এক আর্জেন্টাইনে বিধ্বস্ত রিয়াল
২৬ এপ্রিল ২০২৩, ১০:১৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৩ এএম
সব শেষ এমন হইচই ফেলে দিয়েছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্দোভস্কি। দশ বছর আগে তিনি এক ম্যাচেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেয়েছিলেন চার গোল। দল হিসেবেই যেখানে রিয়ালের জালে চার গোল দেয়া স্বপ্নের মতো ব্যাপার, সেখানে ম্যাচে একাই মাদ্রিদের বিপক্ষে চার গোল পাওয়া মানে ভয়ংকর সুন্দর কিছু করে ফেলা। পরশু রাতে আবারও একই কান্ড করে বসলেন জিরোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোস। তার একক নৈপুণ্যেই লা লিগার ম্যাচে রিয়ালকে ৪-২ গোলে ধসিয়ে দিয়েছে জিরোনা। যার ফলে লিগার শিরোপার দৌড় থেকেও প্রায় ছিটকে পড়েছে লস ব্ল্যাঙ্কসরা। আর কাস্তেয়ানোসের চার গোলের প্রভাব এতটাই তিক্ত যে, ম্যাচ শেষে রিয়ালের ইতালিয়ান ম্যানেজার কার্লো আনচেলত্তিকে ক্ষমা চাইতে হলো। লা লিগায় চলতি মৌসুমে রিয়ালের অবস্থা সুবিধার নয়। জিরোনার বিপক্ষে মাঠে নামার আগে তাদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে ছিল মাদ্রিদ।
কোথায় সে ব্যবধান ঘুচিয়ে আনবে, উল্টো জিরোনার মাঠে তারা হেরে গেল এক হালি গোল হজম করে। ঘরের মাঠ এস্তাদিও মন্তেলিভিতে রিয়ালকে শাসন করে জিরোনাকে জয় এনে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার কাস্তেয়ানোস। ম্যাচের ২৪ মিনিটের মধ্যেই তার ২ গোলে সফরকারীদের খাদের কিনারে ঠেলে দেয় জিরোনা। ৩৪ মিনিটে এক গোল শোধ করে লস ব্ল্যাঙ্কোসদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে বিরতির পর খেলার শুরু হতেই আবারও মাদ্রিদের গোলমুখে হানা দেন কাস্তেয়ানোস। হ্যাটট্রিক করেই দমে যাননি এই আর্জেন্টিনাইন। ম্যাচের ৬২ মিনিটে আরও একবার মাদ্রিদের জাল কাঁপিয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে ম্যাচে অন্তত চার গোল করা দশম খেলোয়াড় এই ২৪ বছর বয়সী ফুটবলার। অথচ এই মৌসুম শুরুর আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব নিউইয়র্ক সিটি এফসি কাস্তেয়ানোসকে ধারে পাঠায় জিরোনাতে। ম্যাচের ৮৫ মিনিটে রিয়ালের হয়ে আরেকটি গোল শোধ করেছিলেন লুকাস ভাসকেস।
তবে তাতে শুধু ব্যবধানই যা কমেছে, হারের লজ্জা ঘোচেনি। এমন হারের পর সমর্থকদের কাছে কড়জোরে ক্ষমা প্রার্থনা ছাড়া উপায় ছিল না আনচেলত্তির কাছে, ‘এই ম্যাচ মাদ্রিদকে বোঝায় না। আমরা ক্ষমা চাইছি।’ ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে, তাও এক ম্যাচ কম খেলে। কাস্তেয়ানোসের আগে সর্বশেষ ঠিক দশ বছর আগে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগে লেভান্দোভস্কি বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে মাদ্রিদের জালে একাই চারবার বল পাঠিয়েছিলেন। আর এই শতাব্দীতে লা লিগার ক্লাব গুলোর মাঝে রিয়াল জারাগোজার আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড দিয়েগো মিলিতো ২০০৬ সালে চার বাল জালের সন্ধান পান রিয়ালের বিপক্ষে। আর কাস্তেয়ানোসের পূর্বে লা লিগার ম্যাচে রিয়ালের বিপক্ষে চার গোলের কীর্তি গড়েছিলেন এস্তেভান এচেভেরিয়া। ১৯৪৭ সালের সেই ম্যাচে ওভিয়েদোর হয়ে এচেভেরিয়া গোল পেয়েছিলন পাঁচটি!
ম্যাচে রিয়ালের বিপক্ষে চারের অধিক গোল পাওয়া ফুটবলারসাল ফুটবলার ক্লাব গোল১৯২৬ হোসেপ সামিতিয়ের বার্সেলোনা ৪১৯২৯ কার্লেস বেসতিত দিপোর্তিভো ৪১৯৩৫ মার্তি ভেনতোলরা বার্সেলোনা ৪১৯৪০ মার্তিনেস কাতালা ওভিয়েদো ৪১৯৪৪ এমিলিন গার্সিয়া ওভিয়েদো ৪১৯৪৭ এস্তেভান এচেভেরিয়া ওভিয়েদো ৫১৯৫৭ ইউলোহিও মার্তিনেজ বার্সেলোনা ৪ ২০০৬ দিয়াগো মিলিতো জারাগোজা ৪২০১৩ রবার্ট লেভান্দোভস্কি ডর্টমুন্ড ৪২০২৩ ভালেন্তিন কাস্তেয়ানোস জিরোনা ৪
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ