ফাইনালে এক পা দিয়ে রাখল রোমা
১২ মে ২০২৩, ১০:১০ পিএম | আপডেট: ১৩ মে ২০২৩, ১২:০২ এএম
ইউরোপিয়ান মহাদেশীয় লড়াইগুলোতে চলছে ইতালিয়ান ক্লাবগুলোর আধিপত্য। চ্যাম্পিয়ন্স লিগেতো মিলানের যে কোন এক দল নিশ্চিতভাবেই ফাইনাল খেলবে। অন্যদিকে ইউরোপা লিগেও আছে অল ইতালিয়ান ফাইনাল দেখার সুযোগ। তবে সেক্ষেত্রে শেষ চারের বাঁধা ডিঙাতে হবে এএস রোমা ও জুভেন্টাস দুই দলকেই। সেই লক্ষে পরশু রাতে ইউরোপা লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হয়েছিল জোসে মরিনহোর রোমা। ফলাফল ছাপিয়ে এই ম্যাচের মূল আকর্যণ ছিলেন দুই দলের কোচ! পরিষ্কার করা যাক। লেভারকুসেন কোচ জাভি আলানসো খেলোয়াড়ী জীবনে সত্যিকারের তারকা হয়ে উঠেছিলেন মোরিনহোর কোচিংয়ের অধীনেই। গুরু-শিষ্যের এই লড়াইয়ে চিরচেনা মোরিনহোর রক্ষনাত্বক কৌশলে লেভারকুসেনকে ১-০ গোলে হারিয়েছে এএস রোমা।
অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধে দুই পক্ষই বহু আক্রমণ করেও কাক্সিক্ষত গোলের দেখা পায়নি। বিরতির পরে স্বাগতিক রোমা আক্রমণের ধার কিছুটা বাড়ায়। ম্যাচের ৬২তম মিনিটে গিয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ২০ বছর বয়সী তারকা এদুয়ার্দো বোভে। রোমার যুব একাডেমি থেকেই উঠে এসেছেন বোভে। টামি আব্রাহামের দুর্দান্ত শট ঠেকিয়েছিলেন লেভারকুসেনের গোলরক্ষক লুকাস রাডেকি। তবে ফিরতি বলে দারুণ শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন বোভে।
ম্যাচের ৮৭তম মিনিটে সমতায় ফেরার একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছিলেন লেভারকুসেন। তবে জেরেমি ফ্রিমপংয়ের শট একেবারে গোললাইনে আটকে দেন রোমা ডিফেন্ডার ব্রায়ান ক্রিসটেন্ট। রোমার সামনে ব্যাক-টু-ব্যাক ইউরোপিয়ান শিরোপা জয়ের হাতছানি। মরিনহোর অধীনে গত মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগ শিরোপা জিতেছিলো তারা। আগামী সপ্তাহেই লেভারকুসেনের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলতে যাওয়ার আগে তাই এগিয়ে এএস রোমা।
একই রাতে ইউরোপা লিগ সেমিফাইনালের আরেক ম্যাচে সেভিয়ার সঙ্গে ১-১ ড্র করেছে জুভেন্টাস। মুষলধারে বৃষ্টি আর তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামের দর্শকদের প্রচন্ড চাপ সামলে ইউরোপা লিগের ‘রাজা’ নামে পরিচিত সেভিয়া মাঠে ছিল দুর্দান্ত। গোটা ম্যাচ দারুণ প্রতাপের সাথে খেলেও শেষ মুহূর্তে গোল হজম করে সমতা নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ দলটি।
তুরিনে ম্যাচের ২৬ মিনিটেই সেভিয়াকে এগিয়ে দেন ইউসেফ নাসরি। মরক্কো ফরোয়ার্ডের এই গোলেই জুভেন্টাসের মাঠে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল সাম্প্রতিক সময়ে আসরটির সবচেয়ে সফল দল সেভিয়া। তবে যোগ করা সময়ের শেষ দিকে জুভদের সমতায় নিয়ে আসেন ফেদেরিকো গাতি। ম্যাচের ৯৭ মিনিটে কর্নার থেকে আসা বল জটলার ভেতরে পেয়ে গোলমুখে হেড নেন পল পগবা। সেখান থেকে বল পেয়ে খুব কাছ থেকে আরেক হেডে বল জালে জড়ান ইতালিয়ান ডিফেন্ডার গাতি।
চোটের কারণে এবারের মৌসুমের প্রায় গোটাটাই মাঠের বাহিরে থাকতে হয়েছিল পগবাকে। পরশু রাতে ম্যাচের ৭০তম মিনিটে বদলি নামার পর থেকে ড্রিবল এবং অ্যাটাকিং থার্ডে কয়েকটি সফল পাস দিয়ে জুভেন্টাসের আক্রমণে গতি বাড়ান এই ফরাসি মিডফিল্ডার। ২০২২-২৩ মৌসুমে এটি ছিল তার ৯ম ম্যাচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম