বাংলাদেশের কাছে বিধ্বস্ত তুর্কমেনিস্তান
২৬ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৭ পিএম
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) তত্ত্বাবধানে ও সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনের (এসএফএফ) ব্যবস্থাপনায় এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয়েছে তুর্কমেনিস্তান। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে উড়িয়ে দেয় তুর্কমেনিস্তানকে। ম্যাচের প্রথমার্ধে লাল-সবুজের মেয়েরা ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল।
বুধবার ফেভারিট হিসেবেই তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ শুরু করেছিল প্রথমবার বিদেশের মাটিতে খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। বড় জয় দিয়ে টুর্নামেন্টের শুরুটাও তারা করেছে ফেভারিটের মতোই। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে রুমা আক্তাররা বিরতির আগেই তিন গোল আদায় করে নেন। দ্বিতীয়ার্ধে তারা যোগ করেন আরও তিন গোল। ফলে ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় ৬-০।
ছন্দময় ফুটবল খেলে ম্যাচের ৩ মিনিটে পূজা দাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা (২-০)। ম্যাচের ৩৯ মিনিটে অধিনায়ক রুমা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লাল-সবুজের মেয়েরা। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় বাংলাদেশ। ৫৩ মিনিটে থুইনু মারমা নিজের দ্বিতীয় গোল করলে দল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ৬০ মিনিটে সুরভী আকন্দ প্রীতির পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরও বড় করেন (৫-০)। পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েদের দারুণ খেলা মনভরে উপভোগ করেন জালান বেসার স্টেডিয়ামে উপস্থিত কয়েক’শ সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীরা। তারা জাতীয় পতাকা হাতে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ ধ্বনিতে মাতিয়ে তোলেন গোটা স্টেডিয়াম। তাদের চিৎকার ও করতালিতে উজ্জীবিত হয়েই একের পর এক গোল করেন লাল-সবুজের মেয়েরা। ম্যাচের ৮২ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল পায় বাংলাদেশ। স্পট কিক থেকে তৃষ্ণা গোল করলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় বিজয়ী দল। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামী ৩০ এপ্রিল গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র