কাজ শুরু না করেই তদন্ত কমিটির সময় বাড়ল!
০২ মে ২০২৩, ০৯:১৭ পিএম | আপডেট: ০৩ মে ২০২৩, ১২:০১ এএম
আর্থিক অনিয়ম ও তথ্য গোপন করার অপরাধে গত ১৪ এপ্রিল ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে। সঙ্গে তাকে করা হয় প্রায় ১২ লাখ টাকা জরিমানাও। এ খবরে যেন পহেলা বৈশাখের দিন কাল বৈশাখী ঝড় বয়ে যায় দেশের ফুটবাঙ্গনে। উদ্ভুত পরিস্থিতিতে ১৭ এপ্রিল কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা ডেকে সোহাগকে আজীবন নিষিদ্ধ করে বাফুফে। সেই সঙ্গে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দুর্নীতির তদন্ত করার নির্দেশ দেন বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। সাংবাদিকদের জানানো হয় যে, এই কমিটি ৩০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিবে। হিসেব অনুযায়ী এই তদন্ত কমিটির প্রতিবেদন দেয়ার কথা আগামী ১৭ মে। তবে অবাক হলেও সত্য যে, এখনো কাজ শুরুই করেনি তদন্ত কমিটি । উপরন্তু কাজ শুরু না করেই সময় বাড়ল এই কমিটির! কাজ শুরুর পর থেকে কমিটিকে আরও ৩০ দিনের সময় দেওয়া হয়েছে মঙ্গলবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায়। সভা শেষে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘আমাদের তদন্ত কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ গতকাল (সোমবার) দেশে ফিরেছেন। তিনি ফিরে আসায় দুদিনে মধ্যে কাজ শুরু করবে তদন্ত কমিটি। ৩০ দিন লাগবে।’ সভাপতির মুখ থেকে কথা কেড়ে নিয়ে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘তদন্ত কমিটি যেদিন থেকে কাজ শুরু করবে সেদিন থেকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে।’ তাহলে ১৭ এপ্রিল সভাপতির ঘোষিত ৩০ দিন এখনো শুরুই হয়নি। কমিটির দুই সদস্য বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও আতাউর রহমান ভূঁইয়া মানিক পদত্যাগ করেছেন। এখন ১০ সদস্যের তদন্ত কমিটির আকার ছোট হয়ে নেমে এসেছে আটে। পরিধি বাড়বে কিনা জানতে চাইলে কাজী নাবিল আহমেদ বলেন, ‘কমিটিতে আর কেউ আসবে না। যারা আছে তারাই থাকবে। এই আটজনই তদন্ত করবে।’
সালাউদ্দিন আরও বলেন, ‘সাফে মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে মেয়েরা। এ জন্য সবাই তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। মেয়েদের জন্য ফ্রাঞ্চাইজি লিগের আয়োজন হয়েছে। যা আমরা আজ (মঙ্গলবার) অনুমোদন দিলাম। এই লিগ নিয়ে কে স্পোর্টস যে প্রেজেন্টেশন দিয়েছে, তা খুব ভালো। মাঠে কি হয় এখন তাই দেখার বিষয়। লিগ খেললে মেয়েরা পয়সা পায়। বিদেশিদের সঙ্গে খেললে মেয়েদের ভবিষ্যত উজ্জল হবে।’ তিনি যোগ করেন, ‘ফিফা ফরোয়ার্ডের একটি ফান্ড ছিল। তা আমরা ব্যবহার করতে পারিনি। আরেকটি ফান্ড আসছে। কক্সবাজারে জমি পেয়েছি। এখন জমির উপর ডিজাইন করতে হবে। ফিফাকে পাঠালে ফিফা অর্থ ছাড় দেবে। আজকে (মঙ্গলবার) বোর্ডে সিদ্ধান্ত দিয়েছি ওপেন টেন্ডারে যাবে।’
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও আরামবাগে বাফুফের দুটি কৃত্রিম মাঠ রয়েছে। এ বিষয়ে সালাউদ্দিনের কথা, ‘বাফুফের দুটি টার্ফ আছে। যদিও অবস্থা ভাল নয়। দশ বছরের চুক্তি ছিল। নয় বছর হয়ে গেছে। আর দুই বছর বাড়িয়ে দিলেই পরের ফান্ড পাওয়া যাবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মারিয়াম নওয়াজের চিকিৎসা দাবির সত্যতা নিয়ে বিদেশি সংবাদমাধ্যমের প্রশ্ন
তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা
রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে
ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল
যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী
অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল