গ্রুপ সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
৩০ এপ্রিল ২০২৩, ০৯:১১ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:০৪ এএম
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে ‘ডি’ গ্রুপ সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে স্বাগতিকদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দুটি ও সুলতানা আক্তার একটি গোল করেন।
গত বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে বিধ্বস্ত করে মিশন শুরু করেছিল লাল-সবুজের মেয়েরা। পরের ম্যাচে সিঙ্গাপুরকে হারাতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল তারা। ম্যাচের আগের দিন শনিবার সেই প্রত্যাশাই ব্যক্ত করেছিলেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। অবশেষে কোচের আস্থার প্রতিদান দিলেন ফুটবলাররা। সিঙ্গাপুরকে তাদের মাঠেই অনেকটা নাস্তা-নাবুদ করেই ছাড়লেন রুমা আক্তাররা।
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব হলেও সিঙ্গাপুরে অবস্থানরত কয়েক হাজার বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মাঝে এই ম্যাচ নিয়ে ছিল দারুণ উš§াদনা। বিশেষ করে প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে হাফডজন গোলে উড়িয়ে দেয়ার পর বাংলাদেশের মেয়েদের খেলা নিয়ে আগ্রহ বাড়ে প্রবাসি বাংলাদেশিদের মধ্যে। তাই রোববার ৫ হাজার দর্শকধারণ ক্ষমতার জালান বেসার স্টেডিয়াম ছিল বাংলাদেশের দর্শকে পরিপূর্ণ। গ্যালারিতে বসে বাংলাদেশি প্রবাসীরা ‘বাংলাদেশ. বাংলাদেশ’ ধ্বনিতে রুমা-প্রীতিদের উৎসাহ দিয়েছেন পুরো ম্যাচ জুড়েই। স্বদেশিদের উৎসাহে অসাধারণ ফুটবল খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা। ম্যাচে তারা স্বাগতিক সিঙ্গাপুরের উপর যথেষ্ট প্রাধান্য বিস্তার করেই খেলেছে। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রেখে খেলতে থাকে বাংলাদেশ। সিঙ্গাপুরের সীমানায় বল নিয়ে ঢুকলেই বার বার বাধার সম্মুখিন হয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। তারপরও তারা হাল ছাড়েন নি। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে একে এক তিনটি গোল করে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। এসময় স্পট কিক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি (১-০)। এগিয়ে থেকেই বিরতিতে গিয়ে দ্বিতীয়ার্ধে আরও দু’গোল আদায় করে নেয় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের ফরোয়ার্ডদের আক্রমণে প্রায় দিশেহারা সিঙ্গাপুরের রক্ষণভাগ। ফলে ম্যাচের ৫৫ মিনিটে আরও একটি পেনাল্টি পায় কোচ গোলাম রব্বনীর শিষ্যরা। পেনাল্টি থেকে গোল আদায় করে বাংলাদেশের ব্যবধান দ্বিগুন করেন সেই সুরভী আকন্দ প্রীতিই (২-০)। আগের ম্যাচে ইনজুরিতে পড়ায় এই ম্যাচে সুরভীর খেলা নিয়ে আশংকা তৈরী হয়েছিল। কিন্তু সব শংকা দূরে ঠেলে মাঠে নেমে অসাধারণ ফুটবল খেলেন তিনি। তার জোড়া গোলেই উজ্জীবিত হন সতীর্থরা। তারা পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করে ব্যতিব্যস্ত রাখে সিঙ্গাপুরের রক্ষণদূর্গকে। বলা যায় ম্যাচে কোনো রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেনি স্বাগতিকরা। আক্রমণের ধারা অব্যহত রেখেই ম্যাচের ৬২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। এসময় সুলতানা আক্তার অসাধারণ এক গোল করলে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ দল (৩-০)। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় সহজ জয়ে সিঙ্গাপুরকে কাঁদিয়ে টুর্নামেন্টের পরের রাউন্ডে নাম লেখায় লাল-সবুজরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল্লাহর জানাজা অনুষ্ঠিত
বেলুচিস্তানের হারনাইয়ে সেনাবাহিনীর অভিযান, ২ সেনাসহ ৩ সন্ত্রাসী নিহত
অবশেষে চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
অন্তর্বর্তী সরকার হোঁচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট
জাতীয় পার্টির সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে দিল জনতা
দেড় যুগ পর ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বালুঘড়ি - দ্য স্যান্ড ক্লক’
মারিয়াম নওয়াজের চিকিৎসা দাবির সত্যতা নিয়ে বিদেশি সংবাদমাধ্যমের প্রশ্ন
তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা
রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে
ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল
যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী