তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ
১০ মার্চ ২০২৩, ১১:০২ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৩ এএম

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ। গতকাল কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারায় স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড আকলিমা খাতুন ও মিডফিল্ডার স্বপ্না রানী দুটি করে গোল করেন।
কাল বসন্তের পড়ন্ত বিকেলে মৃদুমন্দ হাওয়ায় কমলাপুর স্টেডিয়ামে দর্শক সংখ্যা নেহায়েত কম ছিল না। স্টেডিয়ামের পশ্চিম গ্যালারিতে ছিলেন হাজার দুয়েক দর্শক। তাদের কারো হাতে লাল-সবুজের পতাকা। কারো হাতে ‘আই লাভ ফুটবল’ লেখা প্লেকার্ড। পূর্ব গ্যালারিতে শ’পাঁচেক দর্শকদের হর্ষধ্বনি। এভাবেই বাংলাদেশ দলের নারী ফুটবলারদের উৎসাহ দেওয়ার চেষ্টা করেন ঢাকার ফুটবল পাগল দর্শকরা।
তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বাংলাদেশ দল। স্বাগতিক ফরোয়ার্ড শাহেদা আক্তার ও আকলিমা খাতুনের আক্রমণের তোরে ত্রাহি ত্রাহি অবস্থা দেখা গেল সফরকারীর দলের ডিফেন্ডারদের। তবে বাংলাদেশের মেয়েরা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে এগিয়ে যেতে অপেক্ষায় থাকতে হয় তাদের। এই অর্ধের অন্তিম সময় পর্যন্ত বারবার লাল-সবুজের মেয়েদের আক্রমণ ধাক্কা খেয়েছে তুর্কমেনিস্তানের গোলরক্ষক আমানবেরোদিয়েভা আয়েশার দেয়ালে। অবশেষে সেই দেয়াল ভাঙলো। গোলের দেখা পেল স্বাগতিক দল। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+২মিনিট) ডানপ্রান্ত দিয়ে স্বপ্না রানী কর্ণার কিক নেন। তুর্কমেনিস্তানের বক্সে জটলার সৃষ্টি হলে আকলিমা খাতুন দারুণ প্লেসিং শটে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। এই গোলটি হ্যান্ডবল হয়েছে দাবি করে অনেকক্ষণ আপত্তি জানান তুর্কমেনিস্তানের ফুটবলাররা। একপর্যায়ে তাদের কোচ মিনগাজভ কামিল মাঠেও প্রবেশ করেন। কিন্তু সিরিয়ার রেফারি আলেসার বাদ্দুর তার সিদ্ধান্তে অটল থাকেন। এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়াতে মরিয়া হয়েই লড়ে বাংলাদেশ দল। সফলও হয় তারা। এই অর্ধে আর তিন গোল পান আকলিমা খাতুন-স্বপ্না রানীরা। ম্যাচের ৭১ মিনিটে বক্সের বাইরে থেকে ইতি খাতুনের দুরপাল্লার শট বক্সে দাঁড়ানো আকলিমা খাতুনের পায়ে পড়লে তিনি আলতো টোকায় বল জালে জড়ান (২-০)। মিনিট নয়েক পর বাংলাদেশের পক্ষে তৃতীয় গোল করেন স্বপ্না রানী। ম্যাচের ৮০ মিনিটে ইতি খাতুনের উচুঁ করে বাড়িয়ে দেয়া বলে বক্সে দাঁড়ানো স্বপ্না রানী হেড নিলে তা জালে জড়ায় (৩-০)। পরের মিনিটে স্বপ্নাই করেন স্বাগতিকদের পক্ষে তৃতীয় গোলটি। শাহেদা আক্তার রিপার কাটব্যাক থেকে স্বপ্না কোনাকুনি শট নিলে তুর্কমেনিস্তানের ডিফেন্ডার মামেদোভা মালিকার পায়ে লেগে বল জাল স্পর্শ করে (৪-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামীকাল বিকেল ৫টায় গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী ইরানের মোকাবেলা করবে স্বাগতিকরা। তবে ইতোমধ্যে দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তুর্কমেনিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুরটি কামড়ালো বৃদ্ধ, শিশুসহ ছয়জনকে

তাহাজ্জুদ নামাজের পর বেতের পড়তে গিয়ে তাহাজ্জুদ বেতের দু’টোই মিস হয়ে যাওয়া প্রসঙ্গে।

গুলিস্তানে মার্কেট দখল করতে গিয়ে গ্রেফতার

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসছে রাশিয়ার কুর্স্ক আক্রমণে ভরাডুবি কিয়েভের

ঢাকায় মার্কিন সিনেটর চার্লস পিটার্স

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের স্থায়িত্ব নির্ভর করে বিচার বিভাগের ওপর

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ আজ?

ড. ইউনূস এর মতো সরকার প্রধান পাওয়া ভাগ্যের ব্যাপার :জামায়াত নেতা ড. ইকবাল

ময়মনসিংহ প্রেসক্লাবের কমিটি কেনো অবৈধ ঘোষণা করা হবে না

কৃষি জমির মাটি কেটে নেওয়ার অপরাধে দুই ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৫০ টাকা জরিমানা

প্রেষনে বিমান বাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল সহ ৪ দফা দাবীতে সিলেটে বেবিচক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

নিষিদ্ধ সময়ে মেঘনায় অবাধে মাছ শিকার, নিয়ন্ত্রণে কমলনগরের দুই নেতা!

ছাগলনাইয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ৫ জন আহত, পুড়িয়ে দেয়া হয়েছে চারটি মোটরসাইকেল

বিএনপিকে আবার মিডিয়া ট্রায়ালে ফেলা হচ্ছে: তারেক রহমান

পাঠদান পদ্ধতির আধুনিকায়ন জরুরি

পিলখানা ম্যাসাকার তদন্ত কমিশন : রিপোর্টের জন্য জনগণের রুদ্ধশ্বাস অপেক্ষা

অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করতে হবে

শান্তিরক্ষীই যুদ্ধ

পূর্ণ শক্তি