রদ্রিগোর জোড়া গোলে রিয়ালের ২০
০৭ মে ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০০ এএম

শেষ থেকেই শুরু করা যাক। সেই ২০১৩-১৪ মৌসুমের কথা। ইতালিয়ান ম্যানেজার কার্লো আনচেলত্তি তখন প্রথম দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্বে। প্রথম মৌসুমেই তিনি দলে ভেড়ালেন গ্যারেথ বেলকে। অভিষেকের বছরই অবিশ্বাস্য এক দৌড়ে রিয়ালকে কোপা দেল রে জিতিয়েছিলন বেল। যা ওয়েলসম্যানের ক্যারিয়ারেরই একটা প্রতিচ্ছবি হয়ে আছে এখনও। এরপর ৯ বছরে কত কি হলো! রিয়াল আরও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা জিতল, আনচেলত্তি দ্বিতীয় দফায় ক্লাবটির দায়িত্ব নিলেন। তবে এ সময়ে আর কোনো কোপা দেল রের স্বাদ পায়নি লস ব্ল্যাঙ্কোসরা। অবশেষে পরশু রাতে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ২০তম ‘কিংস কাপ’ জিতল তারা।
সেভিয়ার এস্তাদিও দেলা কার্তুহায় ম্যাচের ঘড়িতে ২ মিনিট হওয়ার আগেই ভিনিসিয়ুসের রক্ষণ ছিন্নভিন্ন করে দেয়া এক দৌড়। প্রায় গোললাইন থেকে কাটব্যক, রদ্রিগোর শট প্রতিপক্ষের গায়ে লেগে গোলরক্ষককে বিভ্রান্ত করে জালে। এগিয়ে যায় রিয়াল। এরপর পুরো প্রথমার্ধ জুড়ে ভিনিসিয়ুস ওভাবে একের পর এক আক্রমণ সাজিয়েছেন। ভাগ্য সুপ্রসন্য না হওয়ায় গোল পায়নি আনচেলত্তির দল।
রিয়ালের প্রতিপক্ষ ওসাসুনা, বিগত ১০২ বছরের ইতিহাসে শীর্ষ পর্যায়ের কোনো শিরোপা জিতেনি। ভিনিসিয়ুস অমন রূদ্রমূর্তিতে ম্যাচটা তো ন্যুনতম ব্যবধানে জেতার কথা ছিল না লস ব্ল্যাঙ্কসদের। তবে আসরটা কোপা দেল রে। কোনো টুর্নামেন্ট যদি রিয়ালের জন্য জুজু হয়ে থাকে সেটা এটাই। চ্যাম্পিয়নস লিগে মাত্র তিনবার ফাইনালে উঠে শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল রিয়াল, সেখানে পরশুর আগে কোপা দেল রেতে ফাইনালে জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি ছিল তাদের!
বিরতির পর ওসাসুনা ম্যাচে ফিরে। আবদের ক্রস কারভাহালের গায়ে লেগে বক্সের বাইরে চলে গিয়েছিল। সেখানে কিছুটা ফাঁকায় ছিলেন লুকাস তোরো। মাদ্রিদ একাডেমির সাবেক ছাত্র নিয়ন্ত্রিত এক গোলা পাঠালেন। মাঠি ছোঁয়া সে শট পোস্ট ঘেষে চলে যায় জালে। ৫৮ মিনিটে সমতায় ফেরে ওসাসুনা। গোল খেয়ে একটু জেগে ওঠে রিয়াল। ম্যাচের ৭০ মিনিটে আবারও বাঁ প্রান্ত দিয়ে একদম লাইন ঘেঁষে ভিনি শুরু করেন দ্বিতীয় গোলের আক্রমণের সূচনা। দুই দলের ফুটবলারদের পা ঘুরে বল চলে যায় ফাঁকায় থাকা রদ্রিগোর কাছে। দলকে আবার এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ওসাসুনা অবশ্য হাল ছড়েনি। একের পর এক আক্রমণ করে গেছে। দারুণ সব সুযোগ পেলেও আক্রমণভাগের ব্যর্থতা তাদের হতাশ করেছে। গোলমুখের সামনে একবার দারুণ একটা বল পেলেও কারভাহালের ট্যাকল মাদ্রিদকে বাঁচিয়ে দিয়েছে।
এই দফায় রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব নেওয়ার পর দুই মৌসুমেই আনচেলত্তির জেতা হয়ে গিয়েছে সম্ভাব্য সকল শিরোপা। ম্যাচ শেষে এই ইতালিয়ান কোচ বলেন, ‘দারুণ আবহে ও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে দুর্দান্ত এক ফাইনাল ছিল এটি। কোপার শিরোপা খুব গুরুত্বপূর্ণ একটি সময়ে এসেছে। এই ধরনের ম্যাচে অনেক চাপ থাকে, বিশেষ করে ফেভারিট হয়ে মাঠে নামলে। আমি আমার দল, ক্লাব ও সমর্থকদের ধন্যবাদই জানাতে পারি। গুরুত্বপূর্ণ একটা অর্জন আজ ধরা দিয়েছে আমাদের। দুই মৌসুমে সম্ভব সব ট্রফিই আমরা জিতেছি। এখন ম্যানচেস্টার সিটির ম্যাচের জন্য আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারব।’
আগামীকাল রাতে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের লক্ষ্যে ম্যানসিটির বিপক্ষে সেমি ফাইনালের প্রথম লেগে নামবে আনচেলত্তির দল। কোপা দেল রের শিরোপা নিশ্চিতভাবেই একটা উদ্দীপনা হিসেবে কাজ করবে সেখানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

শেরপুরে ভারতীয় চিনি, মদ ও গাজাসহ গ্রেপ্তার ৫

জিয়াউর রহমান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু: নুরুজ্জামান লিটন

মুরাদনগর নোমান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন শরীফুল ইসলাম

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

চাকরি হারানো তিন সাংবাদিককে ধুয়ে দিলেন ব্যারিস্টার ফুয়াদ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে বিএনপি : ওয়াহাব আকন্দ

গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণ ও আ‘লীগ নিষিদ্ধের দাবি করলো সিলেটে এনসিপি

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন টেকনোলজির মাধ্যমে- ড. মো. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ পুলিশ সার্ভিসের নতুন কমিটি সভাপতি নাজমুল সম্পাদক আনিসুজ্জামান

মুজিবনগরে কৃষকের ৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

“বিক্ষোভে নতি, রুয়া নির্বাচনে ফেরার আভাস: কালই গঠিত হচ্ছে নতুন অ্যাডহক কমিটি”

সিলেটে লাল পতাকা মিছিল করলো সমাজতান্ত্রিক ফ্রন্ট

সীমান্তে আরাকান আর্মির কার্যক্রমে অসন্তুষ্ট মানুষ

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন ট্রাম্প

জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমীর খসরু

মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে রাত-দিন চলছে মাটি লুট

আনোয়ারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি