ফেডারেশন কাপের সেমিফাইনালে শেখ রাসেল
০২ মে ২০২৩, ০৯:০৯ পিএম | আপডেট: ০৩ মে ২০২৩, ১২:০১ এএম
চতুর্থ দল হিসেবে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের সেমিফাইনালে নাম লেখালো দশজনের দল শেখ রাসেল ক্রীড়া চক্র। মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেখ রাসেল ১-০ গোলে গত আসরের রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু।
মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল শেখ রাসেল। তারা আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে বিরতির আগেই বেশ ক’টি গোলের সুযোগ তৈরি করে। যার একটি থেকে কাঙ্খিত গোলের দেখা যায় দলটি। ম্যাচের ১৪ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে বল পেয়ে এমফন উদোহ বাঁ দিক দিয়ে রহমতগঞ্জের ডি-বক্সে ঢুকে কাট ব্যাক করেন। গোলমুখে কড়া পাহারায় ছিলেন না কেনেথ ইকেচুকু। বল পেয়েই তিনি বুদ্ধিদ্বীপ্ত ফ্লিকে গোল করে শেখ রাসেলকে এগিয়ে নেন (১-০)। ম্যাচের ৩১ মিনিটেও একটি ভালো সুযোগ পায় শেখ রাসেল। কিন্তু চার্লস দিদিয়েরের লং পাস ধরে মোহাম্মদ ইব্রাহিম ঠিকঠাক শট নিতে পারেননি। এরপর বক্সে বল পাওয়া ইকেচুকুও পারেননি বলের নিয়ন্ত্রণ নিতে। শেষ পর্যন্ত বল যায় জামাল ভূঁইয়ার পায়ে। তিনি ভলি শট নিলে বল যায় ক্রসবারের উপর দিয়ে। এগিয়ে থেকেই বিরতিতে যায় বিজয়ীরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দশজনের দলে পরিণত হয় তারা। ম্যাচের ৫৮ মিনিটে রহমতগঞ্জের আল আমিনকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ রাসেলের ডিফেন্ডার আবিদ আহমেদ। এর তিন মিনিট আগেই প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ধাক্কা দিয়ে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি। ম্যাচের বাকি সময় দশজনের শেখ রাসেলের বিপক্ষে সমতা আনতে পারেনি রহমতগঞ্জ। ফলে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। আগামী ৯ মে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। খেলাটি হবে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। পরের সপ্তাহে ১৬ মে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র। ৩০ মে এখানেই অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ফাইনাল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেড় যুগ পর ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘বালুঘড়ি - দ্য স্যান্ড ক্লক’
মারিয়াম নওয়াজের চিকিৎসা দাবির সত্যতা নিয়ে বিদেশি সংবাদমাধ্যমের প্রশ্ন
তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা
রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে
ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল
যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী
অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের