শেষ চারের সুবাস পাচ্ছে লিভারপুল
১৬ মে ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ১৭ মে ২০২৩, ১২:০০ এএম
একটা সময় পয়েন্ট তালিকার মধ্যভাগে থেকে ধুঁকছিল লিভারপুল। অলরেডদের মনে হচ্ছিল পুরো ছন্নছাড়া এক দল। চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন তখন তো মনে হচ্ছিল আকাশ-কুসুম কল্পনা। এই প্রসঙ্গ উঠলেই হেসে উড়িয়ে দিতেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। অথচ ধারাবাহিকভাবে ভালো খেলা শুরু করার পর মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট টেবিলের চিত্র জটিল করে দিচ্ছে দলটি। শেষ চারে থাকার লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউক্যাসলের সঙ্গে যোগ দিয়েছে লিভারপুল। পরশু রাতে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে থাকা ম্যানইউকে প্রায় ছুঁয়ে ফেললো লিভারপুল।
লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে প্রথমার্ধে কার্টিস জোন্স ম্যাভের ৩৩ মিনিটে এগিয়ে দেন লিভারপুলকে। মিনিট তিনেক পর তিনিই ব্যবধান দ্বিগুন করেন। বিরতির পর গোলের দেখা পেতে কিছুটা অপেক্ষা করতে হয় অল রেডদের। ম্যাচের ৭১তম মিনিটে সফরকারীদের হয়ে জালের দেখা পান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তিনটি গোলেরই অ্যাসিস্ট এসেছে মোহাম্মদ সালাহার কাছ থেকে। গত ৯ এপ্রিল আর্সেনালের সঙ্গে ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর থেকে জয়ের ধারা শুরু হয় লিভারপুলের। লেস্টারকে হারানো দিয়ে তারা এখন পৌঁছে গেছে টানা সাত জয়ে।
৩৬ ম্যাচ শেষে লিভারপুলের সংগ্রহ ৬৫ পয়েন্ট। তারা রয়েছে পঞ্চম স্থানে। ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ম্যানইউ। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে নিউক্যাসল। লিভারপুলের বাকি আছে আর ২ ম্যাচ। তারা যদি এই দুই ম্যাচ জিতে যায়, ম্যানইউ কিংবা নিউক্যাসল যদি কোনো ম্যাচে হোঁচট খায়, তাহলে লিভারপুলই চলে যাবে চতুর্থ স্থানে।
এখনও অবশ্য নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডকেই এগিয়ে রাখছেন লিভারপুল কোচ ক্লপ। তবে নিজেদের সম্ভাবনাও যে উঁকি দিচ্ছে, সেটি এড়িয়ে যাচ্ছেন না। ক্লপ বলেন, ‘আমার মনে হয় না আমাদের শীর্ষ চারে থাকা হবে। বিশেষ করে নিউক্যাসল ও ম্যানইউর খেলা যদি দেখেন, অনেক মানসম্পন্ন দল তারা। তবে তারা যদি পয়েন্ট হারায় এবং এরপরও আমরা তা কাজে লাগাতে না পারি, তাহলে তা হতাশার হবে। আমাদের তাই কাজ বাকি আছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাত্রদল কখনো লেজুড়বৃত্তিক রাজনীতি করবে না : রিয়াদ
যুক্তরাষ্ট্রে বিটকয়েন চুরির অপরাধে হ্যাকার কারাদণ্ডে দণ্ডিত
"বিতর্কিত পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করলেন সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী"
শেরপুরে নকলা ও নালিতাবাড়ীতে দুই খুন: আটক ৪
কটিয়াদীতে স্বামীকে পরিকল্পিত হত্যা, স্ত্রী আটক
বেরোবিতে নিয়োগকৃত ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল, ফেরত দিতে হবে বেতন
শ্রীলঙ্কায় বামপন্থী শাসক জোট নির্বাচনে বিপুল জয়ে এগিয়ে
মাহফুজ আলমকে নিয়ে যে ভুয়া পোস্ট দিলেন ফ্যাসিস্ট জয়!
বিশেষজ্ঞদের দাবি জলবায়ু সম্মেলন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছে
সুন্দরবনে দুবলার চরে ঐতিহাসিক রাস উৎসব শুরু
কুয়াকাটায় রাস লীলা উদযাপনে সৈকতে পূন্যার্থীদের ঢল
ভারতের শিশুদের বামনতার সংকট,জাতিভেদ এবং পুষ্টির অভাব
বদলে যাচ্ছে র্যাব: যা বলছেন নেটিজেনরা
"আসছে অম্ল-মধুর সম্পর্কের এক গল্প নিয়ে ছোট পর্দার আরশ-তিশা জুটি"
ট্রাম্প প্রশাসনে ভ্যাক্সিন বিরোধী ‘আরএফ কেনেডি’’ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত
যশোর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে চাচাত ভাই চঞ্চল ভট্টাচার্য আড়াই কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে
হিজবুল্লাহর হামলা হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে : মেয়র
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চার বিষয়ে বিশেষ কমিটি
ক্ষমতা গ্রহণের পরই যে কাজ করবেন ট্রাম্প
অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা সুযোগের