বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চায় না বাফুফে
১২ এপ্রিল ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:২৭ এএম
প্যারিস অলিম্পিক গেমস ফুটবলের বাছাই পর্বে খেলতে সাবিনা খাতুনদের মিয়ানমার পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অর্থ সংকট দেখিয়ে মেয়েদের মিয়ানমার সফর বাতিল করে তারা। এতে নারী ফুটবল দল নিয়ে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাফুফে। তবে এমন পরিস্থিতিতে আর পড়তে চায় না তারা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মিয়ানমার সফর বাতিল হওয়ায় আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশে ক্রীড়াঙ্গনে। ঘটনাটি নিয়ে এখন মুখোমুখি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফে। জড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোডু (বিসিবি)।
সবকিছু নিয়েই গতকাল জরুরি সভায় বসেছিল বাফুফের নির্বাহী কমিটি। বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে এই সভায় অনেকে যোগ দিয়েছিলেন অনলাইনেও। এই সভার একটাই এজেন্ডা ছিল নারী ফুটবল। জাতীয় দল ও বয়সভিত্তিক দলের বছরব্যাপী যে খেলাগুলো আছে সেখানে অংশগ্রহণ করা, করতে গেলে অর্থের জোগান কোথা থেকে আসবেÑ এসব।
সাবিনাদের মিয়ানমার না পাঠিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে বাফুফে, সেরকম আর পড়তে চায় না তারা। যে কারণে, বছরব্যাপী মেয়েদের কী কী খেলা আছে, তার একটা বাজেট তৈরি করে দরকার হলে আগেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে টাকা চাইবে বাফুফে।
সভা শেষে গণমাধ্যমকে বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘এ বছর নারী ফুটবল দলের যে টুর্নামেন্টগুলো আছে, সেগুলোতে অংশ নিতে গেলে আমাদের সুবিধা-অসুবিধা কী, সেটাই ছিল সভার প্রধান আলোচ্য বিষয়। নারী দলের এ বছরের টুর্নামেন্টগুলো করতে গেলে আমাদের যে আর্থিক বিষয়টা আছে, তা ফিফা এবং এএফসি ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে যে অর্থ পাচ্ছি এবং পাব, তারপর আমাদের ঘাটতি থাকবে। সেটা নিয়ে খুব দ্রুত একটা বাজেট তৈরি করে বোর্ডে আলোচনা করব। প্রয়োজনে ঘাটতির অর্থ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চাইব। যাতে আগামীতে মেয়েদের দল পাঠাতে এ রকম সমস্যার মুখোমুখি হতে না হয়।’
এ বছর মেয়েদের সামনে অ্যাসাইনমেন্টগুলো উল্লেখ করে মানিক বলেন, ‘আমাদের সামনে আরও পাঁচটি টুর্নামেন্ট আছে। এর মধ্যে এ মাসেই সিঙ্গাপুরে খেলা আছে অনূর্ধ্ব-১৭ মেয়েদের। ২০২৩ সালে আমরা আরো তিনটি ফিফা উইন্ডো পাব জুলাই, অক্টোবর ও ডিসেম্বরে। তিনটা ফিফা উইন্ডোতে আমরা দুটি করে ৬টি ম্যাচ খেলব হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। আমরা সেভাবেই পরিকল্পনা তৈরি করছি। আমরা যদি সিঙ্গাপুরের এই বাছাইপর্বে ভালো করতে পারি, তাহলে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ড টুতে খেলতে পারব। খেলায় অংশ নিতে আমাদের যে টাকার দরকার, তাতে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ঘাটতি আছে। কিছুদিনের মধ্যে বাজেট করে আমরা জানাতে পারব। আমাদের কাছে এখন পর্যন্ত অর্থের সংস্থান আছে (পাওয়া যাবে) আনুমানিক ৫ কোটি ৪৫ লাখ টাকা।’
এমন প্রশ্নের জবাবে বাফুফের সহ-সভাপতি বলেন, ‘সরকারের সঙ্গে আমাদের বিভাজন বা দূরত্ব তৈরি হয়নি। যা কথাবার্তা শুনছি তাতে বিভাজনের কিছুই মনে করি না। তবে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এটা হতেই পারে। মানুষের সংসারেও হয়, বাবা-ছেলের মধ্যেও হয়। ফুটবল দেশের জনপ্রিয় খেলা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খেলার জগতে সবার উপরে। কেউ ভুল করলে সেটা তারা সংশোধন করবে, সেটাই তাদের কাজ। তারা ভুল সংশোধন করে দেবে, দূরে তো ঠেলে দেবে না। আমরা তাদের জানিয়েই সবকিছু করব। আর বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চাই না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত