সাফের আগে জাতীয় দলের প্রীতি ম্যাচ কম্বোডিয়ায়
০৭ মে ২০২৩, ০৯:২০ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০১ এএম
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে ৪ জুন। তবে ব্যাঙ্গালুরুতে যাওয়ার আগে সাফের প্রস্তুতি হিসেবে ১৫ জুন কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। রোববার দুপুরে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত জাতীয় দল কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘সউদী আরব ও কাতারে ক্যাম্পের ব্যাপারে আলোচনা হয়েছিল। তবে আমরা সাফের আগে কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলব। সেই সঙ্গে ঢাকাতেই ক্যাম্প করার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।’ ৩ জুন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচ শেষের পরের দিনই ক্যাম্প। ঢাকার একটি অভিজাত এলাকার মাঠে অনুশীলন ক্যাম্প করবেন জামাল ভূঁইয়ারা। ভেন্যুর আশেপাশেই একটি আবাসিক হোটেলে থাকবেন তারা। ঢাকায় সপ্তাহ খানেক অনুশীলনের পর ১২ জুন কম্বোডিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ১৫ জুন কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ খেলে ১৬ জুন ব্যাঙ্গালুরুর উদ্দেশে উড়াল দেবে লাল-সবুজরা। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগেই স্প্যানিশ কোচ ক্যাবরেরার সহযোগী কোচিং স্টাফ নিয়োগ দেবে বাফুফে। এ প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘কোচিং স্টাফ নিয়ে আমরা কাজ করছি। কিছু দিনের মধ্যে এটা চুড়ান্ত হবে। আপাতত সাফের জন্য ভাবনা হলেও পারফরম্যান্সের উপর তাদের মেয়াদ নির্ভর করবে।’
সাফে এবারই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার বাইরের দল থাকছে। কুয়েতকে শক্তিশালী মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ক্যাবরেরা। তার কথায়, ‘কুয়েত অবশ্যই ভালো দল। অস্টম দলটিও এ রকমই হতে পারে। আমাদের তিন সপ্তাহের প্রস্তুতি থাকবে। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। বাংলাদেশ ২০০৯ সালের পর সাফের সেমিফাইনালে উঠতে পারেনি। এটা মাথায় আছে আমার।’ তিনি যোগ করেন, ‘ফুটবলারা লিগে ভালোই খেলছে। সেরাদেরই সাফের দলে ডাকা হবে।’ ৩৫ জনের তালিকা রয়েছে কোচের কাছে। সামনে লিগের কয়েক রাউন্ডের পারফরম্যান্সে তিনি কাটাছেঁড়া করে দল চুড়ান্ত করবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত