রদ্রিগোর জোড়া গোলে রিয়ালের ২০
০৭ মে ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০০ এএম

শেষ থেকেই শুরু করা যাক। সেই ২০১৩-১৪ মৌসুমের কথা। ইতালিয়ান ম্যানেজার কার্লো আনচেলত্তি তখন প্রথম দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্বে। প্রথম মৌসুমেই তিনি দলে ভেড়ালেন গ্যারেথ বেলকে। অভিষেকের বছরই অবিশ্বাস্য এক দৌড়ে রিয়ালকে কোপা দেল রে জিতিয়েছিলন বেল। যা ওয়েলসম্যানের ক্যারিয়ারেরই একটা প্রতিচ্ছবি হয়ে আছে এখনও। এরপর ৯ বছরে কত কি হলো! রিয়াল আরও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা জিতল, আনচেলত্তি দ্বিতীয় দফায় ক্লাবটির দায়িত্ব নিলেন। তবে এ সময়ে আর কোনো কোপা দেল রের স্বাদ পায়নি লস ব্ল্যাঙ্কোসরা। অবশেষে পরশু রাতে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ২০তম ‘কিংস কাপ’ জিতল তারা।
সেভিয়ার এস্তাদিও দেলা কার্তুহায় ম্যাচের ঘড়িতে ২ মিনিট হওয়ার আগেই ভিনিসিয়ুসের রক্ষণ ছিন্নভিন্ন করে দেয়া এক দৌড়। প্রায় গোললাইন থেকে কাটব্যক, রদ্রিগোর শট প্রতিপক্ষের গায়ে লেগে গোলরক্ষককে বিভ্রান্ত করে জালে। এগিয়ে যায় রিয়াল। এরপর পুরো প্রথমার্ধ জুড়ে ভিনিসিয়ুস ওভাবে একের পর এক আক্রমণ সাজিয়েছেন। ভাগ্য সুপ্রসন্য না হওয়ায় গোল পায়নি আনচেলত্তির দল।
রিয়ালের প্রতিপক্ষ ওসাসুনা, বিগত ১০২ বছরের ইতিহাসে শীর্ষ পর্যায়ের কোনো শিরোপা জিতেনি। ভিনিসিয়ুস অমন রূদ্রমূর্তিতে ম্যাচটা তো ন্যুনতম ব্যবধানে জেতার কথা ছিল না লস ব্ল্যাঙ্কসদের। তবে আসরটা কোপা দেল রে। কোনো টুর্নামেন্ট যদি রিয়ালের জন্য জুজু হয়ে থাকে সেটা এটাই। চ্যাম্পিয়নস লিগে মাত্র তিনবার ফাইনালে উঠে শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল রিয়াল, সেখানে পরশুর আগে কোপা দেল রেতে ফাইনালে জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি ছিল তাদের!
বিরতির পর ওসাসুনা ম্যাচে ফিরে। আবদের ক্রস কারভাহালের গায়ে লেগে বক্সের বাইরে চলে গিয়েছিল। সেখানে কিছুটা ফাঁকায় ছিলেন লুকাস তোরো। মাদ্রিদ একাডেমির সাবেক ছাত্র নিয়ন্ত্রিত এক গোলা পাঠালেন। মাঠি ছোঁয়া সে শট পোস্ট ঘেষে চলে যায় জালে। ৫৮ মিনিটে সমতায় ফেরে ওসাসুনা। গোল খেয়ে একটু জেগে ওঠে রিয়াল। ম্যাচের ৭০ মিনিটে আবারও বাঁ প্রান্ত দিয়ে একদম লাইন ঘেঁষে ভিনি শুরু করেন দ্বিতীয় গোলের আক্রমণের সূচনা। দুই দলের ফুটবলারদের পা ঘুরে বল চলে যায় ফাঁকায় থাকা রদ্রিগোর কাছে। দলকে আবার এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ওসাসুনা অবশ্য হাল ছড়েনি। একের পর এক আক্রমণ করে গেছে। দারুণ সব সুযোগ পেলেও আক্রমণভাগের ব্যর্থতা তাদের হতাশ করেছে। গোলমুখের সামনে একবার দারুণ একটা বল পেলেও কারভাহালের ট্যাকল মাদ্রিদকে বাঁচিয়ে দিয়েছে।
এই দফায় রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব নেওয়ার পর দুই মৌসুমেই আনচেলত্তির জেতা হয়ে গিয়েছে সম্ভাব্য সকল শিরোপা। ম্যাচ শেষে এই ইতালিয়ান কোচ বলেন, ‘দারুণ আবহে ও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে দুর্দান্ত এক ফাইনাল ছিল এটি। কোপার শিরোপা খুব গুরুত্বপূর্ণ একটি সময়ে এসেছে। এই ধরনের ম্যাচে অনেক চাপ থাকে, বিশেষ করে ফেভারিট হয়ে মাঠে নামলে। আমি আমার দল, ক্লাব ও সমর্থকদের ধন্যবাদই জানাতে পারি। গুরুত্বপূর্ণ একটা অর্জন আজ ধরা দিয়েছে আমাদের। দুই মৌসুমে সম্ভব সব ট্রফিই আমরা জিতেছি। এখন ম্যানচেস্টার সিটির ম্যাচের জন্য আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারব।’
আগামীকাল রাতে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের লক্ষ্যে ম্যানসিটির বিপক্ষে সেমি ফাইনালের প্রথম লেগে নামবে আনচেলত্তির দল। কোপা দেল রের শিরোপা নিশ্চিতভাবেই একটা উদ্দীপনা হিসেবে কাজ করবে সেখানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সাভার ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ, একদিনে ১ লাখ গাছের চারা রোপণ

সিরাজদিখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

ট্রাম্পকে হত্যাচেষ্টায় নিরাপত্তা ব্যর্থতায় ৬ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত

জলকেলিতে মত্ত হাসনাত-সারজিসরা, স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করলেন রাষ্ট্রপতি

গাজায় বিস্ফোরণে আরও এক ইসরায়েলি সেনা নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা খালিলের

ভরা বর্ষা মৌসুমে খরায় পুড়ছে পঞ্চগড়

চীন সফরে জামায়াতের ৮ সদস্যের প্রতিনিধি দল

জমজম ও আতরের ছোঁয়ায় কাবা শরীফ ধৌতকরণ

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শতফুট উচ্চতার সুনামি!

গ্যাস সংকট: ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

গায়ানার বিপক্ষে রংপুরের জয়ে নায়ক খালেদ

কিয়েভে ফের রাশিয়ার ড্রোন হামলা, নিহত দুই

মা-বাবা ক্রিমিনাল, ইংলিশ মিডিয়ামে পড়া মেয়ের মামলা

গাজা যুদ্ধ থেকে ফিরে ইসরায়েলি সেনার আত্মহত্যা, বাড়ছে উদ্বেগ

কুয়ালালামপুরে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

এসএসসি পরীক্ষায় ছাগলনাইয়া উপজেলায় সেরা করৈয়া বহু পার্শ্বিক উচ্চ বিদ্যালয়

চুয়াডাঙ্গার জীবননগরে নারীকে বিআরডিবি কার্যালয়ে তালাবদ্ধ করে আটকিয়ে রাখার অভিযোগ, তদন্তে প্রশাসন