তিন মৌসুম পর লা লিগা চ্যাম্পিয়ন

জাভি জাদুতে সিংহাসনে বার্সা

Daily Inqilab স্পোর্টস ডেস্ক :

১৫ মে ২০২৩, ১০:০৭ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম

রোমান বীর জুলিয়াস সিজার পন্টাসের দ্বিতীয় ফার্নাসেসের বিরুদ্ধে যুদ্ধে সহজ জয় লাভের পর রোমান সিনেটকে লেখা এক পত্রে সেই বার্তা দিয়েছিলেন তিন শব্দে- ‘ভিনি, ভিডি, ভিসি’। ল্যাটিন এই শব্দগুলোর অর্থ হচ্ছে- ‘এলাম, দেখলাম, জয় করলাম’। বার্সালোনার কোচ জাভি হার্নান্দেজ এখন চাইলে এই তিনটি শব্দ দিয়ে ক্লাব সমর্থকদের উদ্দেশ্য একখানা খোলা চিঠি লিখতে পারেন। ২০২১ সালের নভেম্বরে মাঝ মৌসুমে দায়িত্ব নিয়েছিলেন ধুঁকতে থাকা শৈশবের ক্লাবের। মাত্র দেড় বছরের মাথায় বার্সালানাকে আবারও স্পেনের সেরা বানালেন জাভি। পরশুরাতে এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা। চার ম্যাচ বাকি থাকতেই তিন মৌসুম পর লিগ শিরোপা পুনরুদ্ধার করল কাতালান জায়ান্টরা।
শিরোপার সুবাস পেতে থাকা বার্সাকে আটকানোর ক্ষমতা ছিল না নগর প্রতিদ্ব›দ্বী এস্পানিওলের। তারওপর রবার্ট লেভান্দোভস্কি আবির্ভূত হয়েছিলন স্বরূপে। দলের চার গোলের দুটিই করেছেন পোলিশ এই ফরোয়ার্ড। ম্যাচের ১১তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন লেভান্দোভস্কি। ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেহান্দ্রো বালদে। ৪০তম মিনিটে রাফিনিয়ার পাস থেকে বাঁ পায়ের দর্শনীয় শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভান্দোভস্কি। চলতি লিগে এটি তার ২১তম গোল। ৩-০ গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করা বার্সালোনাকে ৫৩ মিনিটে দলের চতুর্থ গোলটি উপহার দেন জুলস কুন্দে। ৭৩ ও যোগ হওয়া সময়ে এস্পানিওল দুটি গোল পরিশোধ করলেও তা বার্সার শিরোপা উৎসব মাটি করতে পারেনি।
এটি লা লিগায় বার্সার ২৭তম শিরোপা। ৩৫ বার চ্যাম্পিয়ন হয়ে সবার ওপরে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমল একটু। এই জয়ে ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ১৯৪৮-৪৯ মৌসুমে আসরের শেষ দিনে এস্পানিওলকে হারিয়ে চতুর্থ লিগ শিরোপা জিতেছিল বার্সা। তারা এবার সেই নগর প্রতিদ্ব›দ্বীদের হারিয়ে ২৭তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হলো। আগের ২৬ শিরোপার ১০টিই বার্সেলোনা জিতেছে একবিংশ শতাব্দীতে, ক্লাবের ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসির উপস্থিতিতে। সেই হিসেবে ১৯৯৯ সালের পর এই প্রথম দলটি মেসিকে ছাড়া লিগ শিরোপার স্বাদ পেল।
খেলোয়াড় হিসেবে জাভি জিতেছিলেন ১০টি লা লিগা শিরোপা, এবার কোচ হিসেবে জিতলেন আরেকটি। সব গুলোই এই শতাব্দীতে। ম্যাচ শেষে জাভি বলেন, ‘অসাধারণ অনুভূতি এটি। দীর্ঘ ১০ মাসের কঠোর পরিশ্রম ও ত্যাগের পর এটি ধরা দিল। সমর্থকদের এই সাফল্য প্রাপ্য। ফুটবলারদেরও প্রাপ্য। চার ম্যাচ বাকি রেখে লা লিগা জয়ে ফুটে ওঠে, বাকিদের চেয়ে আমরা কতটা শক্তিশালী। অনেক ভুগতেও হয়েছে আমাদের। এই ক্লাবে সমালোচনার অভাব নেই। আশা করি, এখন কাজের মূল্যায়ন হবে।’
একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগেও মাঠে নেমেছিল শিরোপা প্রত্যাশী ক্লাব ম্যানচেস্টার সিটি। জার্মান তারকা ইকায় গুন্দোগানের অসাধারণ নৈপুণ্যে এভারটনকে ৩-০ গোলে হারিয়ে টানা তৃতীয় শিরোপার পথে আরও এগিয়ে গেলো সিটিজেনরা। শুধু তাই নয়, দিনের পরের ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল ব্রাইটনের কাছে হেরে যাওয়ার ফলে ম্যানসিটির শিরোপা জয়ের সম্ভাবনা আরও অনেক বেড়ে গেলো। কারণ, এতে করে ৭ পয়েন্টের ব্যবধান তৈরির সুযোগ হলো পেপ গার্দিওলার দলের সামনে। আর ৭ পয়েন্টের ব্যবধান তৈরি হওয়া মানেই ইংলিশ প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ম্যানসিটি।
৩৫ ম্যাচ শেষে ম্যানসিটির পয়েন্ট ৮৫। ৩৬ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮১ পয়েন্ট। দুই দলের সঙ্গে ব্যবধান এখন ৪ পয়েন্টের। পরের ম্যাচটি সিটি জিতলেই চ্যাম্পিয়ন। কিংবা আর্সেনাল দুই ম্যাচের একটি হারলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যানসিটি।
এভারটনের গুডিসন পার্কে ম্যানসিটির হয়ে নিজের ৩০০তম ম্যাচটি স্মরণীয় করে রাখল গুন্দোগান। ম্যাচের ৩৭ মিনিটে রিয়াদ মাহারেজের ক্রস থেকে চোখধাধানো এক ব্যাক-হিল শটে সফরকারী ম্যানসিটিকে এগিয়ে দেন গুন্দোগান। এই গোলের পরপরই এই জার্মান তারকার ক্রস থেকে হেড করে হালান্ড ব্যবধান দ্বিগুণ করেন। ৩৬ গোল করে প্রিমিয়ার লিগ যুগে এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা আরও সমৃদ্ধ করলেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল হলো ৫২টি। বিরতির পর খেলা শুরু হলে ৬ মিনিটের মাথায় দুর্দান্ত ফ্রি-কিকে গুন্দোগান ৩-০ করতেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় ম্যানসিটির। প্রিমিয়ার লিগে সিটির ৫০০তম জয় এটি। ষষ্ঠ দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করল দলটি।
একই রাতে মাঠে নামা আর্সেনাল আরও সপ্তাহ দুয়েক আগেই ইপিএলের শিরোপার রেস থেকে ছিটকে পড়ে। আর পরশু রাতে তারা ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে ম্যানসিটির হাতে শিরোপাটা প্রায় তুলেই দিল। ম্যাচের ৫১তম মিনিটে ব্রাইটনের হয়ে প্রথম গোল করেন হুলিও এনচিসো। ডেনিজ উনদাভ ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের অতিরিক্ত সময়ে তৃতীয় গোল করেন পারভিজ ইস্তোপিনান। এই হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চান আর্সেনাল বস মিকেল আর্তেতা, ‘এক সপ্তাহ আগে এখানে দাঁড়িয়ে আমি দল নিয়ে গর্ববোধ করেছিলাম এবং আজ দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের জন্য আমাদের ক্ষমা চাইতে হবে। এটা গ্রহণযোগ্য নয়।’

 

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
আরও

আরও পড়ুন

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই

বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই

গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি

গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি

২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান

সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান

নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি

রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি

রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত

রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত

স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।

স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা

১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা

সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন

মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি

মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক