শেষ চারের সুবাস পাচ্ছে লিভারপুল
১৬ মে ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ১৭ মে ২০২৩, ১২:০০ এএম
একটা সময় পয়েন্ট তালিকার মধ্যভাগে থেকে ধুঁকছিল লিভারপুল। অলরেডদের মনে হচ্ছিল পুরো ছন্নছাড়া এক দল। চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন তখন তো মনে হচ্ছিল আকাশ-কুসুম কল্পনা। এই প্রসঙ্গ উঠলেই হেসে উড়িয়ে দিতেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। অথচ ধারাবাহিকভাবে ভালো খেলা শুরু করার পর মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট টেবিলের চিত্র জটিল করে দিচ্ছে দলটি। শেষ চারে থাকার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউক্যাসলের সঙ্গে যোগ দিয়েছে লিভারপুল। পরশু রাতে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে থাকা ম্যানইউকে প্রায় ছুঁয়ে ফেললো লিভারপুল।
লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে প্রথমার্ধে কার্টিস জোন্স ম্যাভের ৩৩ মিনিটে এগিয়ে দেন লিভারপুলকে। মিনিট তিনেক পর তিনিই ব্যবধান দ্বিগুন করেন। বিরতির পর গোলের দেখা পেতে কিছুটা অপেক্ষা করতে হয় অল রেডদের। ম্যাচের ৭১তম মিনিটে সফরকারীদের হয়ে জালের দেখা পান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তিনটি গোলেরই অ্যাসিস্ট এসেছে মোহাম্মদ সালাহার কাছ থেকে। গত ৯ এপ্রিল আর্সেনালের সঙ্গে ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর থেকে জয়ের ধারা শুরু হয় লিভারপুলের। লেস্টারকে হারানো দিয়ে তারা এখন পৌঁছে গেছে টানা সাত জয়ে।
৩৬ ম্যাচ শেষে লিভারপুলের সংগ্রহ ৬৫ পয়েন্ট। তারা রয়েছে পঞ্চম স্থানে। ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ম্যানইউ। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে নিউক্যাসল। লিভারপুলের বাকি আছে আর ২ ম্যাচ। তারা যদি এই দুই ম্যাচ জিতে যায়, ম্যানইউ কিংবা নিউক্যাসল যদি কোনো ম্যাচে হোঁচট খায়, তাহলে লিভারপুলই চলে যাবে চতুর্থ স্থানে।
এখনও অবশ্য নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডকেই এগিয়ে রাখছেন লিভারপুল কোচ ক্লপ। তবে নিজেদের সম্ভাবনাও যে উঁকি দিচ্ছে, সেটি এড়িয়ে যাচ্ছেন না। ক্লপ বলেন, ‘আমার মনে হয় না আমাদের শীর্ষ চারে থাকা হবে। বিশেষ করে নিউক্যাসল ও ম্যানইউর খেলা যদি দেখেন, অনেক মানসম্পন্ন দল তারা। তবে তারা যদি পয়েন্ট হারায় এবং এরপরও আমরা তা কাজে লাগাতে না পারি, তাহলে তা হতাশার হবে। আমাদের তাই কাজ বাকি আছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক