ফুটবলেও ছিল অ্যাশেজ!
২৬ এপ্রিল ২০২৩, ১০:১৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫২ এএম
সেই কবে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয়ভাবে হারের পর ইংলিশ ক্রিকেটের ‘মৃত্যু’তে অবিচুয়ারি লিখেছিল একটি পত্রিকা। আর ইংলিশ ক্রিকেটের মৃত্যুর প্রতীক হিসেবে বেল পুড়িয়ে ভস্মাধার পূর্ণ করা করা হয়েছিল। সেই ভস্ম থেকেই তো ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টেস্ট দ্বৈরথটা অ্যাশেজের আগুনে লড়াই হয়ে গেছে। এবার খোঁজ মিলেছে আরেক অ্যাশেজের। এই অ্যাশেজ ফুটবলের এবং এই অ্যাশেজেও জড়িয়ে অস্ট্রেলিয়ার নাম। তবে ইংল্যান্ড নয়, ফুটবলের ভস্মাধারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ তাসমান প্রতিবেশী নিউজিল্যান্ড।
তবে এত দিন এটি নিয়ে আলোচনা হয়নি কারণ, অ্যাশেজটা যে হারিয়ে গিয়েছিল! প্রায় ৭০ বছর কোনো হদিস ছিল না সেটির। গতপরশু অস্ট্রেলিয়ার ফুটবল-সংশ্লিষ্টরা জানিয়েছেন হারিয়ে যাওয়া ফুটবল অ্যাশেজ বা ভস্মাধার খুঁজে পেয়েছেন তারা। ক্রিকেটের ভস্মাধারের মতো নয় এটি। এই ভস্মাধারটি একটু অন্য রকম। অলংকৃত কাঠের একটি বাক্সের ভেতরে ছোট একটি রুপালি রঙের রেজর কেস, সেটির মধ্যে ১৯২৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রথম ফুটবল ম্যাচের দুই অধিনায়কের সিগারেটের পোড়া ছাই। প্রথম বিশ্বযুদ্ধে গ্যালিপলি রণক্ষেত্রের এক সৈনিকের রেজর কেস এটি। ১৯৫৪ সালে হারিয়ে গিয়েছিল ফুটবলের ‘অ্যানজাক সকার ট্রফি’ নামে পরিচিত এই অ্যাশেজ।
প্রথম বিশ্বযুদ্ধে গ্যালিপলিতে যুদ্ধ করা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সৈনিকদের স্মরণে ২৫ এপ্রিল অ্যানজাক ডে পালন করা হয় দেশ দুটিতে। আজ সেই অ্যানজাক দিবসেই ‘অ্যাশেজ’ খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছে ফুটবল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ফুটবল ইতিহাসবিদ ট্রেভর টম্পসন এটিকে দেশটির ফুটবলের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বর্ণনা করেছেন।
হারিয়ে যাওয়া ভস্মাধারটি খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া ফুটবলের সাবেক চেয়ারম্যান সিডনি স্টোরির পরিবার। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মৈত্রীর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে ভস্মাধারটিকে, ‘এটা শুধুই একটি ট্রফি নয়, এটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের একসঙ্গে কাজ করার প্রতীক। এটাকে কীভাবে ব্যবহার করা হবে, সেটি একান্তই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যাপার। এটাকে যে পাওয়া গেছে সেটিই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা