আসল নাটের গুরু সালাম মুর্শেদী
১৬ এপ্রিল ২০২৩, ০৯:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৬ পিএম
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর্থিক অনিয়মের দায়ে গত ১৪ এপ্রিল ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে। সোহাগের নিষিদ্ধ ইস্যুতে শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমি সোহাগের সঙ্গে কথা বলেছি, সে মনে করছে তার উপর অবিচার করা হয়েছে। সে আমাকে বলেছে যে, সে আন্তর্জাতিক ক্রীড়া আদালত যাবে।’ ফিফার তদন্ত প্রতিবেদনে বাফুফের নানা আর্থিক অসঙ্গতি ধরা পড়েছে। ফিফার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বাফুফে কোনো আইনগত সিদ্ধান্ত নেবে কিনা? এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছিলেন, ‘আর্থিক অনিয়মের কথা বলেনি ফিফা। কোড অফ এথিকস ও রেসপন্সবিলিটি এসব বিষয় রয়েছে। এখানে লুকানোর কিছু নেই। আমাকে বোর্ড মিটিং করতে হবে। তবে সোহাগের নিষিদ্ধের ব্যাপারে ফিফার সেক্রেটারির সঙ্গে কথা বলবো আমি।’ সালাউদ্দিনের এসব কথায় প্রমাণ মেলে যে, সোহাগের পাশে থাকবে বাফুফে।
কিন্তু ২৪ ঘণ্টা না পেরুতেই সুর পাল্টে গেছে বাফুফে সভাপতির। ভোল পাল্টে রোববার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান ফিফার ৫১ পৃষ্ঠার রায় পড়ে হতবাক তিনি। সালাউদ্দিন আরও জানান, সোহাগের বিরুদ্ধে ফিফার আর্থিক অনিয়মের অভিযোগের দায় ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে আব্দুস সালাম মুর্শেদীর উপরও পড়ে। বাফুফের সভাপতি সরাসরি স্বীকার করে নেন এই দায় এড়ানোর সুযোগ নেই সালামের। সালাউদ্দিন বলেন, ‘আমি লাইন বাই লাইন পড়েছি ফিফার প্রতিবেদনটি। পড়ে সত্যিই হতবাক হয়ে গিয়েছি। গফিলতির একটি সীমা আছে। যদি কেউ সীমাহীন গাফিলতি করে তাহলে এর দায় আমি কীভাবে নেব। যদিও বাফুফের প্রধান হিসেবে বলেছিলাম, সাধারণ সম্পাদকের নিষিদ্ধ ইস্যুতে আমি তার পাশে থাকব। কিন্তু ফিফার প্রতিবেদনটি পড়ে আমার কাছে মনে হয়েছে এর দায় আমি নিতে পাড়ি না, পাড়ি কি? তিনি আরও বলেন, ‘আমার পক্ষে তো সম্ভব না বাফুফের হিসাব বিভাগ থেকে শুরু করে সবকিছুর দেখভাল করা। যেহেতু বাফুফেতে আলাদা ফিন্যান্স কমিটি রয়েছে। যে কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। শনিবার ফিফার প্রতিবেদনটি পয়েন্ট বাই পয়েন্ট পড়ে দেখলাম সত্যিকার অর্থেই বিরাট গাফিলতি রয়েছে ফিন্যান্স কমিটিরও।’ সালাউদ্দিন বলেন, ‘আমি যখন বোর্ডের মিটিং করব, তখন অবশ্যই বিষয়টি নিয়ে বিষদ আলোচনা করে সিদ্ধান্ত নেব তদন্ত করার। আমি তদন্ত করে দেখতে চাই সত্যিকার অর্থে কে বা কারা অপরাধী।’
সালাউদ্দিনের এমন কথায়ই কিন্তু বেড়িয়ে এলো থলের বিড়াল। প্রমাণ মিলল আসল নাটের গুরু বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীই। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে ফিফা তার দায় সালাম মুর্শেদীরও। কারণ ফিফা সদর দফতরে যেসব মিথ্যা তথ্য বা নথি সরবরাহ করেছে বাফুফে সেসব তথ্য বা নথিতে শুধু যে সোহাগ স্বাক্ষর করেছেন তা কিন্তু নয়, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ স্বাক্ষর ছিল সালাম মুর্শেদীরও। ফিফাতে তথ্য পাঠানোর আগে তা যাচাই-বাছাই করেছেন কাজী সালাউদ্দিন নিজেও। তবে শুধু সোহাগ কেন নিষিদ্ধ হবেন? সালাউদ্দিন-সালাম মুর্শেদীরা কেন থাকবেন ধরাছোঁয়ার বাইরে? এ প্রশ্ন এখন দেশের কোটি ফুটবল ভক্তের। অভিযোগ রয়েছে বছরের পর বছর সালাম মুর্শেদী পর্দার আড়ালে থেকে সোহাগকে দিয়েই নানা অনৈতিক কর্মকাণ্ড ঘটিয়েছেন। মূলত কাজী সালাউদ্দিনের সরাসরি মদদেই সালাম-সোহাগরা বেপরোয়া হয়ে উঠেছিলেন। সালাউদ্দিন নিজের স্বার্থ হাসিলের জন্যই বলা যায় সালাম-সোহাগকে ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়ে রেখেছিলেন। বাফুফে সভাপতির মদদে ক্ষমতা হাতে পেয়ে অর্থ লোপাটসহ নানা কুকর্মে লিপ্ত হয়েছিলেন সোহাগ-সালামরা। তারা স্বপ্নেও ভাবেননি ফিফার শাস্তির কথা। তবে ফিফা সোহাগকে নিষিদ্ধ করায় ধীরে ধীরে টনক নড়ছে সালাউদ্দিনের। নিজেকে বাঁচাতে এখন তিনি ‘ইউ টার্ন’ নিচ্ছেন। যা তার চিরকালের স্বভাব- যখনই বিপদে পড়বেন, তখনই ভোল পাল্টে ফেলেন সালাউদ্দিন।
যাদের সঙ্গে বছরের পর বছর চলাফেরা করে নিজ স্বার্থ হাসিল করেছেন, বিপদে পড়লে মূহূর্তেই তাদের ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকে নিরাপদে রাখেন সালাউদ্দিন। এই যেমন বিপদ টের পেয়ে এখন ফিফার সুরেই কথা বলছেন তিনি। এ প্রসঙ্গে সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার বলেন,‘সালাউদ্দিন একজন মিথ্যাবাদি মানুষ। তিনি একেক সময় একেক কথা বলেন। যাকে সঙ্গে নিয়ে নানা কুকর্ম করেন, বিপদে পড়লে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেন সালাউদ্দিন। আমি ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে অনুরোধ করবো আপনারা দেশের ফুটবলকে বাঁচাতে সহসা সালাউদ্দিনকে পদত্যাগ করতে বলেন। আর তা যদি না হয়, তাহলে ফিফার কাছে বাফুফের এফিলিয়েশন হুমকির মুখে পড়বে।’ একই কথা বলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু ও শেখ মোহাম্মদ আসলামও। বাবলু বলেন, ‘বাফুফের সাধারণ সম্পাদক নিষিদ্ধ হয়েছেন, এটা আমাদের পুরো জাতির জন্য লজ্জার বিষয়। তবে শুধু সোহাগই নয়, শাস্তি পাওয়া উচিত সালাউদ্দিন-সালামদেরও। আমি জানি বিপদে পড়লে বাফুফের সভাপতি ঘুরে দাঁড়ান। এখন দেখছি সোহাগের ক্ষেত্রেও তাই করছেন উনি। পাশে থাকবেন বলে ‘ইউ টার্ন’ নিয়েছেন। এটা সালাউদ্দিনের চরিত্র।’ শেখ আসলাম বলেন, ‘বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ক্ষণে ক্ষণে ভোল পাল্টে ফেলেন। আমি মনে করি বাংলাদেশের ফুটবল আরও বড় লজ্জায় পড়ার আগে সালাউদ্দিনের উচিত বাফুফে থেকে পদত্যাগ করা। আমরা সাবেক ফুটবলাররা দেশের ফুটবলকে বাঁচাতে চাই। আর এর জন্য সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’
এমনিতেই মাঠের পারফরম্যান্সে তালগোল পাকিয়ে ফেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে নামতে নামতে ১৯২তম স্থানে বাংলাদেশ। এখন দুর্নীতিতে জড়িয়ে পড়ে নিষিদ্ধ হয়েছেন সাধারণ সম্পাদক। সবকিছুর জন্য কাজী সালাউদ্দিন-সালাম মুর্শেদীদেরই দায়ী করছেন দেশের সাবেক তারকা ফুটবলাররাসহ কোটি ফুটবলভক্ত। বিশেষ করে ফিনান্স কমিটির চেয়ারম্যান হিসেবে সালাম মুর্শেদীরই দায় সবচাইতে বেশি। বিগত ১৫ বছরের দায়িত্বকালে সালাম মুর্শেদী বাফুফেকে একটি টাকা দিয়েও সহযোগিতা করেননি। উল্টো দেশের ফুটবলের অভিভাবক সংস্থা থেকে কোটি কোটি টাকা লোপাটের জন্য বিভিন্ন নথি-পত্রে স্বাক্ষর করেছেন সালাম। ক্ষমতা হাসিলের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত থাকেন। যার প্রমাণ অতীতে পাওয়া গেছে। তবে এবার দেশের ফুটবলকে বিশ্ব দরবারে লজ্জিত করে যে অন্যায় করেছেন তাতে শুধু ফিফাই নয়, দেশের প্রচলিত আইনেও সালাউদ্দিন-সালাম মুর্শেদী গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কোটি ফুটবলপ্রেমী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ