সালাউদ্দিনের মন্তব্যে প্রতিবাদের ঝড়
০৩ মে ২০২৩, ১০:২০ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০০ এএম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে দেশের সাংবাদিক সমাজে। তার এহেন মন্তব্যে ফুঁসছেন সাংবাদিকরা। গতকাল ভিন্ন ভিন্ন বার্তায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)। সালাউদ্দিনের কুরুচিপূর্ণ মন্তব্যের ইস্যু শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকেনি, তিনি হারালেন বিএসপিএ’র সম্মানীয় সদস্যপদও। তাকে সম্মানীয় সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বিএসপিএ। ২০১২ সালে সাবেক তারকা ফুটবলার হিসেবে সালাউদ্দিনকে সম্মানীয় সদস্য পদ দেয় বিএসপিএ। কিন্তু সাংবাদিকদের নিয়ে গতপরশু কুরুচিপূর্ণ মন্তব্য করার পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কাল বাফুফে সভাপতিকে সেই সদস্যপদ থেকে বহিষ্কার করেছে ক্রীড়া সাংবাদিকদের প্রচীন সংগঠন বিএসপিএ। এছাড়া কাল সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলড হয়েছেন বাফুফের চারবারের সভাপতি কাজী সালাউদ্দিন।
এর আগে ২ মে বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদ সম্মেলনের আগে সালাউদ্দিন তাচ্ছিল্যের সঙ্গে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদকে বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে, আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো, তারা বাপের ফটো পাঠাবে জুতা পরা, ঠিক আছে। এটা ম্যান্ডাটরি, বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’ এমন মন্তব্যের পরে যদিও দু:প্রকাশ করেছিলেন সালাউদ্দিন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়েই গেছে, সালাউদ্দিনের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও রেকর্ড পৌঁছে গেছে গোটা সাংবাদিক সমাজের কাছে। সঙ্গে সঙ্গেই ছি..ছি.. রব ওঠে। বাফুফে সভাপতির এমন ঔদ্ধত্যপূর্ণ কথা শুনে স্তম্ভিত সাংবাদিকরা। তাদের প্রশ্ন- সভ্য মানুষের পরিচয় দেওয়া কাজী সালাউদ্দিন এ কেমন কথা বললেন?
বাফুফে সভাপতির পদে থেকে এহেন মন্তব্য করায় বিএফইউজের সভাপতি শহীদ উল আলম ও মহাসচিব দীপ আজাদ দফতর সম্পাদক সেবীকা রানী সাক্ষরিত বিবৃতিতে কাল সালাউদ্দিনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগ দাবি করেন। অন্যথায় সারা দেশের ফুটবল সংগঠকদের কাছে তাকে অপসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে। বিবৃতিতে আরও বলা হয়, সালাউদ্দিনের দায়িত্বকালে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রমান্বয়ে অবনতির সঙ্গে প্রশাসনিক ব্যর্থতার কারণে অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বাফুফে। যার সাম্প্রতিক প্রমান ফিফার নিষেধাজ্ঞা ( সাবেক সাধারন সম্পাদক মো. আবু নাইম সোহাগের উপর নিষেধাজ্ঞা)। বিভিন্ন সময় এসব খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ায় তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত। যার বহি:প্রকাশ ঘটেছে তার সর্বশেষ মন্তব্যে। বিএফইউজের নেতৃবৃন্দ মনে করেন, দেশ এবং বিদেশে বাংলাদেশ ফুটবলের ভাবমূর্তি ক্ষুন্ন করার পর বাফুফে সভাপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে সালাউদ্দিন। একই বক্তব্য ডিআরইউ, ডিইউজে, বিএসপিএ এবং বিএসজেসির নেতৃবৃন্দেরও। বিবৃতিতে তারা বলেছেন, দেশের সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্যই প্রমাণ করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপর কতটা ক্ষীপ্ত সালাউদ্দিন ও নাবিলরা। তারা শুধু সাংবাদিকদেরই নয়, তাদের পরিবার তথা মা-বাবাকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। সালাউদ্দিন ও নাবিলের কুরুচিপূর্ণ মন্তব্যে দেশের পুরো সাংবাদিক সমাজ ভীষনভাবে আহত। বিশেষ করে কাজী সালাউদ্দিনের বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে। সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ ও অসম্মানজনক মন্তব্য অবিলম্বে প্রত্যাহারসহ আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সালাউদ্দিন-নাবিলদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ