সউদী আরব থেকে শুক্রবার ফিরছে জাতীয় ফুটবল দল
১৬ মার্চ ২০২৩, ০৮:৫৯ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ১০:২৩ পিএম

চলতি মাসের ফিফা উইন্ডোতে ২৫ ও ২৮ মার্চ সিলেটে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই সিরিজে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ সিসেলশ। এই সিরিজকে সামনে রেখে সউদী আরবের মদিনায় অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ। ক্যাম্প শেষে শুক্রবার বিকাল ৪টায় সউদী আরব থেকে ঢাকায় ফিরে আসবে জাতীয় দল। একই দিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে রাত ৯টায় সিলেটে পৌঁছাবেন আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষরা। সিলেটে বাংলাদেশ দল হোটেল রোজ ভিউতে অবস্থান করবে।
এদিকে সউদী আরবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। বুধবার রাতে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ স্টেডিয়ামের রিজার্ভ মাঠে ক্লোজ ডোর প্রীতি ম্যাচে আফ্রিকার দেশ মালাউইর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। তবে এ ম্যাচে সমানে সমান লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচের ৭৫ মিনিটে চিউকেপো সোয়োয়ার গোলে এগিয়ে যায় মালাউই (১-০)। পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়লেও ৮৯ মিনিটে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের গোলে ড্র করে কোনমতে হার এড়ায় বাংলাদেশ (১-১)।
বিভাগ : খেলাধুলা
আরও পড়ুন