ঢাকা   শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | ১ অগ্রহায়ণ ১৪৩১
৩৩ বছর পর ইতালির সেরা

ম্যারাডোনার স্মৃতি ফিরিয়ে নাপোলির শিরোপা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৫ মে ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ০৬ মে ২০২৩, ১২:০১ এএম

‘ম্যাচটা ড্র হলো, তবে এটুকুই যথেষ্ঠ। আজ সারা পৃথিবী ঘুরতে পারে তবে নাপোলির আকাশ নিশ্চিতভাবে মাটির কাছে নেমে এসেছে। এই শহরে আগামীকাল বলে কিছুই নেই এখন। নেপলসে এখন কেবলই উৎসব। নাপোলি ও লুসিয়ানো স্পেলেত্তি অবশেষে ব্যাপারটা সাধন করলেন। ৩৩ বছরের অপেক্ষার অবশেষে অবসান। আবারও সিরি ‘আ’র চ্যাম্পিয়ন নাপোলি। বহুবার কাছাকাছি গিয়েও তাদের ফিরতে হয়েছিল খালি হাতে, যাতে লিখা আছে বহু হৃদয় ভাঙার গল্প। তবে এই কীর্তির পর নেপলসবাসীর জন্য স্পেলেত্তি ও তার ফুটবলাররা অমরত্ব পেয়ে গেল। এখন ম্যারাডোনা ও তার সতীর্থদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময়।’ পরশুরাতে উদিনেস ও নাপোলির মধ্যকার সিরি ‘আ’র ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর এভাবেই পরিস্থিতির বর্ণনা করছিলেন ধারাভাষ্যকার। ১৯৯০ সালের পর আবারও যে, ইতালির সেরার মর্যাদা পেল নীল-সাদারা।

গত রোববার সালেরনিতানার সঙ্গে জিতলেই নিশ্চিত হতো নাপোলির শিরোপা। তবে ৮৪ মিনিটে গোল খেয়ে বসলে দীর্ঘায়িত হয় নাপোলির উৎসবের অপেক্ষা। মাঠে না নেমেই উৎসব করতে পারত নেপলসবাসীরা। সেই উৎসবে বাঁধ সাধে সাসসুয়োলোর বিপক্ষে লাৎসিওর জয়। পরশু রাতেও মনে হচ্ছিল নাপোলির সব উৎসব আয়োজনে বুঝি পানি ঢেলে দিতে যাচ্ছে উদিনেস। শুরুতে যে পিছিয়ে পড়েছিল নাপোলি। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফিরিয়ে গোটা ইতালিকে যেন জাগিয়ে তুলে নেপলসের ক্লাবটি।

ক্লাব ইতিহাসের তৃতীয় লিগ শিরোপা নিশ্চিতের জন্য উদিনেসের বিপক্ষে এক পয়েন্ট প্রয়োজন ছিল নাপোলির। তবে উদিনেসের মাঠে মাত্র ১৩ মিনিটেই স্পেলেত্তির শিষ্যরা গোল হজম করে বসায় সমর্থকদের একটু নড়েচড়ে বসতে হয়। সে গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটেই সব শঙ্কার মেঘ দূরে ঠেলে দেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। বক্সের প্রান্ত থেকে খাভিচা খাভারাস্কেলিয়ার নেয়া শট উদিনেস গোলকিপার কোনোমতে ঠেকিয়ে দিলেও ওসিমেনের ফিরতি শট রোখার সাধ্য ছিল না তার। স্নায়ুচাপের কারণেই কিনা কে জানে, ম্যাচের বাকি সময়ে দাপট দেখালেও জয়সূচক গোলটি আর পাওয়া হয়নি তাদের।

শিরোপা জয়ের পরই নাপোলি স্মরণ করছে এক বিশেষ ব্যক্তিকে। যার জন্ম নেপলসে হয়নি। ইতালির সবচেয়ে অবহেলিত এই শহরের সাথে ফুটবলের মাধ্যমেই তার সম্পর্ক শুরু। তিনি ১৯৯০ সালে প্রায় একক নৈপুণ্যে নাপোলিকে জিতিয়েছিলেন সবশেষ সিরি ‘আ’ স্কুদেত্তা। সেই মানুষটার সঙ্গে নেপলসের সম্পর্ক এখন এতটাই নিবড় যে শহরের অলি-গলিতে পাওয়া যাবে তার ছবি। রসিক মানুষরা বলেন এই শহরের প্রতিটা নারীর দুজন প্রেমিক! যার সাথে ঘর করছেন বা সংসার পাতার স্বপ্ন দেখেন তিনি, আরেকজন দিয়াগো ম্যারাডোনা। ওই যে উপরে যাকে বর্ণনা করা হচ্ছিল।

নাপোলিকে তিনি দুইবার ইতালির চ্যাম্পিয়ন ও একবার উয়েফা কাপের সেরা করছিলেন বলেই কি এই ভালবাসা? উত্তরটা আংশিক সত্য হলেও পুরোটুকু নয়! ম্যারাডোনা ইতালির বুর্জোয়া সমাজের চোখে চোখে রেখে, মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিলেন গোটা নেপলসকে! সব অবহেলা আর অবজ্ঞার প্রতিশোধ নিয়েছিলেন খেলার মাঠে। সেই শহরও তাকে তার ভালবাসার প্রতিদান দিতে কোন কার্পণ্য করেনি। তাইতো ৩৩ বছর পরে শিরোপা জয়ের সময়েও তার নামে সেøাগান, তার ছবিতে ছেয়ে গেছে নেপলস।

আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ সালের বিশ্বকাপ জেতার পরই, সবাইকে অবাক করে বার্সালোনা ছেড়ে নাপোলিতে নাম লিখিয়েছিলেন ম্যারাডোনা। ১৯৮৭ সালেই প্রথমবারের মত নাপোলিকে সিরি ‘আ’ শিরোপা এনে দেন। ৩৩ বছর পর যখন তৃতীয়বার স্কুদেত্তা জিতল ক্লাবটি, তখনও এক মজার সমীকরণ সামনে চলে আসে। ঠিক আগের বছরই ৩৬ বছরের শিরোপাক্ষরা কাটিয়ে বিশ্বসেরা হয়েছে আলবিসেলেস্তারা। একটা সময় এই সিরি ‘আ’ চ্যাম্পিয়নদের নেমে যেতে হয়েছিল সিরি ‘সি’তে। ২০০৪ সালে দেউলিয়াত্বের দুঃস্বপ্নও দেখতে হয়েছিল তাদের। তবে সব দুঃস্মৃতি পেছনে ঠেলে ম্যারাডোনার সুখস্মৃতি ফিরিয়েছেন খাভারাস্কেলিয়া-ওসিমেনরা।

উদিনেসের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের মাঠে খেলা দেখতে আসা প্রায় দশ হাজার দর্শক সেøাগান তুলছিলে, ‘আমরাই ইতালির চ্যাম্পিয়ন’ বলে। একই সময় নাপোলির ম্যারাডোনা স্টেডিয়ামে জায়ান্টস্ক্রিনে খেলা দেখছিলেন প্রায় ৫৫ হাজার দর্শক। উদিনেসের বিপক্ষে ড্র করার পর নাপোলির পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৮০। লিগের বাকি ম্যাচগুলোতে নাপোলিকে পেছনে ফেলার সুযোগ নেই বাকিদের।

সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন- কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি। সত্যিই কি তাই? নাপোলি ১৯৯০ সালের সবশেষ স্কুদেত্তা জেতার পর গোটা পৃথীবি কত বদলেছে! কম্পিউটার ও ইন্টারনেটের জোয়ারে গোটা পৃথিবীর ভাষা, সংস্কৃতি, ব্যবসায় এখন আমূলে বদলে গিয়েছে। সোভিয়েত ইউনিয়েন ভেঙ্গে হয়েছে বহু টুকরা। সারা দুনিয়ার সহজ-সরল নীতি বদলে ফেলেছে ৯/১১। ফুটবল ছাপিয়ে বঞ্চিতদের ভাষা হয়ে যাওয়া ম্যারাডোনাও পৃথিবীর মায়া কাটিয়ে এখন দূর আকাশের তারা। কেউ কথা রাখেনি’র লেখক সুনীলও পরলোকে। তবে কি আশ্চর্য! সমর্থকদের দেওয়া কথা নাপোলি ঠিকই রেখেছে। তারা আবারও ইতালির সেরা হয়েছে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
আরও

আরও পড়ুন

তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা

তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা

রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮

রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮

কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা

কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা

কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী

কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী

১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ

সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ

মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ

মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ

আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার

আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার

যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে

যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে

ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল

ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল

যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত

যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত

ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫

ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫

যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী

যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী

অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫

অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫

গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল

গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল

পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা

প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা

উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল

ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল

জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ

জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ