মোহামেডানকে হারিয়ে তৃতীয় স্থানে শেখ রাসেল
০৬ মে ২০২৩, ০৯:৩৬ পিএম | আপডেট: ০৭ মে ২০২৩, ১২:০৩ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠলো শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে নবাগত আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে হারিয়ে নবম স্থানে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। শনিবার বিকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ রাসেল ২-১ গোলে হারায় মোহামেডানকে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান দুই ফরোয়ার্ড ক্যানেথ ইকেচুকু ও এমফন উদোহ একটি করে গোল করেন। মোহামেডানের পক্ষে এক গোল শোধ দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে।
শনিবার ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল শেখ রাসেল ও মোহামেডান। দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও গোলের দেখা মেলে ম্যাচের দ্বিতীয়ার্ধে। গোলশূন্য অমিমাংসিত অবস্থায় বিরতিতে যায় দু’দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই প্রথম গোলটি আদায় করে নেয় শেখ রাসেল। ম্যাচের ৫১ মিনিটে ডান প্রান্ত থেকে দর্শণীয় কাটব্যাক করেন জামাল ভুইয়ার বদলী হিসেবে নামা ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছাস। বক্সে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্যানেথ ইকেচুকু (১-০)। গোল হজমের ষোল মিনিটের মাথায় সমতায় ফেরে মোহামেডান। ম্যাচের ৬৭ মিনিটে ইমানুয়েল গোল করলে ব্যবধান দাঁড়ায় ১-১। তবে ম্যাচের ৭৮ মিনিটে এমফন উদোহ গোল করে ফের এগিয়ে নেন রাসেলকে (২-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে তারা। ম্যাচ জিতে ১৩ খেলায় ছয় জয়, তিন ড্র ও চার হারে ২১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠলো শেখ রাসেল। এক ম্যাচ বেশি খেলা মোহামেডান পাঁচটি করে জয় ও হারে এবং চার ড্রতে ১৯ পয়েন্ট পেয়ে নেমে গেল পঞ্চম স্থানে।
এদিন ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জ ৩-২ গোলে হারায় আজমপুরকে। ম্যাচের ২৪ মিনিটে রুহেলের যোগান দেয়া বলে গোল করে আজমপুরকে লিড এনে দেন কলোম্বিয়ান ফরোয়ার্ড রিচার্ড মাতুরানা (১-০)। ৩২ মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার পিটার থ্যাংকগডের গোলে সমতা আনে রহমতগঞ্জ (১-১)। ৫৪ মিনিটে ফরোয়ার্ড সাকিব বেপারীর গোলে আবারও ব্যবাধান বাড়িয়ে নেয় আজমপুর এফসি (২-১)। তবে পরের মিনিটেই মালির ফরোয়ার্ড উলিসি দিয়ালোর গোলে ফের সমতা আনে রহমতগঞ্জ (২-২)। ৭৩ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় পুরান ঢাকার দলটি (৩-২)। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ। ১৪ ম্যাচে তারা তিন জয়, চার ড্র ও সাত হারে ১৩ পয়েন্ট পেয়ে নবম স্থানে জায়গা পেল রহমতগঞ্জ। সমান ম্যাচে তিন ড্রতে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তলানীতেই রইল আজমপুর। লিগের প্রথম পর্বে আজমপুরকে ১-০ গোলে হারিয়েছিল রহমতগঞ্জ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

শেরপুরে ভারতীয় চিনি, মদ ও গাজাসহ গ্রেপ্তার ৫

জিয়াউর রহমান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু: নুরুজ্জামান লিটন

মুরাদনগর নোমান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন শরীফুল ইসলাম

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

চাকরি হারানো তিন সাংবাদিককে ধুয়ে দিলেন ব্যারিস্টার ফুয়াদ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে বিএনপি : ওয়াহাব আকন্দ

গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণ ও আ‘লীগ নিষিদ্ধের দাবি করলো সিলেটে এনসিপি

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন টেকনোলজির মাধ্যমে- ড. মো. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ পুলিশ সার্ভিসের নতুন কমিটি সভাপতি নাজমুল সম্পাদক আনিসুজ্জামান

মুজিবনগরে কৃষকের ৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

“বিক্ষোভে নতি, রুয়া নির্বাচনে ফেরার আভাস: কালই গঠিত হচ্ছে নতুন অ্যাডহক কমিটি”

সিলেটে লাল পতাকা মিছিল করলো সমাজতান্ত্রিক ফ্রন্ট

সীমান্তে আরাকান আর্মির কার্যক্রমে অসন্তুষ্ট মানুষ

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন ট্রাম্প

জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমীর খসরু

মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে রাত-দিন চলছে মাটি লুট

আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি