দিয়াবাতে ম্যাজিকে চট্টগ্রাম আবাহনীকে হারালো মোহামেডান
২৯ এপ্রিল ২০২৩, ০৯:০৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৮ পিএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তেরতম ম্যাচে মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলায়মানে দিয়াবাতের ম্যাজিকে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে হারালো ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে নবাগত ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড বড় ব্যবধানে হারিয়েছে আরেক নবাগত আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে। শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ী দলের পক্ষে দিয়াবাতে দু’টি গোল করেন। চট্টগ্রাম আবাহনীর হয়ে এক গোল শোধ দেন মো. তারেক।
মুন্সিগঞ্জে হোম ম্যাচে চট্টগ্রাম আবাহনী প্রথমার্ধর পুরোটা সময় আটকে রাখে মোহামেডানকে। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। তবে দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে টানা দুই গোল করে ম্যাচটা নিজেদের করে নেয় সাদাকালোরা। গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল মোহামেডান। ফলে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে একের পর এক গোলের সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৫৯ মিনিটে মোহামেডানের উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফারভের শট বক্সের ভেতর হাতে লাগে চট্টগ্রাম আবাহনীর এক ফুটবলারের। পেনাল্টির আবেদন করে মোহামেডান। রেফারি এম, জেড, এফ নাহিদ পেনাল্টির সিদ্ধান্ত দিলে ৬০ মিনিটে স্পট কিক থেকে গোল করেন সুলায়মানে দিয়াবাতে (১-০)। পরের মিনিটে চট্টগ্রামের মোস্তফা আবদুল খালেক মোহামেডানের বক্সে বল পাঠালেও তা ক্লিয়ার করে সাদাকালোদের রক্ষণভাগ। ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় মোহামেডান। এসময় ডান প্রান্ত থেকে শাহরিয়ার ইমনের পাসে বল পেয়ে পোস্টের খুব কাছ থেকেই তা ডান পায়ে প্রতিপক্ষের জালে ঠেলে দেন দিয়াবাতে। তার পাশেই দাড়িয়ে থাকা চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক চেষ্টা করেও বলের নাগাল পাননি (২-০)। অফসাইডের আবেদন করেছিল চট্টগ্রাম আবাহনী। তবে রেফারি এতে কর্ণপাত করেননি। সাত মিনিট পর গোল করার দারুণ সুযোগ এসেছিল চট্টগ্রাম আবাহনী। এসময় বক্সে ফাকায় বল পেয়েছিলেন মোস্তফা। তবে তার শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ম্যাচের ৮১ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয় সুলেমান দিয়াবাতেরও। প্রায় মাঝ মাঠ থেকে লম্বা পাস বাড়ান মোজাফফারভ। বল নিয়ে হেড দিয়ে বক্সে সামনে নিয়ে যান দিয়াবাতে। গোলরক্ষককে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়ে পোস্ট লক্ষ্য করে শটও নিয়েছিলেন তিনি। কিন্তু অল্পের জন্য তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে বক্সের কাছেই ফ্রি কিক পায় চট্টগ্রাম আবাহনী। তারেক ফ্রি কিক থেকে দারুণ শটে গোল করে ব্যবধান কমান (১-২)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সাদাকালোরা। এই জয়ে এক লাফে তালিকার তৃতীয় স্থানে উঠে এলো মোহামেডান। ১৩ ম্যাচে পাঁচ জয় এবং চারটি করে ড্র ও হারে তাদের পয়েন্ট ১৯। এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনী এক জয়, ছয় ড্র ও পাঁচ হারে ৯ পয়েন্ট নিয়ে রয়েছে দশম স্থানে।
এদিন রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে ফর্টিস ফুটবল ক্লাব ৪-০ গোলে হারায় আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে। ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায় আমীর উদ্দিন শরীফির গোলে লিড নেয় ফর্টিস (১-০)। ৭১ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড গাইরা জোফ ব্যবধান বাড়ান (২-০)। ম্যাচের ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গাম্বিয়ান ফরোয়ার্ড পি এ ওমর ফর্টিসের হয়ে তৃতীয় গোলটি করেন (৩-০)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৪মিনিট) শাখাওয়াত রনি গোল করে ফর্টিসের বড় জয় নিশ্চিত করেন (৪-০)।
ম্যাচ জিতে ১৩ খেলায় তিন জয়, ছয় ড্র ও চার হারে ১৫ পয়েন্ট পেয়ে তালিকার সপ্তম স্থানে ফর্টিস। এক ম্যাচ কম খেলে তিন ড্র ও নয় হারে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তালানীতেই আজমপুর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট
জাতীয় পার্টির সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে দিল জনতা
দেড় যুগ পর ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বালুঘড়ি - দ্য স্যান্ড ক্লক’
মারিয়াম নওয়াজের চিকিৎসা দাবির সত্যতা নিয়ে বিদেশি সংবাদমাধ্যমের প্রশ্ন
তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা
রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে
ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল
যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী
অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত