ উইকেট নিতে পারা মুজারাবানি পরের তিন টেস্টে নিলেন ২৫ উইকেট।
বিশ্ব রেকর্ড থেকে অবশ্য তারা বেশ দূরে। ৬ টেস্টে ৫০ উইকেট নিয়ে টেস্টে দ্রুততম উইকেটের ফিফটি করা বোলার চার্লি টার্নার। ক্রিকেটের সবচেয়ে পুরোনো রেকর্ডগুলোর একটি এটি। সেই ১৮৮৮ সালে গড়া অস্ট্রেলিয়ান পেসারর রেকর্ড অক্ষত এখনও।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৫৭/১) ৭৯.২ ওভারে ২৫৫ (শান্ত ৬০, জাকের ৫৮, মিরাজ ১১, তাইজুল ১, হাসান ১২, খালেদ ০, নাহিদ ০*; নিয়াউচি ১৮-৪-৪২-১, মুজারাবানি ২০.২-৫-৭২-৬, এনগারাভা ১৯-০-৭৪-১, মাধেভেরে ৮-১-৩২-০, মাসাকাদজা ১৪-৪-২০-২)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ১৭৪) ৫০.১ ওভারে ১৭৪/৭ (বেনেট ৫৪, কারান ৪৪, ওয়েলচ ১০, উইলিয়ামস ৯, আরভাইন ১০, মাধেভেরে ১৯*, মায়াভো ১, মাসাকাদজা ১২, এনগারাভা ৪*; নাহিদ ৫-০-২৪-০, হাসান ৪-১-১৩-০, মিরাজ ২২.১-৮-৫০-৫, খালেদ ৩-১-৬-০, তাইজুল ১৬-০-৭০-২)
ফল: জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে ১-০তে এগিয়ে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভয়কে জয় করতে আসছে জেফারের 'তীর'

আজ সেই ভয়াল ২৯ এপ্রিল, আনোয়ারা উপকূলের বুকে রয়ে গেছে কান্না আর শূন্যতার ক্ষত

উত্তরায় বিআরটিসি বাসে হামলা ; আহত ৪ শিক্ষার্থী

চীন থেকে আবারও পণ্য কিনছে ওয়ালমার্ট

কটিয়াদীতে বজ্রপাতে নিহত-১

কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মাদকমুক্ত থেকে শিক্ষার্থীদের সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে -কেসিসি প্রশাসক

মোহামেডানকে উড়িয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

উত্তর-পূর্ব চীনে রেস্তোরাঁয় আগুন, নিহত ২২

মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ৭ ডাকাত গ্রেফতার

কুষ্টিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ছাতকে রেলওয়ের শতাধিত স্থাপনা উচ্ছেদ

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত

ভারতীয় মুসলমানদের আটক করে 'বাংলাদেশি' বলে চালানোর চেষ্টা মোদি সরকারের

হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন ১২ মে

টাঙ্গাইলে প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডিতে দুদকের অভিযান

পরিবেশ রক্ষায় আইনগত উদ্যোগ নিয়েছে বিচার বিভাগ: প্রধান বিচারপতি