বায়ার্ন জুজু কাটলো না পিএসজির শিরোপা-স্বপ্ন আরো দীর্ঘায়িত হলো মেসির
০৯ মার্চ ২০২৩, ১০:১৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪২ পিএম
কাজটা সহজ ছিল এমনটা বলা যাবে না। অ্যালিয়েঞ্জ অ্যারিনায় গিয়ে বায়ার্ন মিউনিখকে হারাতে হতো পিএসজিকে, সেটাও কমপক্ষে ২-১ ব্যবধানে। তবে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের সেই চ্যালেঞ্জে আরও একবার ব্যর্থ পিএসজি। পরশু রাতে গোলই করতে পারেনি লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেদের নিয়ে সমৃদ্ধ পিএসজি। ফলাফল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে ২-০ গোলে হারে প্যারিসের ক্লাবটি। তাতে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়নরা। ওদিকে টানা দ্বিতীয়বারের মতো শেষ ষোলো থেকে বিদায় মেসি-এমবাপে-রামোসদের। এ নিয়ে গত সাত মৌসুমে পঞ্চমবারের মতো শেষ ষোলোতেই বিদায় নিল প্যারিসের দলটি।
পিএসজির কপাল ভালো যে ম্যাচশেষে স্কোরবোর্ড ৪-০ ছিল না, যদিও গোলশূন্য প্রথমার্ধে সফরকারীরাই ভালো খেলেছে। বায়ার্ন কিপারের ভুলে সুবর্ণ এক সুযোগও পেয়েছিল গোলের। কিন্তু ভিতিনহার শট লাইন থেকে ফেরান ডাচ ডিফেন্ডার ম্যাথুজ ডি-লিট। তার আগে অবশ্য দারুণ একটা সুযোগ হারিয়েছিলেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে চুপো মোটিং ও সাদিও মানের দুটি গোল অফসাইডে বাতিল হয়। তবে ৬১ মিনিটে মোটিংয়ের দ্বিতীয় শট এবং ৮৯ মিনিটে গ্যানেব্রির শট কোনোভাবেই ঠেকানো সম্ভব হয়নি পিএসজির পক্ষে।
এতে এবারও লিগ জিতেই সন্তুষ্ট হবে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নদের। ঘরোয়া কাপ থেকে আগেই বাদ পড়েছে তারা। তবে পিএসজি কী করেছে, সেটা অতীত। কিন্তু এখন তারা তারকাখচিত দল। নেইমার, এমবাপের সঙ্গে যোগ হয়েছেন মেসি, রামোস, ভিতিনহা, দোনারুমার, নুনো মেন্ডেজের মত বিশ্বমানের ফুটবলাররা। তারপরও বারে বারে একই পরিনতি পিএসজির!
অথচ ম্যাচের আগের দিনই দলটির মহাতারকা মেসি জানিয়েছিলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ না জিতিয়ে পিএসজি ছাড়ছি না।’ তবে বাস্তবতা হচ্ছে এবারও সেই শিরোপা ছোঁয়া হচ্ছে না ৭ বারের ব্যালন ডি-অর জয়ীর। আট বছর হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি মেসির। আদৌ আর হবে কী? চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে আরেকবার পিএসজির বিদায়ের পর এই প্রশ্নটাও এসে যাচ্ছে। আসছে জুনেই প্যারিসের দলটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার। তার ক্যারিয়ারে বায়ার্নের বিপক্ষে প্রথম চার ম্যাচে চার গোল পেয়েছিলেন। কিন্তু জার্মান দলটির সঙ্গে সবশেষ চার সাক্ষাতের একটিতেও গোল করতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।
অন্যদিকে এমন বাজে পারফরম্যান্সের কারণে ভীষণ হতাশ পিএসজির আরেক তারকা ফরোয়ার্ড এমবাপে বলেন, দএই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আমি আমার প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলাম, আমরা আমাদের সর্বোচ্চটাই করতে যাচ্ছি। এটাই আমাদের সর্বোচ্চ। এটাই সত্যি। মৌসুমের লিগ জেতাটাই আমার কাছে একমাত্র বিষয়। পরে পরেরটা দেখা যাবে।’
একই সময় আরেক ম্যাচে ঘরের মাঠে এসি মিলানের মুখোমুখি হয়েছিল ইংলিশ ক্লাব টটেনহ্যাম। রিয়াল মাদ্রিদের পরেই আসরটির সবচেয়ে সফল দল মিলান। রিয়ালের ১৪ শিরোপার পর দ্বিতীয় সর্বোচ্চ ৭টি শিরোপা ইতালিয়ান দলটির। তবে মিলানের আগের সেই জৌলুশ কিছুই নেই বর্তমানে। তারপরও নিজেদের মাঠে মিলানকে পেয়ে জিততে পারেনি স্পার্স। গোলশূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ২০১৮-১৯ মৌসুমে ফাইনাল খেলা ইংলিশ দলটি।
মাঝে দীর্ঘ সময় টটেনহ্যামের বস অ্যান্তোনিও কন্তেকে পিত্তথলির পাথর অপসারণ সংক্রান্ত ঝামেলায় থাকতে হয়েছিল কোচিংয়ের বাহিরে। এর মাঝেই স্পার্স বিদায় নেয় এফএ কাপের পঞ্চম রাউন্ড থেকে। দলের এই ব্যর্থতায় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তৈরি দলটির ইতালিয়ান কোচ। তবে আগেভাগেই তাকে স্পার্স ছুটির চিঠি ধরিয়ে না দিলে মৌসুমের শেষ পর্যন্তই দলের সঙ্গে থাকতে চান কন্তে। মিলানের সঙ্গে হারের পর কন্তে বললেন, ‘দেখা যাক মৌসুমটা কীভাবে শেষ হয়। হতে পারে আগেভাগেই তারা আমাকে বিদায় দিতে পারে। প্রত্যাশাটা অনেক বেশি থাকায় এই ম্যাচের ফলাফলটা হতাশাজনক হতে পারে।’ পরশু ম্যাচের ৭৮ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো লাল কার্ড দেখলে বাকিটা সময় একজন কম নিয়েই খেলেছে স্বাগতিকরা। ক্রিশ্চিয়ানের লাল কার্ড দেখার সঙ্গে সঙ্গেই কার্যত নিশ্চিত হয়ে যায় ২০১২ সালের পর এসি মিলানের চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে যাওয়া।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ