গোলরক্ষক মহসিনের পাশে পাপন
০৬ জুন ২০২৩, ১০:৩৭ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
অসুস্থ ও মানসিক ভারসাম্য হারানো সাবেক তারকা গোলরক্ষক মোহাম্মদ মহসিনের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গতপরশু বিসিবির সভাপতি লন্ডন থেকে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে নির্দেশ দিয়েছেন মহসিনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। সভাপতির নির্দেশ অনুযায়ী সোমবার রাতেই বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয় অসুস্থ মহসিনের ছোট ভাই কোহিনুর পিন্টুর সঙ্গে। বিসিবির প্রধান নির্বাহী সুজন নিজেই কথা বলেছেন মহসিনের ভাইয়ের সঙ্গে।
গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সুজন। তিনি বলেন,‘ আমাদের বোর্ড সভাপতি অসুস্থ তারকা ফুটবলার মহসিন ভাইয়ের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আমরা তার পাশে থাকতে চাই। তার চিকিৎসার সমুদয় ব্যবস্থা করার চেষ্টা করবো আমরা।’ সুজন যোগ করেন,‘বিসিবির পক্ষ থেকে মহসিনের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তার সবই করা হবে। মহসিনের ছোট ভাইকে জানানো হয়েছে, যেখানে তার চিকিৎসা হয়, সেসব কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে এবং বিসিবির পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ চিকিৎসা নিশ্চিতের সম্ভাব্য সবরকম চেষ্টাই থাকবে।’
বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘মহসিন ভাইয়ের জমি সংক্রান্ত যে ব্যাপারটি আছে, যা কে বা কারা দখল করে নিয়েছে। সেই জমি পুনরুদ্ধারে বিসিবি সবরকম সহযোগিতা করবে। আমরা এরই মধ্যে বিসিবির লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছি। মহসিন ভাইয়ের ছোট ভাইকে কাগজপত্রসহ বিসিবিতে যোগাযোগ করতে বলা হয়েছে। আশা করি মহসিন ভাইয়ের শারীরিক অবস্থা উন্নতির পাশাপাশি তার জমি পুনরুদ্ধারেও বিসিবি সহায়তা করতে পারবে।’
বিসিবির পাশাপাশি মহসিনের সতীর্থ ফুটবলাররাও তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। কাল সন্ধ্যায় সাবেক ফুটবলার আব্দুল গাফফারের নেতৃত্বে মতিঝিলস্থ মোহামেডান ক্লাবে মহসিনকে নিয়ে এক জরুরি সভা করেছেন সাবেক ফুটলাররা।
বিসিবির সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন দায়িত্বগ্রহণের পর থেকেই ক্রিকেটার ছাড়াও ক্রীড়াঙ্গনের অনেকেরই দুঃসময়ে পাশে থেকেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পরিবারকেও আর্থিক সহায়তা দিয়েছিল বিসিবি। এছাড়া বাংলাদেশ হকি ফেডারেশন, সাঁতার ফেডারেশনকেও বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছে পাপনের নেতৃত্বাধীন বিসিবি। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য সবার আগে ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছিল বিসিবি। যে টাকা ইতোমধ্যে হাতে পেয়েছেন সাবিনা খাতুনরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন