মোহামেডানকে হারিয়ে তিনে রাসেল
০৬ মে ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ০৭ মে ২০২৩, ১২:০৩ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে তালিকার তিনে উঠলো শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে নবাগত আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে হারিয়ে নবম স্থানে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গতকাল বিকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ রাসেল ২-১ গোলে হারায় মোহামেডানকে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান দুই ফরোয়ার্ড ক্যানেথ ইকেচুকু ও এমফন উদোহ একটি করে গোল করেন। মোহামেডানের পক্ষে এক গোল শোধ দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে।
কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল শেখ রাসেল ও মোহামেডান। দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও গোলের দেখা মেলে ম্যাচের দ্বিতীয়ার্ধে। গোলশূন্য অমিমাংসিত অবস্থায় বিরতিতে যায় দু’দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই প্রথম গোলটি আদায় করে নেয় শেখ রাসেল। ম্যাচের ৫১ মিনিটে ডান প্রান্ত থেকে দর্শণীয় কাটব্যাক করেন জামাল ভুইয়ার বদলী হিসেবে নামা ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছাস। বক্সে বল পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্যানেথ ইকেচুকু (১-০)। গোল হজমের ষোল মিনিটের মাথায় সমতায় ফেরে মোহামেডান। ম্যাচের ৬৭ মিনিটে ইমানুয়েল গোল করলে ব্যবধান দাঁড়ায় ১-১। তবে ম্যাচের ৭৮ মিনিটে এমফন উদোহ গোল করে ফের এগিয়ে নেন রাসেলকে (২-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে তারা। ম্যাচ জিতে ১৩ খেলায় ছয় জয়, তিন ড্র ও চার হারে ২১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠলো শেখ রাসেল। এক ম্যাচ বেশি খেলা মোহামেডান পাঁচটি করে জয় ও হারে এবং চার ড্রতে ১৯ পয়েন্ট পেয়ে নেমে গেল পঞ্চম স্থানে।
এদিন ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জ ৩-২ গোলে হারায় আজমপুরকে। ম্যাচের ২৪ মিনিটে রুহেলের যোগান দেয়া বলে গোল করে আজমপুরকে লিড এনে দেন কলোম্বিয়ান ফরোয়ার্ড রিচার্ড মাতুরানা (১-০)। ৩২ মিনিটে নাইজেরিয়ান মিডফিল্ডার পিটার থ্যাংকগডের গোলে সমতা আনে রহমতগঞ্জ (১-১)। ৫৪ মিনিটে ফরোয়ার্ড সাকিব বেপারীর গোলে আবারও ব্যবাধান বাড়িয়ে নেয় আজমপুর এফসি (২-১)। তবে পরের মিনিটেই মালির ফরোয়ার্ড উলিসি দিয়ালোর গোলে ফের সমতা আনে রহমতগঞ্জ (২-২)। ৭৩ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় পুরান ঢাকার দলটি (৩-২)। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে রহমতগঞ্জ। ১৪ ম্যাচে তারা তিন জয়, চার ড্র ও সাত হারে ১৩ পয়েন্ট পেয়ে নবম স্থানে জায়গা পেল রহমতগঞ্জ। সমান ম্যাচে তিন ড্রতে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তলানীতেই রইল আজমপুর। লিগের প্রথম পর্বে আজমপুরকে ১-০ গোলে হারিয়েছিল রহমতগঞ্জ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তুলসি গ্যাবার্ড : যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু গোয়েন্দা কর্মকর্তা
রাউজানে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ৮
কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে
ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল
যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী
অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ