হালান্ডের পাঁচে শেষ আটে ম্যানসিটি
১৫ মার্চ ২০২৩, ১০:৫০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম
খেলার তখন ৬৩ মিনিট। ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা উঠিয়ে নিলেন আর্লিং হালান্ডকে। কেউ যদি ঠিক তখনই টিভি পর্দার সামনে বসে থাকলে নিশ্চিত ভেবে বসবে- সিটি গোলমেশিনের রাতটা খারাপ যাওয়াতেই তাকে বেঞ্চে বসিয়ে দিলেন কোচ। তবে বাস্তবতা হচ্ছে গোটা ৯০ মিনিট খেলার সুযোগ পেলে, হালান্ড পরশুরাতে ব্যক্তিগত দুই অংকের গোলেও পৌঁছে যেতে পারত! চোখ কপালে ওঠার মতই ব্যাপার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর দ্বিতীয় লেগে হালান্ড কা-ে লাইপজিগের বিপক্ষে ৭-০ ব্যবধানে জিতেছে ম্যানসিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকার একাই করেছেন পাঁচ গোল। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে সিটি।
তৃতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে সর্বোচ্চ ৫ গোল করলেন হলান্ড। এরাআগে ২০১১-১২ মৌসুমে বার্সেলোনার হয়ে লিওনেল মেসি পাঁচবার বল পাঠিয়েছিলেন বেয়ার লেভারকুজেনের জালে। এরপর শাখতার দোনেৎস্কের জার্সিতে লুইস আদ্রিয়ানো ২০১৪-১৫ মৌসুমে একই কৃর্তী গড়েন বাতে বরিসভের বিপক্ষে।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে শুরু হালান্ডের। যে স্ট্রাইকার দুরূহ সব কোণকে পানির মত সহজ করে গোল করেন, সে কি আর পেনাল্টি মিস করে? লাইপজিগ খেলোয়াড়েরা যখন এ পেনাল্টি নিয়ে অভিযোগ জানাতেই ব্যস্ত, এর মধ্যেই ২৪ মিনিটে আবার গোল! এবারও হালান্ড! ডি ব্রুইনার শট ক্রসবারে লেগে ফিরল, আর বলটা কিনা পড়ল নরওয়েজিয়ানের ঠিক পায়ে। ব্যস, যা হওয়ার কথা। স্বাগতিকরা এগিয়ে গেল ২-০ ব্যবধানে। বিরতির আগে হ্যাটট্রিকও হয়ে গেল হালান্ডের। এবারও সেই ডি ব্রুইনার কর্নারে দিয়াসের হেড পোস্টে লেগে ফিরেছে, আবারও সেটি হলান্ডের পায়েই গেল! পরিণতি পরিষ্কার। এর আগের ও পরের দুটি করে গোলের মতো এই গোলেও কারও অ্যাসিস্ট নেই! অথবা বলা যায় হলান্ডের কারও অ্যাসিস্ট লাগে না!
এই মৌসুমে সিটিতে যোগ দেয়ার পর ক্লাবটার জার্সিতে প্রিমিয়ার লিগে চার হ্যাটট্রিক তো ছিলই, চ্যাম্পিয়ন্স লিগেও হ্যাটট্রিক হয়ে গেল হলান্ডের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বসূচক ক্লাব টুর্নামেন্টটিতে ২০১৯ সালে হলান্ডের যাত্রা শুরুই হয়েছিল হ্যাটট্রিক দিয়ে, সালজবুর্গের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে হ্যাটট্রিকের পর এদিন দ্বিতীয় হ্যাটট্রিকটি পেলেন হলান্ড। দ্বিতীয়ার্ধে সিটির গোল-যাত্রা আবার চালু হয়েছে অবশ্য ইকায় গুন্দোগানের গোলে। এরপর আবার হলান্ড-শো। ৫৩ মিনিটে তার চতুর্থ গোলেরও উৎস দি ব্রুইনার কর্নার। হলান্ড ও আকাঞ্জির পায় গুরে বল আবারও হলান্ডের পায়ে, এবং গোল। ৫৭ মিনিটে হলান্ডের পঞ্চম গোল পূর্ণ! ঠিক একই ভাবে। যাকে বলা যায় কপি-পেস্ট।
এর কিছুক্ষণ পর ম্যানসিটি কোচ উঠিয়ে নেন হলান্ডকে। এই ব্যাপারে ম্যাচ শেষে গার্দিওলা রসিকতার আশ্রয় নিয়ে বলেন, ‘ও যদি ২২-২৩ বছরেই এই মাইলফলক ছুঁয়ে ফেলে, সেটা পরে ওকেই জীবনের প্রতি বিতৃষ্ণ করে ফেলবে। ওর তো তখন ভবিষ্যতে সামনে কোনো লক্ষ্যই বাকি থাকবে না!’ তবে একটা রেকর্ড গড়া থেকে প্রিয় শিষ্যকে বঞ্চিত করলেন স্প্যানিশ কোচ। মেসি ও আদ্রিয়ানোর মাইলফকের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর গার্দিওলার উত্তর, ‘লেভারকুসেনের বিপক্ষে মেসির গোলের কথা মাথায় ছিল না। তবে আমি এমন বদলি সাধারণত করি যখন ম্যাচ জেতা নিশ্চিত হয়ে যায়।’
গোল করায় যতটা পটু, কথা বলাতে ঠিক তার উল্টো হালান্ড। ম্যাচ শেষে তার পাঁচ গোলের ব্যাপারে জিজ্ঞেস করলে উত্তর দিলেন একদম বেরসিক ভাবে, ‘আমার মনে হয় পাঁচ গোল করার পর বলতেই পারি যে গোল করা আমার বড় শক্তির জায়গা।’ এটাতো ছোট বাচ্চাটাও জানে! পরে ছোট কথায় ব্যাখ্যা দিলেন, ‘বেশিরভাগ গোলেই আমি কোনো চিন্তাভাবনা করিনি, শুধু শট মেরেছি, ব্যাস।’
একই সময়ে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে আরেক ম্যাচে এফসি পোর্তোর মাঠে নেমেছিল ইন্টার মিলান। আগের ম্যাচে ১ গোলে এগিয়ে থাকায় স্তাদিও ড্রাগনে ম্যাচের শুরু থেকেই অসম্ভব রক্ষণাত্বক ছিল মিলান। অন্যদিনে পোর্তো কোচ সার্জি কনসেইসার ফুটবল দর্শনও আক্রমণাত্বক নয়। তবে বিরতির পর গোল করার জন্য মরিয়া হয়েও জালের সন্ধান পায়নি স্বাগতিকরা। ম্যাচ শেষ হয় গোল শূন্য ড্রতে। দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে ইন্টার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হেফাজতে ইসলামের চাঁদপুর জেলা কমিটি গঠিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষককে পদত্যাগে আল্টিমেটাম
নেদারল্যান্ডসের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানো সম্ভব: শিল্প উপদেষ্টা
জাতীয় নাগরিক কমিটি নিয়ে নাগরিক ভাবনা
সালথায় আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষ: ১৪টি দোকান ভাঙচুর-লুটপাট
ড. ইউনূসকে সমর্থন জানালেন মার্কিন সিনেটের মেজরিটি হুইপ
কাজে ফিরেছে শ্রমিকরা, আবারো ৪০ কারখানা ছুটি
"বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল পাম্প বিকল ,উৎপাদন বন্ধ, চালু হতে দু সপ্তাহ লাগবে"
সীমান্তে হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি
সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকসহ আসামি ৭৮ জন।
সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল ১০ দিনের রিমান্ডে
বঙ্গোপসাগর উত্তাল, নিরাপদ আশ্রয়ে শত শত ট্রলার
বরিশাল মহানগরীর ফুটপাত ও রাস্তার পাশেও অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের ছড়াছড়ি
সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে
গৌরনদীতে পৃথক হামলায় মুক্তিযোদ্ধা সহ ৭ জন আহত
আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে তরুণ দ. আফ্রিকা
শ্রীপুরের বেতন বৃদ্ধির দাবিতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ
স্বৈরাচারের দোসর জামিল আহমেদ কি করে শিল্পকলা একাডেমীর ডিজি হয় প্রশ্ন রিজভীর
সড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহত
ভারতে ইন্তেকাল করেছেন রাউজানের মাওলানা হাজী ইউছুফ