সোহাগের গাড়ি এখন তুষারের দখলে, ঈদের পর পাচ্ছেন কক্ষ
১৮ এপ্রিল ২০২৩, ০৯:৫৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৭ পিএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ দায়িত্বকালে বাফুফে প্রদত্ত যে গাড়িটি ব্যবহার করতেন, তা এখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের দখলে। গত শুক্রবার সন্ধ্যায় ফিফা কর্তৃক নিষেধাজ্ঞার পর থেকেই সোহাগের গাড়ি মতিঝিলস্থ বাফুফে ভবনেই রয়েছে। ১৭ এপ্রিল বাফুফের নির্বাহী কমিটির সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন ইমরান হোসেন তুষার। তার এই নিয়োগের পরই সোহাগের ব্যবহৃত গাড়ি ও একজন গাড়ি চালক ইমরানের জন্য বরাদ্দ হয়েছে। সোমবার বিকালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগের সিদ্ধান্ত হলেও বাফুফের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি আনুষ্ঠানিকভাবে নানা কাগজে মঙ্গলবার স্বাক্ষর করেছেন। সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বাফুফে ভবনস্থ অফিস কক্ষ গত তিন দিন বন্ধ থাকলেও মঙ্গলবার তা খোলা হয়েছে। গত দশ বছর এই কক্ষ ব্যবহার করেছেন সোহাগ। সাবেক সাধারণ সম্পাদকের ব্যক্তিগত অনেক জিনিষপত্র রয়েছে এই কক্ষে, সেগুলো গোছানোর কাজ চলছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নামফলক এখনও বসানো হয়নি কক্ষের দরজায়। বুধ অথবা বৃহস্পতিবার এই নামফলক বসতে পারে। জানা গেছে শবে-কদর ও ঈদুল ফিতরের ছুটির পরই সাধারণ সম্পাদকের কক্ষে বসবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। অবশ্য ২০১১ সালে সোহাগ যখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছিলেন, তখন শুরুর দিকে আলাদা কক্ষ পাননি তিনি। কম্পিটিশন ম্যানেজারের চেয়ারে বসেই তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাতে হয়েছে।
তুষার এতদিন বসতেন সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কক্ষের লাগোয়া সামনের ছোট কক্ষে। ঈদের পর তিনি আলাদা কক্ষে বসবেন। তার নিয়মিত দায়িত্বের পাশাপাশি সাধারণ সম্পাদকের দায়িত্বটি অতিরিক্ত। এই দায়িত্বের জন্য তার সম্মানীও খানিকটা বাড়বে। দায়িত্ব পেয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মঙ্গলবার প্রথম দিন পার করেছেন তুষার। বাফুফের দাপ্তরিক বিভিন্ন বিষয় ধীরে ধীরে বুঝে নিচ্ছেন তিনি। এর পাশাপাশি এদিনই ফুটবলাঙ্গনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তার বহিঃপ্রকাশ ঘটেছে। মঙ্গলবার বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের পুরস্কার বিতরণ করেছেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে ইমরান হোসেন তুষার নিজ প্রতিক্রিয়ায় বলেন,‘সততা ও আন্তরিকতার সঙ্গে সবাইকে সঙ্গে নিয়েই বাফুফেকে এগিয়ে নিতে চাই। ফুটবল সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক