প্রথমবারের মতো দেশে নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ
১৩ মার্চ ২০২৩, ০৮:৩৮ পিএম | আপডেট: ২৯ মার্চ ২০২৩, ১০:৩৫ এএম

ক্রিকেট ও হকির পর দেশে এবার নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে। যার নামকরণ করা হয়েছে বাংলাদেশ ওমেন্স সুপার লিগ (বিডব্লিউএসএল)। আগামী মে মাসে এই লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং কে-স্পোর্টস। এই প্রতিষ্ঠানটিই বিডব্লিউএসএল’র স্বত্ত পেয়েছে। সোমবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে নারী ফ্র্যাঞ্চাইজি লিগের লোগো উন্মোচন হয়। এ অনুষ্ঠানেই প্রস্তাবিত এই লিগের নানা দিক তুলে ধরেন কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম। তিনি জানান, এই লিগে ছয়টি দল খেলবে। দু’টি ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও সিলেটকে প্রাধান্য দিচ্ছেন তিনি। সিলেটে লিগ শুরু হয়ে শেষ চার ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে। স্থানীয় ও বিদেশি ফুটবলারদের অংশগ্রহণের এই লিগে নারীদের কোচিংয়ে আগ্রহী করে তুলতে সবগুলো দলের সহকারী কোচ স্থানীয় নারীদের রাখার সুযোগ করে দেওয়া হয়েছে। ইউরোপ ও এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অন্তত তিনজন খেলোয়াড় এই লিগে খেলবেন। বাকিরা দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসবেন। লোগো উন্মোচন অনুষ্ঠানে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘মেয়েরা বর্তমানে ফুটবল খেলে যে অংকের টাকা পাচ্ছে তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয়। এখান থেকে তারা বাড়তি কিছু অর্থ পাবে। যা তাদের সহায়তা করবে। দ্বিতীয়ত এই লিগের কল্যাণে মেয়েরা ম্যাচ খেলার সুযোগ পাবে। দুটি বিষয় মাথায় রেখেই আমরা নারী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে সম্মতি দিয়েছি।’
বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এই লিগ আয়োজনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,‘মেয়েদের যে স্বপ্ন ছিল তা পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশের নারী ফুটবলে আস্থার যে জায়গা তৈরি হয়েছে, তার প্রতিদান হিসেবে আমরা দেশকে সাফ চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিতে পেরেছি। ফুটবলের সুদিন হারিয়ে গিয়েছিল, সেটা ফিরে এসেছে মেয়েদের হাত ধরেই।’ জাতীয় দলের সঙ্গে বর্তমানে সউদী আরবে অবস্থান করছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি সেখান থেকে এক ভিডিও বার্তায় নারীদের এই লিগ আয়োজনের ঘোষণায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। জামাল এই লিগের সাফল্য কামনা করে পুরুষ ফুটবলারদের জন্যও ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের অনুরোধ জানান। অনুষ্ঠানে দেশের শোবিজ তারকাদের মধ্যে উপস্থিত ডয়লেন সংগীত শিল্পী শারমিন সুলতানা সুমি, অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা।
বিভাগ : খেলাধুলা
এই বিভাগের আরও





আরও পড়ুন

প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ

আলেমদের স্বাবলম্বী হওয়ার কথা বললেন মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফী

চট্টগ্রামে আবারও বৃষ্টির কারণে খেলা শুরু হয়নি

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি উত্তোলন করেন না পতাকাও

বহিরাগতদের হাতে মারধরের শিকার কুবি শিক্ষার্থী

বাখমুতে গুরুত্বপূর্ণ কারখানার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনা

সুলতানা কামাল, রামেন্দু মজুমদারসহ ২৫ জন এখনি জামায়াত নিষিদ্ধ চান

শিবগঞ্জে যুবকের কবজি কর্তনের ঘটনায় গ্রেপ্তার ১

নেতানিয়াহুকে আপাতত হোয়াইট হাউজে আমন্ত্রণ জানাবেন না বাইডেন

বগুড়ায় এনজিওর কিস্তির জ্বালায় নারীর আত্মহত্যা!

ইমরান খানের বিরুদ্ধে সানাউল্লাহর ‘হুমকিপূর্ণ মন্তব্যে’ নিন্দা খলিলজাদের

দোয়ারাবাজারে মুদি দোকানে বিক্রি হচ্ছে কীটনাশক সার, স্বাস্থ্য ঝুঁকিতে জনগণ

প্রধান বিচারপতির ক্ষমতা কমাচ্ছে শেহবাজ সরকার

দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই বর্তমান সরকারের লক্ষ্য : শেখ হাসিনা

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে মহড়া শুরু রাশিয়ার

স্কুলের খরচে ওমরাহ করলেন ড্রাইভারসহ ৮ কর্মী

বাইডেনের আইসক্রিম প্রতিক্রিয়ায় বিতর্ক

বাড়িতেই ৭টি বন্দুক লুকিয়ে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের সেই হামলাকারী

চীন সীমান্তে ৩৭ টি নতুন রাস্তা তৈরি করছে ভারত

একটা দুর্ঘটনা নিয়ে একটা মন্ত্রণালয়ের বিচার করা সঠিক নয় : ওবায়দুল কাদের