সুদিন ফিরছে ইতালিয়ান ফুটবলে
১৯ মে ২০২৩, ১০:১১ পিএম | আপডেট: ২০ মে ২০২৩, ১২:০৫ এএম
বর্তমানে ইংল্যান্ডের ক্লাবগুলোর সাথে রিয়াল মাদ্রিদ ও পিএসজি যেভাবে বিশাল অংকের টাকা ফুটবলার কিনতে খরচ করে, তা কয়েক দশক আগেও খুব একটা দেখা যেত না। সময়টা তখন ছিল ইতালিয়ান ফুটবলের। সব ক্ষেত্রেই ছিল ইতালিয়ানদের জয়জয়কার। লাৎযিও-ফিউরেন্টিনার মত দল গুলোও চোখ কপালে তোলা অংকে ফুটবলার কেনা-বেচা করতো। তবে গত দেড় যুগে ধরে ক্রমেই বদলে গিয়েছে সেই চিত্র। ধুলো জমেছিল ইতালিয়ান ক্লাবগুলোর ইউরোপিয়ান শিরোপার ক্যাবিনেটে। গত ১৩ বছরে ইতালিয়ান ক্লাবগুলোর শোকেসে জমা হয়নি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের নতুন কোনো শিরোপা। তবে মেঘের পরে রোদ আসার সূত্র ধরে আবার যেন সুদিন ফিরতে শুরু করেছে ইতালিতে। চলমান মৌসুমে উয়েফার তিনটি প্রতিযোগিতার ফাইনালেই একটি করে ইতালিয়ান ক্লাব আছে!
পরশু রাতে উয়েফা কনফারেন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে কিছুটা পিছিয়ে থেকে খেলতে নেমেছিল ফিওরেন্তিনা। কারণ ঘরের মাঠে সুইজারল্যান্ডের এফসি বাসেলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল প্রথম লেগে। তাই প্রতিপক্ষের মাঠে কাজটা ছিল বেজায় কঠিন। আর কঠিন কাজটা অনায়াসেই করেছে তারা। জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। তাতে এবার ইউরোপের তিনটি প্রতিযোগিতাতেই ফাইনালে নিজেদের প্রতিনিধি পেল ইতালি।
এর আগে চ্যাম্পিয়নস লিগে ১৭ বছর পর কোয়ার্টার ফাইনালে তিন ইতালিয়ান ক্লাব উঠে আসার পর ইতালির সুদিন ফেরার সুবাস পাওয়া যাচ্ছিল। নাপোলি বাদ পড়লেও সেমি-ফাইনালের সূচিতে যখন দুই মিলানের খেলা পড়ে, তখন থেকেই জানা একটি দল খেলছে ফাইনালে। শেষ পর্যন্ত সেখানে এসি মিলানকে হারিয়ে জায়গা করে নেয় ইন্টার মিলান। সবশেষ ২০০৯-১০ মৌসুমে ফাইনালে খেলেছিল তারা। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল তারা।
অন্যদিকে ফিওরেন্তিনার যখন লড়ছিল ঠিক একই সময়ে উয়েফার দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা ইউরোপা লিগের দুই সেমি-ফাইনালে মাঠে ছিল রোমা ও জুভেন্টাস। সেখানে জুভেন্টাস না পারলেও রোমা ঠিকই তাদের কাজটি সেরেছে। শেষ চারের ফিরতি লেগে লিভারকুসেনের মাঠে গোলশূন্য ড্র করে রোমা। এর আগে প্রথম লেগে ঘরের মাঠের ১-০ গোলে জিতেছিল হোসে মরিনহোর দল। প্রথম লেগের সেই জয়েই শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পায় রোমা। গতবার মরিনহোর অধীনেই এই দলটি জিতেছিল কনফারেন্স লিগের শিরোপা। তবে এবার ইউরোপের তিনটি প্রতিযোগিতার ফাইনালে উঠলেও এর আগে তিনটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় শিরোপা জয়ের নজির রয়েছে ইতালিয়ান ক্লাবের। ১৯৮৯-৯০ মৌসুমে ইউরোপিয়ান কাপে (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) এসি মিলান, উয়েফা কাপে (বর্তমান ইউরোপা লিগ) জুভেন্টাস এবং উইনার্স কাপে জিতেছিল সাম্পাদোরিয়া।
আগামী ১ জুন ইউরোপা লিগে এই আসরের সবচেয়ে সফল দল ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হবে রোমা। এরপর ৮ জুন কনফারেন্স লিগের ফাইনালে ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যামের মুখোমুখি হবে ফিওরেন্তিনা। সবশেষ ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মোকাবেলা করবে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ইতালির ক্লাবগুলোর সামনে এখন আবারও ১৯৮৯-৯০ সালের স্মৃতি ফিরিয়ে আনার সুযোগ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফ্রান্স-ইসরায়েল ফুটবল ম্যাচে গ্যালারিতে দর্শকদের মধ্যে উত্তেজনা
চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি, ধানমন্ডিতে ছুরিকাঘাতে একজনের মৃত্যু
সংখ্যালঘুরা আমাদের নাগরিক, ভারতের মন্তব্যের প্রয়োজন নেই : নাহিদ
ছাত্রদল কখনো লেজুড়বৃত্তিক রাজনীতি করবে না : রিয়াদ
যুক্তরাষ্ট্রে বিটকয়েন চুরির অপরাধে হ্যাকার কারাদণ্ডে দণ্ডিত
"বিতর্কিত পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করলেন সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী"
শেরপুরে নকলা ও নালিতাবাড়ীতে দুই খুন: আটক ৪
কটিয়াদীতে স্বামীকে পরিকল্পিত হত্যা, স্ত্রী আটক
বেরোবিতে নিয়োগকৃত ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল, ফেরত দিতে হবে বেতন
শ্রীলঙ্কায় বামপন্থী শাসক জোট নির্বাচনে বিপুল জয়ে এগিয়ে
মাহফুজ আলমকে নিয়ে যে ভুয়া পোস্ট দিলেন ফ্যাসিস্ট জয়!
বিশেষজ্ঞদের দাবি জলবায়ু সম্মেলন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছে
সুন্দরবনে দুবলার চরে ঐতিহাসিক রাস উৎসব শুরু
কুয়াকাটায় রাস লীলা উদযাপনে সৈকতে পূন্যার্থীদের ঢল
ভারতের শিশুদের বামনতার সংকট,জাতিভেদ এবং পুষ্টির অভাব
বদলে যাচ্ছে র্যাব: যা বলছেন নেটিজেনরা
"আসছে অম্ল-মধুর সম্পর্কের এক গল্প নিয়ে ছোট পর্দার আরশ-তিশা জুটি"
ট্রাম্প প্রশাসনে ভ্যাক্সিন বিরোধী ‘আরএফ কেনেডি’’ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত
যশোর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে চাচাত ভাই চঞ্চল ভট্টাচার্য আড়াই কোটি টাকা আত্মসাত করে পালিয়েছে
হিজবুল্লাহর হামলা হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে : মেয়র