প্রথমবারের মতো নারী বক্সাররা লড়বে বেক্সিমকো এক্সবিসি 'ফাইট নাইটে'
২০ মার্চ ২০২৩, ০৭:০৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৮ পিএম

এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশনস এর আয়োজনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পেশাদার বক্সিং ফাইট নাইট। আগামীকাল (২১শে মার্চ) ঢাকার ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।
"বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট" শীর্ষক এবারের বক্সিং প্রতিযোগিতায় ইংল্যান্ড, ফ্রান্স, ভারত এবং থাইল্যান্ডের বক্সাররা অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক বক্সারদের বিপরীতে লড়বেন বাংলাদেশি বক্সাররা।
২০২২ সালের প্রফেশনাল বক্সিং এর বিজয়ীরা, চ্যাম্পিয়ন বাংলাদেশি বক্সার সুরো কৃষ্ণ চাকমা এবং আলামিন এবারও উপস্থিত থাকবেন। এছাড়া, বিখ্যাত পেশাদার নারী কিকবক্সার রুকসানা বেগম এবারের ফাইট নাইটে অংশ নেবেন।
তিনি কিক বক্সিংয়ের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। ব্রিটেনে আছে তারকা খ্যাতি। নিজের জীবনী নিয়ে লিখেছেন বই। লন্ডনে জন্ম নেওয়া সিলেটি বংশোদ্ভূত রুকসানা আগামীকাল বেগম লড়বেন বাংলাদেশের পেশাদার বক্সিং ‘বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট’ প্রতিযোগিতায়। তাকে ঘিরে সবার রয়েছে বাড়তি আগ্রহ।
স্বাগতিক বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ফ্রান্সের ১৪ জন বক্সার অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। সাত ক্যাটাগরিতে লড়বেন বক্সাররা। ক্যাটাগরিগুলো হলো―ফেদারওয়েট, লাইট হেভিওয়েট, ব্যান্টামওয়েট, ক্রুজারওয়েট, ফ্লাই ওয়েট, লাইটওয়েট এবং ওয়েল্টারওয়েট। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যান্টামওয়েট ক্যাটাগরিতে ছয় রাউন্ডের একটি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হবে।
এই ইভেন্ট উপলক্ষে এক্সসেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশনস আজ (২০ মার্চ) গুলশান ক্লাবে ওয়ে-ইন সেশন ও সংবাদ সম্মেলনে আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন বলেন,আগামীকাল ঢাকায় প্রথম অনুষ্ঠিত হবে পেশাদার বক্সিং যেখানে নারী বক্সাররা চ্যাম্পিয়নশিপ বেল্টের জন্য বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই বছরের ফাইট নাইটে সুপারস্টার রুকসানা বেগম এবং তানজিলাকে মুখোমুখি করাতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে দেশের নারী বক্সারদের পথ আরও প্রশস্ত হবে।
বিশ্বচ্যাম্পিয়ন কিকবক্সার রুকসানা বেগম দেশের মাটিতে প্রো বক্সিং ইভেন্টে অংশ নেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বাংলাদেশে প্রতিযোগিতা করা আমার জন্য সত্যিই একটি উত্তেজনাকর বিষয়। লন্ডনে থাকলেও আমার শিকড় বাংলাদেশে। এই মর্যাদাপূর্ণ বক্সিং টুর্নামেন্টের অংশ হতে পারাটা খুবই সম্মানের এবং আমি আনন্দিত যে এক্সবিসি এই ফাইট নাইট আয়োজন করছে।
এ বছর ‘বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট’ আয়োজন করছে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোমোশন (এক্সবিসি), আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেক্সিমকো এবং কো-স্পন্সর হিসেবে থাকছে প্রিমিয়ার ব্যাংক।
রাজধাধনীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সন্ধ্যা ৬টায় রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে ইভেন্টটি। দর্শকরা টি-স্পোর্টস এবং বঙ্গ এপসে সরাসরি উপভোগ করতে পারবেন বেক্সিমকো এক্সবিসি ফাইট নাইট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইন্দুরকানীতে অধ্যক্ষের দূর্নীতির অভিযোগে ছেলে ও স্ত্রী কারাগারে

চট্টগ্রাম জেলা ফুটবল টিমে আনোয়ারা থেকে খেলার সুযোগ পেলেন রাশেদ আহমেদ

বাণিজ্যের স্বার্থে সিলেট-রিয়াদ ফ্লাইট চালুর দাবি জানালেন প্রবাসীরা

বাণিজ্যের স্বার্থে সিলেট-রিয়াদ ফ্লাইট চালুর দাবি জানালেন প্রবাসীরা

ফেরেশতা দিয়েও ভালো নির্বাচন করতে পারবে না ইসি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

লোহাগড়ায় আধিপত্যের জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন,আহত- ৩

মার্কিন-চীন বাণিজ্য সংঘাত শীতল যুদ্ধে রূপ নিতে পারে

৪৪তম বিসিএসের ২২২ জনের মৌখিক পরীক্ষা স্থগিত

ইন্দুরকানীতে সরকারি বই বিক্রি করার সময় জনতার হাতে জব্দ

বিরূপ আবহাওয়ার দিনে শান্তর ব্যাটে বাংলাদেশের লিড

ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ময়মনসিংহে লালকুঠি দরবার শরীফের বিক্ষোভ

ওডেসায় রাশিয়ার ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জ জেলা আ.লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

টঙ্গীতে একাধিক হত্যা মামলার আসামী বিতর্কিত অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া গ্রেফতার

বেঙ্গালুরুতে সেনা অফিসারকে পেটানোর ঘটনায় নতুন মোড়, উত্তেজনা বাড়ছে

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: নিলামে ৩১২০ কেজি সামুদ্রিক মাছ বিক্রি এবং ট্রলার জব্দ

বায়ার্নের অনুশীলনে নয়্যার ও উপামেকানো

কালীগঞ্জে আগুনে পুড়ল দুই ট্রাক

রামুতে উচ্ছেদ না করার দাবীতে ৩ শতাধিক পরিবারের মানববন্ধন ও সমাবেশ

প্রিমিয়ার লিগে ফিরল লিডস ও বার্নলি