রদ্রিগোর জোড়া গোলে রিয়ালের ২০
০৭ মে ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ০৮ মে ২০২৩, ১২:০০ এএম
শেষ থেকেই শুরু করা যাক। সেই ২০১৩-১৪ মৌসুমের কথা। ইতালিয়ান ম্যানেজার কার্লো আনচেলত্তি তখন প্রথম দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্বে। প্রথম মৌসুমেই তিনি দলে ভেড়ালেন গ্যারেথ বেলকে। অভিষেকের বছরই অবিশ্বাস্য এক দৌড়ে রিয়ালকে কোপা দেল রে জিতিয়েছিলন বেল। যা ওয়েলসম্যানের ক্যারিয়ারেরই একটা প্রতিচ্ছবি হয়ে আছে এখনও। এরপর ৯ বছরে কত কি হলো! রিয়াল আরও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা জিতল, আনচেলত্তি দ্বিতীয় দফায় ক্লাবটির দায়িত্ব নিলেন। তবে এ সময়ে আর কোনো কোপা দেল রের স্বাদ পায়নি লস ব্ল্যাঙ্কোসরা। অবশেষে পরশু রাতে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ২০তম ‘কিংস কাপ’ জিতল তারা।
সেভিয়ার এস্তাদিও দেলা কার্তুহায় ম্যাচের ঘড়িতে ২ মিনিট হওয়ার আগেই ভিনিসিয়ুসের রক্ষণ ছিন্নভিন্ন করে দেয়া এক দৌড়। প্রায় গোললাইন থেকে কাটব্যক, রদ্রিগোর শট প্রতিপক্ষের গায়ে লেগে গোলরক্ষককে বিভ্রান্ত করে জালে। এগিয়ে যায় রিয়াল। এরপর পুরো প্রথমার্ধ জুড়ে ভিনিসিয়ুস ওভাবে একের পর এক আক্রমণ সাজিয়েছেন। ভাগ্য সুপ্রসন্য না হওয়ায় গোল পায়নি আনচেলত্তির দল।
রিয়ালের প্রতিপক্ষ ওসাসুনা, বিগত ১০২ বছরের ইতিহাসে শীর্ষ পর্যায়ের কোনো শিরোপা জিতেনি। ভিনিসিয়ুস অমন রূদ্রমূর্তিতে ম্যাচটা তো ন্যুনতম ব্যবধানে জেতার কথা ছিল না লস ব্ল্যাঙ্কসদের। তবে আসরটা কোপা দেল রে। কোনো টুর্নামেন্ট যদি রিয়ালের জন্য জুজু হয়ে থাকে সেটা এটাই। চ্যাম্পিয়নস লিগে মাত্র তিনবার ফাইনালে উঠে শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল রিয়াল, সেখানে পরশুর আগে কোপা দেল রেতে ফাইনালে জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি ছিল তাদের!
বিরতির পর ওসাসুনা ম্যাচে ফিরে। আবদের ক্রস কারভাহালের গায়ে লেগে বক্সের বাইরে চলে গিয়েছিল। সেখানে কিছুটা ফাঁকায় ছিলেন লুকাস তোরো। মাদ্রিদ একাডেমির সাবেক ছাত্র নিয়ন্ত্রিত এক গোলা পাঠালেন। মাঠি ছোঁয়া সে শট পোস্ট ঘেষে চলে যায় জালে। ৫৮ মিনিটে সমতায় ফেরে ওসাসুনা। গোল খেয়ে একটু জেগে ওঠে রিয়াল। ম্যাচের ৭০ মিনিটে আবারও বাঁ প্রান্ত দিয়ে একদম লাইন ঘেঁষে ভিনি শুরু করেন দ্বিতীয় গোলের আক্রমণের সূচনা। দুই দলের ফুটবলারদের পা ঘুরে বল চলে যায় ফাঁকায় থাকা রদ্রিগোর কাছে। দলকে আবার এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ওসাসুনা অবশ্য হাল ছড়েনি। একের পর এক আক্রমণ করে গেছে। দারুণ সব সুযোগ পেলেও আক্রমণভাগের ব্যর্থতা তাদের হতাশ করেছে। গোলমুখের সামনে একবার দারুণ একটা বল পেলেও কারভাহালের ট্যাকল মাদ্রিদকে বাঁচিয়ে দিয়েছে।
এই দফায় রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব নেওয়ার পর দুই মৌসুমেই আনচেলত্তির জেতা হয়ে গিয়েছে সম্ভাব্য সকল শিরোপা। ম্যাচ শেষে এই ইতালিয়ান কোচ বলেন, ‘দারুণ আবহে ও শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে দুর্দান্ত এক ফাইনাল ছিল এটি। কোপার শিরোপা খুব গুরুত্বপূর্ণ একটি সময়ে এসেছে। এই ধরনের ম্যাচে অনেক চাপ থাকে, বিশেষ করে ফেভারিট হয়ে মাঠে নামলে। আমি আমার দল, ক্লাব ও সমর্থকদের ধন্যবাদই জানাতে পারি। গুরুত্বপূর্ণ একটা অর্জন আজ ধরা দিয়েছে আমাদের। দুই মৌসুমে সম্ভব সব ট্রফিই আমরা জিতেছি। এখন ম্যানচেস্টার সিটির ম্যাচের জন্য আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারব।’
আগামীকাল রাতে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের লক্ষ্যে ম্যানসিটির বিপক্ষে সেমি ফাইনালের প্রথম লেগে নামবে আনচেলত্তির দল। কোপা দেল রের শিরোপা নিশ্চিতভাবেই একটা উদ্দীপনা হিসেবে কাজ করবে সেখানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত