সাফের আগে জাতীয় দলের প্রীতি ম্যাচ কম্বোডিয়ায়
০৭ মে ২০২৩, ০৯:২০ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০১ এএম
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আগে কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে ৪ জুন। তবে ব্যাঙ্গালুরুতে যাওয়ার আগে সাফের প্রস্তুতি হিসেবে ১৫ জুন কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। রোববার দুপুরে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত জাতীয় দল কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘সউদী আরব ও কাতারে ক্যাম্পের ব্যাপারে আলোচনা হয়েছিল। তবে আমরা সাফের আগে কম্বোডিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলব। সেই সঙ্গে ঢাকাতেই ক্যাম্প করার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।’ ৩ জুন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচ শেষের পরের দিনই ক্যাম্প। ঢাকার একটি অভিজাত এলাকার মাঠে অনুশীলন ক্যাম্প করবেন জামাল ভূঁইয়ারা। ভেন্যুর আশেপাশেই একটি আবাসিক হোটেলে থাকবেন তারা। ঢাকায় সপ্তাহ খানেক অনুশীলনের পর ১২ জুন কম্বোডিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ১৫ জুন কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ খেলে ১৬ জুন ব্যাঙ্গালুরুর উদ্দেশে উড়াল দেবে লাল-সবুজরা। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগেই স্প্যানিশ কোচ ক্যাবরেরার সহযোগী কোচিং স্টাফ নিয়োগ দেবে বাফুফে। এ প্রসঙ্গে কাজী নাবিল বলেন, ‘কোচিং স্টাফ নিয়ে আমরা কাজ করছি। কিছু দিনের মধ্যে এটা চুড়ান্ত হবে। আপাতত সাফের জন্য ভাবনা হলেও পারফরম্যান্সের উপর তাদের মেয়াদ নির্ভর করবে।’
সাফে এবারই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার বাইরের দল থাকছে। কুয়েতকে শক্তিশালী মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ক্যাবরেরা। তার কথায়, ‘কুয়েত অবশ্যই ভালো দল। অস্টম দলটিও এ রকমই হতে পারে। আমাদের তিন সপ্তাহের প্রস্তুতি থাকবে। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। বাংলাদেশ ২০০৯ সালের পর সাফের সেমিফাইনালে উঠতে পারেনি। এটা মাথায় আছে আমার।’ তিনি যোগ করেন, ‘ফুটবলারা লিগে ভালোই খেলছে। সেরাদেরই সাফের দলে ডাকা হবে।’ ৩৫ জনের তালিকা রয়েছে কোচের কাছে। সামনে লিগের কয়েক রাউন্ডের পারফরম্যান্সে তিনি কাটাছেঁড়া করে দল চুড়ান্ত করবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কাকরাইল মসজিদে প্রবেশ করলেন সাদপন্থীরা
কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে আত্মবিশ্বাসী
১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়, যশোরের সাবেক এসপি আনিসুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা
সিডরের ভয়াল সেই ১৫ নভেম্বর আজ
মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন : আসিফ মাহমুদ
আওয়ামী লীগের ৮ নেতাকর্মী পশ্চিমবঙ্গে গ্রেফতার
যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদের পাড় ভেংগে একটি বাড়ির তিনটি ঘর ভেঙে পড়েছে
ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল
যশোরে মাছের ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ১৬ জন আহত
ইসরাইলি হামলায় দামেস্কে নিহত ১৫
যশোরে সেনা অভিযান বিদেশি পিস্তল সহ আটক ৩ সন্ত্রাসী
অব্যাহত ইসরাইলি হামলায় গাজা-লেবাননে নিহত আরও ৪৫
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর