সংবর্ধনা পেলেন সানি ও তুহিন
১৭ মার্চ ২০২৩, ১০:৫৫ পিএম | আপডেট: ২১ মার্চ ২০২৩, ০৯:৫২ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ৯নং ওয়ার্ড দলের ম্যানেজার রিয়াজ আফতাব সানি এবং অধিনায়ক মো. তুহিনকে সংবর্ধনা দিয়েছে এফসি ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার বিকালে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংলগ্ন কৃত্রিম মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহেদ খোকন, ক্রীড়া সংগঠক সালাউদ্দিন রতন, তাহের সরকার, জাহিদ হোসেন, আরামবাগ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক জিতু আলম এবং এফসি ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন বাবর। এফসি ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জোবায়েরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সানি ও তুহিনকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
ফুটবল কোচ ইব্রাহিম খলিল (কালা) পারিবারিক কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। পরবর্তীতে তাকে সম্মাননা প্রদান করা হবে।
বিভাগ : খেলাধুলা
আরও পড়ুন