স্বপ্নের 'ট্রেবল' জিতে ইস্তাম্বুলে সিটির ইতিহাস
১১ জুন ২০২৩, ০৫:১৫ এএম | আপডেট: ১১ জুন ২০২৩, ০৫:১৫ এএম
ম্যানচেস্টার সিটি ১ :০ ইন্টার মিলান
প্রতীক্ষার প্রহর ফুরালো ম্যানচেস্টার সিটির ।একাধিকবার কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়নস লীগ শিরোপা না পাওয়া আক্ষেপ ঘুচল ইস্তাম্বুলে। ইন্টার মিলানে ১-০ গোলে হারিয়ে ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লেন হল্যান্ড ডি-ব্রুইনারা।
একইসাথে পূর্ণ হল বহু আরাধ্য 'ট্রেবল'।ফাইনালে রদ্রি করা একমাত্র গোলেই ইতিহাস গড়ে সিটি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতে আগেই ঘরোয়া ‘ডাবল’ পূর্ণ করে সিটি। এবার ইউরোপ সেরা হয়ে ‘ট্রেবলের’ স্বপ্নও পূরণ করল তারা। ইংলিশ ফুটবলে দ্বিতীয় এবং ১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পর প্রথম দল হিসেবে এই অসাধারণ কীর্তি গড়ল স্কাই ব্লুজরা।
ফাইনালে শুরু থেকে বল পজিশন ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় ছিল সিটি। তবে প্রত্যাশামতো আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি। অন্যদিকে মিলান ছিল কিছুটা সতর্ক।রক্ষণ সামলে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে উঠছিলেন মার্টিনেজ -ডেজকোরা।
ম্যাচের ১৯ তম মিনিটে তেমনি এক পাল্টা আক্রমণে ইন্টার ক্যাপ্টেন ব্রজোভিচ বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও সেটি লক্ষ্যে রাখতে পারেননি।ম্যাচের ২৭ তম মিনিটে সিটির সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ এসেছিল।ডি ব্রুইনার নিখুঁত পাসে ডি বক্সে খুঁজে নিয়েছিলেন হল্যান্ডকে।ডিফেন্ডারদের বাধা এড়িয়ে এই সিটি স্ট্রাইকারে নেওয়া জোরালো শর্ট অবশ্য দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিলান গোলরক্ষক ওনানা।ফলে টানা চার ম্যাচ গোলহীল এই নরওয়েজিয়ান তারকা।
একটু পরেই ডি ব্রুইনা মারাত্মক ইনজুরিতে পড়লে তাকে বদলি করতে বাধ্য হন গার্দিওলা।মিডফিল্ডের প্রাণভোমরাকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে চাপে পড়ে সিটি।গোলশূন্য সমতায় শেষ হয় প্রথামার্ধ।
ম্যাড়মেড়ে প্রথামার্ধের পর দ্বিতীয়ার্ধে সিটি সমর্থকদের প্রায় হতাশায় ডুবিয়ে দিয়েছিল মিলান।একটা ব্যাক পাস নিজে নিয়ন্ত্রণে না নিয়ে গোলরক্ষক এদেরসনের জন্য ছেড়ে দেন সিটি ডিফেন্ডার ম্যানুয়াল আকাঞ্জি। কিন্তু মাঝপথেই সেই বল পেয়ে যান ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। গোলরক্ষককে ওয়ান টু ওয়ানে পেয়ে যাওয়া মার্তিনেজের সামনে তখন নায়ক হয়ে যাওয়া সুবর্ণ সুযোগ।তবে তার নেওয়া শট ঠেকিয়ে সিটিকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন।
৬৮ মিনিটে আসে সিটির মাইফলক গোলটি।আকানজির পাস পেয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে শট নেন বের্নার্দো সিলভা। প্রতিপক্ষের গায়ে লেগে বল পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় চলে যায়, আশেপাশেই ছিলেন ইন্টারের কয়েকজন খেলোয়াড়, কিন্তু কেউ সেটি বিপদমুক্ত করতে পারেননি। ছুটে গিয়ে বিনা বাধায় জোরাল শটে বল জালে খুঁজে নিয়ে স্কোরলাইন ১-০ করেন রদ্রি।
দুই মিনিট পরই সমতায় ফিরতে পারতো ইন্টার। কিন্তু ফেদেরিকো দিমার্কোর হেড বাধা পায় ক্রসবারে।ফিরতি বলে আবার হেড দিমার্কোর। কিন্তু এবার বলের সামনে পড়ে গেলেন দিমার্কোরই সতীর্থ বলদি নামা রোমেলু লুকাকু!হতাশা বাড়ে ইন্টার সমর্থকদের।
পাঁচ মিনিট যোগ করা সময়ের একেবারে শেষেও একটা সুযোগ আসে তিনবারের চ্যাম্পিয়নদের সামনে। কিন্তু রবিন গোজেন্সের হেড ঠেকিয়ে জাল অক্ষত রাখেন এদেরসন। নিশ্চিত হয়ে যায় সিটির শিরোপা জয়।
শেষের বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে পুরো সিটি শিবির,স্টেডিয়ামে সিটি সমর্থকরাও বাঁধভাঙা উল্লাসে শুরু করেন উদযাপন। শেষ হয় তাদের বহু বছরের অপেক্ষা;প্রিয় দলের হাতেই যে এখন ইউরোপ সেরার মুকুট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা আল্লাহর উপরে ভরসা করি আর হাসিনার ভরসা ভারতে -দুলু
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের
ঢাকায় ‘হযরত ফাতিমা জাহরা (সা.আ.) বিশ্বের নারীদের আদর্শ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চার ভাগে ফিরবেন ক্রিকেটাররা
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
ইজতেমা মাঠকে যারা খুনের মাঠে পরিণত করেছে তারা সন্ত্রাসী
আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ
বেনাপোল চেকপোস্ট দিয়ে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত
মুন্সীগঞ্জে বিএনপি’র দু পক্ষে সংঘর্ষ,৩ জন গুলিবিদ্ব সহ আহত ১০
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
ইজতেমা মাঠে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত গ্রেফতার করুন
কলাপাড়ায় অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
আগামীকাল পঞ্চগড়ে বিএনপির জনসমাবেশ
ব্যাক্তিস্বার্থ পরিহার করে, দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: ইলিয়াস পাটোয়ারী
সখিপুরে বিদ্যুৎষ্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু
যারাই সুযোগ পেয়েছে তারাই দেশের সাথে বেঈমানী করেছে: ডা. মু. তাহের
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন
শীতের দিনে ঝিরঝিরে বৃষ্টি স্থবির খুলনা শহুরে জীবন