শাস্তি প্রয়োজন বাফুফের শীর্ষ কর্তাদের
১৫ এপ্রিল ২০২৩, ১০:০৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০২ পিএম
পূর্বাভাস ছিল বাফুফেতে ঝড় আসার। শেষ পর্যন্ত বৈশাখের পহেলা দিনে সেই ঝড় এলো এবং তা সুনামির চেয়েও ভয়ংকর হয়ে। পহেলা বৈশাখের তাপদাহ বিকালের গরম খবর ছড়িয়ে পড়লো বাংলাদেশসহ বিশ্বের আনাচে কানাচে- বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর্থিক অনিয়মের দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফের বেতনভুক্ত সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে। পরবর্তী দুই বছর ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ১০ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে সোহাগকে। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ১৪ এপ্রিল এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
দেশের ফুটবল ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে বেশ কয়েকবছর ধরেই। সাবেক তারকা ফুটবলার কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটির দায়িত্ব-জ্ঞানহীন কর্মকা-ে লাল-সবুজের ফুটবল দিনের পর দিন পিছিয়ে পড়ছে। অতীতের তিন মেয়াদের মতো চতুর্থ মেয়াদে এসেও বিতর্কিত কাজী সালাউদ্দিন-আব্দুস সালাম মুর্শেদীরা। তাদের সেচ্ছাচারিতামূলক কাজে অতিষ্ট ফুটবল সংশ্লিষ্টরা। ফলে ক্রীড়ামোদীরা হস্তক্ষেপ চান ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাদের বক্তব্য, এখনও সময় আছে ফুটবলকে বাঁচানোর। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ‘আইসিইউ’তে থাকা বাংলাদেশের ফুটবল হয়তো বেঁচেও যেতে পারে। ফুটবলপ্রেমীরা মনে করছেন দেশের সম্মান নিয়ে বাফুফের যেসব শীর্ষ কর্তারা খেলছেন, তাদের শাস্তি হওয়া প্রয়োজন। তাদের বক্তব্য, যেহেতু আর্থিক অনিয়মের প্রমাণ পেয়ে ফিফা নিষিদ্ধ করেছে সাধারণ সম্পাদককে, তবে এই দায় শুধু সোহাগের একার নয়, বাফুফের অর্থ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর। তাকে শুধু ফিফা থেকে নিষিদ্ধই নয়, দেশের প্রচলিত আইনেও তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া প্রয়োজন। যাতে করে কোটি মানুষের প্রাণের খেলা এই ফুটবল নিয়ে আর কেউই ছেলেখেলা খেলতে না পারে।
নানা মহল থেকে কয়েক বছর ধরে বাফুফেতে অনিয়মের যে অভিযোগ উঠে আসছিল তার সত্যতার পক্ষে ৫১ পৃষ্ঠার বিষদ বিবৃতিতেই ‘আনুষ্ঠানিক স্বীকৃতি’ দিলো ফিফা। দুঃখজনক এ ঘটনার মধ্যে দিয়ে দেশের ফুটবল পড়লো আরো গভীর সংকটে। তবে প্রশ্ন থেকেই যায়, যে কারণে সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা সেই একই কারণে কি বাফুফের নির্বাচিত কমিটির দায়িত্বশীলরা অভিযুক্ত নন? অনুদানের অর্থ দিয়ে বাফুফের কেনাকাটায় সোহাগের বিরুদ্ধে গরমিলের যে অভিযোগ এনেছে ফিফার ইন্ডিপেন্ডেন্ট এথিক্স কমিটি, সেখানে কি বাফুফের দায়িত্বশীল কর্তার কোন ভূমিকা ছিলনা? ফিফার ক্রয়নীতি বলছে, যেকোনো কিছু কিনতে হলে নিতে হবে অন্তত তিনটি দরপত্র। এরপর সর্বনিম্ন দরদাতা পাবে কাজের দায়িত্ব। বাফুফেও সেটাই করেছে। কিন্তু ক্রয় রশিদসহ বাকি দুই কোটেশনে গরমিল পেয়েছে ফিফার অডিট দল। ক্রয় রশিদসহ বাকি দুই কোটেশনে গরমিল পেয়েই ফিফার ইন্ডিপেন্ডেন্ট এথিক্স কমিটির বিচারিক চেম্বার সেই অভিযোগের প্রতিবেদন প্রকাশ করে ১৪ এপ্রিল। যেখানে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে অনুদানের অর্থ নিয়ে মিথ্যা ও ভুয়া নথি ব্যবহারের কথা বলা হয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিবৃতিতে জানিয়েছে, বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য বা নথি সরবরাহের কারণে সোহাগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এসব তথ্য বা নথিতে শুধু যে সোহাগ স্বাক্ষর করেছেন তা কিন্তু নয়, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে আব্দুস সালাম মুর্শেদীও ওইসব নথিতে স্বাক্ষর করেছেন। ফিফাতে তথ্য পাঠানোর আগে তা যাচাই-বাছাই করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনও। তবে শুধু সোহাগ কেন নিষিদ্ধ হবেন? সালাউদ্দিন-সালাম মুর্শেদীরা কেন থাকবেন ধরা-ছোঁয়ার বাইরে? এ প্রশ্ন এখন দেশের কোটি ফুটবলভক্তের।
সালাউদ্দিন-সালামরা বিগত ১৫ বছর ধরে জাতির আবেগ নিয়ে খেলছেন। ফিফা-এএফসির অনুদানের অর্থ তারা দেশের ফুটবল উন্নয়নে যতটা না ব্যয় করেছেন, তারচেয়ে বেশি খরচ করেছেন নিজেদের ব্যাক্তিগত কাজে। এমন অভিযোগ দীর্ঘদিনের। ফুটবলবোদ্ধারা বলছেন, এই সালাউদ্দিন-সালামরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বছরের পর বছর বাফুফেতে চেয়ার আঁকড়ে ধরে আছেন। নারী ফুটবল দলের মিয়ানমার সফর বাতিল হওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল বাফুফে। এ নিয়ে ক্ষোভ ছিল বাফুফের মধ্যেই। কিন্তু সভাপতি কাজী সালাউদ্দিন এক বক্তব্য দিয়ে প্রতিপক্ষ বানিয়ে ফেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে। পরে এর মধ্যে জড়িয়ে পড়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিও।
সালাউদ্দিনের বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ ছিল বলে সরকারের উচ্চমহলও সেটা ভালোভাবে নেয়নি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিও একহাত নিয়েছেন সালাউদ্দিনকে। কেন জাতীয় নারী দলকে মিয়ানমার পাঠানো হয়নি, কেন সরকারকেও দোষারোপ করা হলো- এসব খতিয়ে দেখতে সংসদীয় কমিটি তদন্ত করার নির্দেশও দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। বাফুফে সভাপতির এক বক্তব্যে যখন চারদিকে আগুন জ্বলছে ঠিক তখনই সেই আগুনে ঘি ঢেলেছে ফিফা কতৃক বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের নিষিদ্ধ হওয়ার ঘটনা। অল্প কয়েকদিনের ব্যবধানে দেশের ফুটবলের অভিভাবক সংস্থার উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, তা এখন কিভাবে সামলাবেন সালাউদ্দিন-সালামরা?
বাফুফের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ফিফার এই কঠিন সিদ্ধান্ত কিন্তু হঠাৎ করেই আসেনি। এর আভাস মিলছিল অনেকদিন ধরেই। বেশ কয়েক বছর আগে থেকে অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করে ফিফা। কেনাকাটা থেকে শুরু করে অনেক বিষয়ে অনিয়মের প্রমাণ পেয়ে অবশেষে এমন সিদ্ধান্ত নেয় ফিফা। এর আগে অভিযোগের শুনানির জন্য বাফুফের সাধারণ সম্পাদক এবং আরও তিনজন বেতনভুক্ত কর্মকর্তাকে জুরিখে সদর দপ্তরে ডেকেছিল ফিফা।
এমনিতেই মাঠের পারফরম্যান্সে তালগোল পাকিয়ে ফেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে নামতে নামতে ১৯২তম স্থানে বাংলাদেশ। এখন দুর্নীতিতে জড়িয়ে পড়ে নিষিদ্ধ হয়েছেন সাধারণ সম্পাদক। এ সংকট কীভাবে কাটিয়ে উঠবে বাফুফে সেটাই এখন দেখার বিষয়। তবে সবকিছুর জন্য কাজী সালাউদ্দিন-সালাম মুর্শেদীদেরই দায়ি করছেন দেশের সাবেক তারকা ফুটবলাররা। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে শনিবার তারা ক্ষোভ প্রকাশ করেন সালাউদ্দিন-সালাম গংদের উপরই। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু বলেন, ‘এটা আমাদের পুরো জাতির জন্য লজ্জার বিষয়। আমার প্রশ্ন আর কত লজ্জা দিবেন সালাউদ্দিন-সালামরা। শুধু সোহাগই নিষিদ্ধ হবেন কেন? তাকে দিয়ে যারা অনৈতিক কাজগুলো করিয়েছেন তারা কেন থেকে যাবেন ফুটবলে?’
২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বাফুফের নির্বাহী কমিটিতে কাজ করেছেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। পরে তিনি পদত্যাগ করে বেরিয়ে আসেন। তিনি বলেন, এসব অনিয়ম নিয়ে অনেকদিন ধরেই সোচ্চার ছিলেন তারা, ‘আর্থিক অনিয়মে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ফিফা কর্তৃক নিষিদ্ধ হওয়া এই সত্যই তুলে ধরে যা আমরা অনেকদিন ধরেই বলে আসছিলাম। আমরা অনিয়ম নিয়ে বারবারই কথা বলেছি। এত বলেছি যে মানুষই এসব কথায় বিরক্ত হয়ে গেছে একটা সময়। কিন্তু আমি কাছ থেকে দেখেছি কীভাবে তারা টাকা চুরি করে।’
সাবেক এই তারকা জানান, অনিয়মের ব্যাপারে অবগত ছিলেন এমনকি সভাপতি কাজী সালাউদ্দিনও, ‘একদিন সভাপতি কাজী সালাউদ্দিন আমাকে ফোন করে বললেন সোহাগকে ভাউচার দিয়ে একাউন্টটা ঠিক করতে সাহায্য করতে। আমি সভাপতিকে জিজ্ঞেস করলাম, “আপনি আমি ছাড়া আর কাউকে পাননি”?’ বার্ষিক সাধারণ সভাতেও বিষয়টি ধামাচাপা দেওয়া হতো বলেও জানান আসলাম, ‘বাফুফের প্রতিটি সাধারণ সভায় তারা কাউন্সিলরদের এই নিয়ে দুর্বল ব্যাখ্যা দিয়ে আসছে।’
সংসদীয় কমিটির অধিকতর তদন্তের দাবি করেছেন আরেক সাবেক তারকা গাফফার। তার মতে বাফুদের দুর্নীতির আরও অনেক সত্য বেরিয়ে আসা বাকি, ‘দিনটি ছিল বাংলা নববর্ষ। কিন্তু এই দিনটি বাফুফে সাধারণ সম্পাদকের জন্য আমাদের সকলের লজ্জায় পরিণত হয়েছে। আমরা বাফুফে নির্বাচনের সময় এসব বলেছিলাম, এখন সত্যিটা বেরিয়ে এসেছে। আমার মনে হয় আরও সত্য আছে যা বেরিয়ে আসবে।’ এই কেলেঙ্কারির পর নিষিদ্ধ হওয়া সোহাগ যেন দেশের বাইরে যেতে না পারেন, সেই ব্যাপারেও সরকারকে উদ্যোগ নিতে আহবান জানিয়েছেন তিনি, ‘আমরা বাফুফের অনিয়ম নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির আরেকটি তদন্ত চাই। সোহাগ যাতে দেশের বাইরে পালাতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হোক।’
সাবেক তারকা গোলরক্ষক ওয়াহিদুজ্জামান পিন্টু বলেন, ‘বিশ্ব ক্রীড়াঙ্গনে আমরা আর লজ্জা পেতে চাই না। বাফুফের নানা বিতর্কিত কর্মকা-ের অবসান চাই আমরা। দেশের ফুটবলকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’ তবে সাধারণ সম্পাদকের নিষিদ্ধ হওয়া নিয়ে সাবেক তারকা ফুটবলার ও বাফুফের বর্তমান কমিটির সদস্য ইলিয়াস হোসেন কোন বক্তব্য দেননি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ