প্রাণের বার্সাতেই ফিরছেন মেসি!
২৪ এপ্রিল ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:৩০ পিএম
লিওনেল মেসি আর্জেন্টিনাকে নিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন গত ডিসেম্বর। দেশের হয়ে অসামান্য এই কীর্তি গড়ার পর, স্বাভাবিকভাবেই সবার ধারণা ছিল ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন বাঁ পায়ের এই জাদুকর। তবে বর্তমান চুক্তির মেয়াদের আর মাত্র মাস দুয়েক বাকি থাকলেও নবায়ন নিয়ে এখনও কোনো পাকা খবর আসেনি। এসবের মধ্যে গুঞ্জন আছে আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি ফিরতে পারেন তার সাবেক ক্লাব বার্সেলোনাতে। সেই পালা নতুন হাওয়া লেগেছে এই শনিবার মেসিকে কাতালান এয়ারপোর্টে দেখার পর। স্প্যানিশ গণমাধ্যমের সাবি, মেসির অতি গোপনীয় এই সফরে সঙ্গে তাঁর পরিবারের সবাই ও ১৫টি স্যুটকেস।
গত মাসে শোনা গিয়েছিল এক সময়কার ক্লাব সতীর্থ এবং বর্তমান বার্সা কোচ জাভি হার্নান্দেজ নাকি মেসিকে ফিরে পেতে উদগ্রীব হয়ে আছে। মাঝে বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইউস্তোও ৭ বারের ব্যালন ডি-অর জয়ী ফুটবলারকে ন্যু ক্যাম্পে ফেরানোর চেষ্টার ব্যাপারে মুখ খুলেছিলেন। এসবের মাঝেই হঠাৎ করে মেসি ঝটিকা সফর করলেন বার্সালোনায়। এরপরই আর্জেন্টাইন তারকার শৈশবের ক্লাবে ফেরা নিয়ে চলা গুঞ্জনে নতুন করে ডালপালা গজিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার খুব গোপনেই স্পেনের এল প্রাট বিমানবন্দরে ১৫টি স্যুটকেস নিয়ে সপরিবারে পা রাখেন মেসি। সেই সঙ্গে ছিলেন দীর্ঘদিনের দেহরক্ষী এবং উপদেষ্টা পেপে কস্তা। পরে খুব গোপনেই পরিবারকে সঙ্গে নিয়ে পেছনের দরজা দিয়ে বিমানবন্দর ছাড়েন মেসি। কিন্তু সেটি শুধুমাত্র ভক্তদের চোখ এড়াতে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিই এখন রহস্য।
মাত্র ১৩ বছর বয়সে বার্সালোনার একাডেমি লা-মাসিয়ায় যোগ দেওয়ার মাধ্যমে বার্সেলোনায় পা রেখেছিলেন মেসি। এরপর থেকে দিন যত এগিয়েছে, ততই কাতালান ক্লাবটির সমার্থক হয়ে উঠেছিলেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসির গায়ে বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবের জার্সি দেখতে হবে, এক সময় এমনটা দূরতম কল্পনায়ও আনেননি ফুটবলপ্রেমীরা। কিন্তু ফুটবল বিশ্বের চোখ কপালে তুলে দিয়ে বছর দেড়েক আগে বার্সেলোনা ছাড়তে হয় আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। ২১ বছরের বন্ধন ছিন্ন করে বার্সেলোনা ছাড়ার পর ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। প্যারিসিয়ানদের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। ফরাসি ক্লাবটির হয়ে প্রথম মৌসুমটি হতাশাজনক গেলেও চলমান মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি।
গত ডিসেম্বর পর্যন্ত পিএসজির সঙ্গে মেসির চুক্তি নবায়নটিকে শুধু সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। তবে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই বিষয়টি আর আলোর মুখ দেখেনি। বেশ কয়েকবার একসঙ্গে বসেও কোনোবারই ঐক্যমতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তারই পরিপ্রেক্ষিতে পরের মৌসুমে মেসিকে পিএসজির জার্সিতে দেখা যাবে, নাকি তিনি অন্য কোনো গন্তব্যে পা রাখবেন, তা নিয়ে কানাঘুষা চলছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত