বসুন্ধরা-আবাহনীর দাপুটে জয়
০৫ মে ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ০৬ মে ২০২৩, ১২:০০ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাপুটে জয় পেয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ছয়বারের সেরা ঢাকা আবাহনী লিমিটেড। অন্যদিকে লিগের পনেরতম রাউন্ডের শুরুতেই পয়েন্ট হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বিকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের হোম ম্যাচে স্বাগতিক দল ৪-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল দামাসেনা ও ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ দু’টি করে গোল করেন।
নিজেদের হোম ম্যাচে খেলা শুরুর পর আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও কিংসরা গোলের দেখা পায় প্রথমার্ধের শেষ দিকে। তবে ম্যাচের ৫ মিনিটের মধ্যেই দু’টি কর্ণার পায় বসুন্ধরা। যদিও কর্নার থেকে কোন গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি তারা। পরের মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে বল বাড়িয়েছিলেন ডরিয়েলটন। তবে বক্সে বল ক্লিয়ার করেন মুক্তিযোদ্ধার বুরুন্ডির ডিফেন্ডার সুলেমানি ল্যান্ড্রি। ৮ মিনিটে সুলেমানির শট ব্লক করেন কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ম্যাচের ১১ মিনিটে ডান প্রান্ত থেকে বক্সে বল বাড়িয়েছিলেন মিগেল দামাসেনা, বক্সে বল পেয়ে ডান পায়ে জোড়ালো শট নেন রাকিব। তবে বল চলে যায় মাঠের বাইরে। ২৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে ইমানুয়েল ইকেচুকু বল পাস দেন সতীর্থকে উদ্দেশ্য করে। সুলেমানি ল্যান্ড্রির বাঁ পায়ের শট ব্লক করে কিংসের রক্ষণভাগ। ২৫ মিনিটে মুক্তিযোদ্ধার জাপানী মিডফিল্ডার সোমা ওতানীর কর্নার বক্সে জটলার মধ্যে থেকে হেডে ক্লিয়ার করেন বসুন্ধরার উজবেকিস্তানের মিডফিল্ডার গফুরভ। ফের কর্নার পায় মুক্তিযোদ্ধা। সোমার কর্নার ডরিয়েলটন হেডে ক্লিয়ার করলেও আবারও কর্নার হয়। এবার মুক্তিযোদ্ধা ডান প্রান্ত থেকে কর্নার শট নেয়। কিছুক্ষণ পর চতুর্থ কর্নারটি পায় মুক্তিযোদ্ধা। তবে পরপর চারটি কর্নার পেয়েও গোলের দেখা পায়নি মুক্তিযোদ্ধা। উল্টো ম্যাচের ৪২ মিনিটে পিছিয়ে পড়ে তারা। এসময় ডান প্রান্ত থেকে বিশ্বনাথের ক্রস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন ব্রাজিলিয়ান মিগেল দামাসেনা (১-০)। এগিয়ে থেকেই বিশ্রামে যায় বসুন্ধরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় তারা। ম্যাচের ৫৩ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে মুক্তির জাল কাঁপান আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন (২-০)। ৭৬ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে মিগেলের বাড়িয়ে দেয়া বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ডরিয়েলটন। মুক্তিযোদ্ধার গোলরক্ষক পোস্ট ছেড়ে বেড়িয়ে এলে অরক্ষিত পোস্টে দ্রুত গতিতে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ডরিয়েলটন (৩-০)। আক্রমণের ধারায় থেকে ম্যাচের ৮০ মিনিটে চতুর্থ গোলটি পায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এসময় বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে মিগেল দামাসেনা নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন (৪-০)। এ গোলেই বড় জয় নিশ্চিত হয় কিংসদের। ম্যাচ জিতে ১৪ খেলায় ১৩ জয় ও এক ড্রতে ৪০ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষেই আছে বসুন্ধরা। সমান ম্যাচে চার জয়, দুই ড্র ও আট হারে ১৪ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে মুক্তিযোদ্ধা।
এদিন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে ঢাকা আবাহনী ৪-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েল অগাস্তো, স্থানীয় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, মিডফিল্ডার সোহেল রানা ও নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবোগ একটি করে গোল করেন। পুলিশের পক্ষে একমাত্র গোলটি শোধ দেন স্থানীয় ফরোয়ার্ড জিল্লুর রহমান। আগের ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হারলেও কাল পুলিশকে হারিয়ে ১৪ ম্যাচে নয় জয়, তিন ড্র ও দুই হারে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। সমান ম্যাচে চার জয় এবং পাঁচটি করে ড্র ও হারে ১৭ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে পুলিশ।
কাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-২ গোলে ড্র করেছে তালানীর দল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ম্যাচটি অমিমাংসিতভাবে শেষ হলে ১৪ খেলায় চার জয়, আট ড্র ও দুই হারে ২০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উঠলো শেখ জামাল। এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনী এক জয়, সাত ড্র ও পাঁচ হারে ১০ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে
ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল
যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী
অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর