রোনালদোদের কোচ হচ্ছেন জিদান বা মরিনহো!
১৬ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম
শুরু থেকেই যেন খুব একটা বনিবনা হচ্ছিলো না ক্রিস্টিয়ানো রোনালদো আর আল নাসের কোচ রুডি গার্সিয়ার। এমনকি রোনালদো দলে যোগ দেবার সময় ‘মেসিকেই বেশি পছন্দ আমার’ এমন মন্তব্য করেও বেশ আলোচিত হয়েছিলেন তিনি। সেই সাথে তারকায় ঠাসা দল নিয়েও মাঠের পারফরম্যান্স ভালো করতে পারেননি গার্সিয়া। তাই সব মিলিয়ে শেষমেষ আল নাসেরের চাকরিটা হারাতেই হলো তাকে। এখন প্রশ্ন হলো রোনালদোদের কোচ কে হচ্ছেন?
শুধু রোনালদোই নয়, ক্লাবের অন্য খেলোয়াড়দের সাথেও সম্পর্কের অবনতি হচ্ছিলো গার্সিয়ার। তার উপর যোগ হয়েছে সউদী লিগের পয়েন্ট টেবিলে ১১ নম্বরে থাকা দল আল ফেইহার সাথে ড্র করার ঘটনা। তাই আর কালক্ষেপন না করে গার্সিয়াকে বরখাস্তই করলো আল নাসের। অন্তঃবর্তী দায়িত্বটা তারা তুলে দিয়েছে ক্লাবের যুব দলের কোচ দিনকো জেলিচিচের হাতে। তবে পূর্ণকালীন দায়িত্ব পালনের জন্য কোচ খোঁজার কাজটা কোমড় বেধেই করছে আল নাসের।
রোনালদোর মত খেলোয়াড় যখন সউদী আরবের আল নাসেরের মত ক্লাবে যোগ দেন তখন সেই ক্লাবের অনেক কিছুই হবে তাকে কেন্দ্র করে সেটিই স্বাভাবিক। নতুন কোচ নিয়োগেও তাই আল নাসের রোনালদোর মতামতকে গুরুত্ব দেবে সেটিই অনুমেয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদে সাবেক কোচ জিনেদিন জিদান ও হোসে মরিনহোকে প্রস্তাব দেবার ব্যাপারে আলোচনা চলছে আল নাসেরে। গণমাধ্যম গুলোর তথ্য অনুযায়ী জিদান এবং মরিনহো দুইজনকেই আপাতত সম্ভাব্য লিস্টে রাখছে আল নাসের। সাবেক রিয়াল কিংবদন্তী জিদানকে ইতোমধ্যে মৌখিকভাবে প্রস্তাবও দেয়া হয়েছে। জিদানকে প্রস্তাব দেবার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করছেন রোনালদোই। সাবেক গুরুকে নিজের ক্লাবের কোচ হিসেবে দেখতে চাইছেন সিআর সেভেন।
তবে জিদানকে কোচ হিসেবে পাওয়াটা মোটেও সহজ হবে না আল নাসেরের জন্য। প্রথমত জিদান আপাতত কোনো ক্লাব দলের দায়িত্ব নেবেন কিনা সেটিই মূল আলোচনার বিষয়। কারণ ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তী বারবার জানিয়ে এসেছেন যে, ফ্রান্স দলের কোচ হওয়াটাই লক্ষ্য তার। সেই সাথে ইউরোপের সব বড় বড় ক্লাবও আগ্রহী জিদানের ব্যাপারে। যে রিয়াল মাদ্রিদের চাকরি ছাড়ার পর আর কোথাও কাজ করেননি জিদান সেই রিয়ালও নতুন করে চাইতে পারে জিদানকে। সামনের মৌসুমের রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়ে ক্লাব ছাড়লে জিদানকেও কোচ হবার প্রস্তাব দিতে পারে রিয়াল। এছাড়া ইংলিশ জায়ান্ট টটেনহাম হটস্পারও আগ্রহী জিদানের ব্যাপারে। আন্তেনিও কন্তের বিদায়ের পর খালিই পড়ে আছে তাদের কোচের পদটা।
এর আগেও আল নাসেরের দায়িত্ব নেবার গুঞ্জন ছিলো হোসে মরিনহোর। স্পোশাল ওয়ানে জন্য দুই মৌসুমের প্রায় ১০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাবও দিয়েছে আল নাসের। যদিও মরিনহোর পক্ষ থেকে এখনও কিছুই জানা যায় নি এ বিষয়ে। তাই শেষ পর্যন্ত কাকে আল নাসেরের ডাগ আউটে দেখা যাবে তা নিশ্চিত নয় এখনো। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর জিদান বা মরিনহো সউদী আরবের ফুটবলে যুক্ত হলে তা নিশ্চিতভাবেই বাড়তি মাত্রা যোগ করবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেট্রোকে থামিয়ে ফাইনালে রংপুর
৪৩ বছর পর কুয়েতে ভারতের প্রধানমন্ত্রী
আমরা আল্লাহর উপরে ভরসা করি, হাসিনার ভরসা ভারতে: দুলু
মন্ত্রিসভায় বড় রদবদল, কানাডায় কি ক্ষমতা ধরে রাখতে পারবেন ট্রুডো?
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি
ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের
কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড
নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা
পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!
আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির
সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত
কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন
রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
‘জনশক্তি’ নামে কোনও রাজনৈতিক দল নিয়ে কোনও আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি