বিপিএলে টানা চার শিরোপা জিতে বসুন্ধরার ইতিহাস
২৬ মে ২০২৩, ১০:০৯ পিএম | আপডেট: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চার শিরোপা জিতে ইতিহাস গড়লো বসুন্ধরা কিংস।দেশের প্রথম ক্লাব হিসেবে এই যোগ্যতা অর্জন করেছে দলটি। শুক্রবার বিকালে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের ১৭তম ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গমেজের হ্যাটট্রিকে ৬-৪ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। বিজয়ী দলের হয়ে ডরিয়েলটন চারটি এবং আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো ও স্থানীয় মিডফিল্ডার শেখ মোরসালিন একটি করে গোল করেন। শেখ রাসেলের হয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু দু’টি এবং স্থানীয় ফরোয়ার্ড সুজন বিশ্বাস ও মিডফিল্ডার দীপক রায় একটি করে গোল করেন।
শেখ রাসেলকে হারিয়ে ১৭ ম্যাচে ১৫ জয় এবং একটি করে ড্র ও হারে ৪৬ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে থেকে শিরোপা নিজেদের করে নেয় বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ছয়টি করে জয় ও হারে এবং চার ড্রতে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রইল শেখ রাসেল।
বিপিএলের প্রথম হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। গত বছর লিগ শিরোপা জিতে আবাহনীর পাশে বসেছিল বসুন্ধরা কিংস। আর শুক্রবার তারা শেখ রাসেলকে হারিয়ে টানা চতুর্থ লিগ শিরোপা জিতে নাম লেখালো ইতিহাসের পাতায়। চ্যাম্পিয়ন হওয়ার পর কিংসের বাকি আছে আনুষ্ঠানিকতার ৩ ম্যাচ। পরের তিন ম্যাচে মোহামেডান, শেখ জামাল ও ঢাকা আবাহনীর বিপক্ষে হারলেও কোনো সমস্যা নেই বসুন্ধরার। কারণ ইতোমধ্যে পয়েন্ট টেবিলে সবার ধরাছোঁযার বাইরে আছে স্প্যানিশ কোচ অস্কার ব্রæজনের দল। বসুন্ধরার সমান ১৭ ম্যাচ খেলে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী পেয়েছে ৩৪ পয়েন্ট। তারা পরের তিন ম্যাচে জিতলেও বসুন্ধরার নাগাল পাবেনা।
বসুন্ধরা কিংস বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জিতে বিপিএলে উঠেছিল ২০১৮ সালে। এরপর টানা পাঁচটি লিগ খেলে চারবার চ্যাম্পিয়ন হলো তারা। মাঝে ২০২০ সালে করোনাভাইরাসের কারণে লিগ বাতিল হয়ে যায়।
বসুন্ধরা কিংসের লিগ শিরোপা নিশ্চিতের দিন শুক্রবার বিকালে কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দেশের দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। লিগের এই মর্যাদার লড়াইয়ে হারেনি কেউই। মোহামেডান-আবাহনী ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। ম্যাচে প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৩মিনিট) পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন দলটির অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলায়মানে দিয়াবাতে (১-০)। এগিয়ে থেকে বিরতিতে গেলেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি সাদাকালোরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলশোধে মরিয়া হয়ে লড়লেও ম্যাচের শেষ দিকে এসে সফলতা পায় আবাহনী। ৮৩ মিনিটে কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস পেনাল্টি থেকে গোল করলে নিশ্চিত হারের হাত থেকে বেঁচে যায় (১-১)। এই ড্রয়ে ১৭ ম্যাচে দশ জয়, চার ড্র ও তিন হারে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থেকে রানার্সআপের দৌড়ে টিকে থাকলো ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলে ছয় জয় এবং পাঁচটি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মোহামেডান।
অন্যদিকে এদিন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারায় নবাগত আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে। বিজয়ী দলের হয়ে রায়হান একমাত্র গোলটি করেন। এই জয়ে ১৬ ম্যাচে তিন জয়, সাত ড্র ও ছয় হারে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে চার ড্র ও ১২ হারে মাত্র ৪ পয়েন্ট পেয়ে তলানীতেই থাকলো আজমপুর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মির্জাপুরে দুই কোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার
বঙ্গবন্ধু বাদ দিয়ে তিন মাস পর খুললো গাজীপুরের সাফারি পার্ক
জুমার নামাজ শেষে কাকরাইল মসজিদ ছাড়লেন সাদপন্থীরা
স্পেনের বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে ১০ জনের মৃত্যু
চাটমোহরে নিখোঁজের পরদিন বিলে ভেসে উঠল কৃষকের লাশ
"প্রেম বিষয়ক উপদেষ্টা হিসেবে বাপ্পারাজকে দেখতে চায় ভক্তরা"
কূটনৈতিক টানাপোড়েনের কারনে ইউরোপের দিকে ঝুঁকছে ভারতীয় শিক্ষার্থীরা
মির্জাপুর থানায় ৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক
ফ্রান্স-ইসরায়েল ফুটবল ম্যাচে গ্যালারিতে দর্শকদের মধ্যে উত্তেজনা
চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি, ধানমন্ডিতে ছুরিকাঘাতে একজনের মৃত্যু
সংখ্যালঘুরা আমাদের নাগরিক, ভারতের মন্তব্যের প্রয়োজন নেই : নাহিদ
ছাত্রদল কখনো লেজুড়বৃত্তিক রাজনীতি করবে না : রিয়াদ
যুক্তরাষ্ট্রে বিটকয়েন চুরির অপরাধে হ্যাকার কারাদণ্ডে দণ্ডিত
"বিতর্কিত পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করলেন সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকী"
শেরপুরে নকলা ও নালিতাবাড়ীতে দুই খুন: আটক ৪
কটিয়াদীতে স্বামীকে পরিকল্পিত হত্যা, স্ত্রী আটক
বেরোবিতে নিয়োগকৃত ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল, ফেরত দিতে হবে বেতন
শ্রীলঙ্কায় বামপন্থী শাসক জোট নির্বাচনে বিপুল জয়ে এগিয়ে
মাহফুজ আলমকে নিয়ে যে ভুয়া পোস্ট দিলেন ফ্যাসিস্ট জয়!
বিশেষজ্ঞদের দাবি জলবায়ু সম্মেলন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছে